ফাইনালে উঠতে না পারলেও টোকিও অলিম্পিক্স থেকে দেশকে পদক এনে দিতে পারেন পিভি সিন্ধু। ব্রোঞ্জ মেডেল ম্যাচে ভারতীয় তারকা কোর্টে নামবেন চিনের হি বিংজিয়াওয়ের বিরুদ্ধে। অন্যদিকে ছেলেদের হকির কোয়ার্টার ফাইনালে ভারত খেলতে নামবে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে।
দেখে নেওয়া যাক টোকিও অলিম্পিক্সে ভারতের দু'টি গুরুত্বপূর্ণ ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
ব্যাডমিন্টনে পিভি সিন্ধু বনাম হি বিংজিয়াও ব্রোঞ্জ মেডেল ম্যাচ কবে অনুষ্ঠিত হবে: ১ অগস্ট, ২০২১ (রবিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচ: মুসাশিনো ফরেস্ট প্লাজা ব্যাডমিন্টন কোর্ট ওয়ান।
কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী বিকাল ৫ টায় শুরু ম্যাচ।
ভারত বনাম গ্রেট ব্রিটেন ছেলেদের হকির কোয়ার্টার ফাইনাল কবে অনুষ্ঠিত হবে: ১ অগস্ট, ২০২১ (রবিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচ: ওই হকি স্টেডিয়ামের নর্থ পিচ।
কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু ম্যাচ।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে দু'টি ম্যাচের সরাসরি সম্প্রচার: দূরদর্শন, সোনি সিক্স, সোনি সিক্স এইচডি, সোনি টেন-২, সোনি টেন-২ এইচডি, সোনি টেন-৩, সোনি টেন-৩ এইচডি, সোনি টেন-৪, সোনি টেন-৪ এইচডি চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এছাড়া দু'টি ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।