ভারতের পদক জয়ের সব থেকে বড় দাবিদার পিভি সিন্ধু বৃহস্পতিবারই প্যারিস অলিম্পিক্স থেকে ছিটকে গেছেন। কিছুটা অপ্রত্যাশিতভাবেই তিনি বিদায় নিয়েছেন প্রতিযোগিতা থেকে। গত দুই অলিম্পিক্সের পদকজয়ীর থেকে আরও ভালো পারফরমেন্স আশা করা হলেও তিনি তা করতে পারেননি। হারের পর নিজের আত্মসমালোচনা করলেও, সিন্ধু জানাচ্ছেন তাঁর কোনও আক্ষেপ নেই। কারণ নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করেছেন, পাশাপাশি আগামী অলিম্পিক্সে খেলবেন কিনা, সেই নিয়েও বার্তা দিলেন তিনি।
আরও পড়ুন-অলিম্পিক্সে অপ্রতিরোধ্য জকোভিচ! টানা তিন ম্যাচ স্ট্রেট সেটে জিতে, কোয়ার্টারে জোকার!
সিন্ধু বলেন, ' পরের অলিম্পিক্স আসতে এখনও চার বছর দেরি রয়েছে। আমি বলতে পারি যে আমি দেশে ফিরে এখন কয়েকদিন বিশ্রাম নেব। তারপরই দেখা যাবে কি হয়। চার বছর অনেতটা সময়, আপাতত এক সপ্তাহ এক সপ্তাহ করে এগোচ্ছি। এখন ফেরার সময় এসেছে। আমি নিজের প্রত্যাশা পূরণে ব্যর্থ, এটা খুবই মন খারাপের বিষয়। কিন্তু এটাও তো একটা যাত্রা পথ, তাই না? এখানে আমার প্রস্তুতি ভালো ছিল, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, তাই আমার কোনও বিষয় আক্ষেপ নেই, কারণ বাকিটা তো ভাগ্য। '
আরও পড়ুন-আনোয়ার ইস্যুতে সুর নরম গোয়েঙ্কার, তাহলে কি হতে পারে মিটমাট?
তাঁর নিজের দোষেই প্রতিপক্ষ সুযোগ পেয়ে গেছে, মেনে নিচ্ছেন এই তারকা শাটলার। সিন্ধুর কথায়, ‘আমার মনে হয় সব দিক দিয়ে যদি বিচার করি, তাহলে আমার ভুল গুলো আটকানো যেত। দ্বিতীয় গেমের সময় আমার মনে হয়েছে, কয়েকটি ভুল আমি করেছি, যেগুলো আটকানো যেত। এটা আমার জন্য দুঃখের ব্যাপার যে আমি এটাকে জয়তে কনভার্ট করতে পারিনি, বিশেষ করে যখন দুজনেই ফার্স্ট গেমে ১৯-১৯ ফলে দাঁড়িয়ে ছিলাম দুজনেই মরিয়া হয়ে পয়েন্টের জন্য লড়ছিলাম। তুমি তখন সহজে পয়েন্ট পাওয়া বা সহজে গেম জেতা আশা করতে পার না। ডিফেন্স করার ক্ষেত্রে যে ভুল গুলো করেছিলাম, সেগুলো আটকাতে পারতাম। ’
আরও পড়ুন-আইপিএলে খেলা নিয়ে টালবাহানা! বিদেশিদের নাটক সহ্য করবে না BCCI! সরাসরি হবে নির্বাসন?
সিন্ধু নিজের খেলার আত্মসমালোচনা করে বলেন, ‘ আমি কয়েকটা শট মেরেছিলাম যেগুলো লাইন পেড়িয়ে গেছিল। আমার উচিত ছিল সেগুলো ভিতরে মারা আর পয়েন্ট পাওয়া। ওগুলো আনফোর্সড এরর ছিল, আর সেই সুযোগেই আমার প্রতিপক্ষ আরও আত্মবিশ্বাস পেয়ে গেছে। আমার শটগুলো ও বেশ কয়েকটা ডিফেন্ড করছিল, আবার কয়েকটা শট ছিল যেগুলো থেকে আমার পয়েন্ট তোলা উচিত ছিল। কিন্তু হয় ওর হাতে মারছিলাম নাহলে কোর্টের বাইরে মেরে ফেলেছি। ওর স্ম্যাশগলো ভালো ছিল, ডিফেন্সও ভালো করেছে। আমার মনে হয়েছে আরও বেশি র্্যালি খেলা উচিত ছিল। লং র্্যালির ক্ষেত্রে কয়েকটা ভুল আমি করেছি, যার ফলে পয়েন্ট পাইনি। ও সেই সুযোগে পাল্টা শট খেলেছে। দুটো তিনটে শট মারার পরই আমি ভুল জায়গায় খেলে ফেলছিলাম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।