অলিম্পিক্সের ইতিহাসে দেশের সোনায় লেখা এক অধ্যায়ের নাম নীরজ চোপড়া। ব্যক্তিগত ইভেন্টে নীরজের মতো সাফল্যের ধারাবাহিকতা ভারতের কোনও ক্রীড়াবিদের নেই অলিম্পিক্সের আসরে। বারবারই যখন অনেক ক্রীড়াবিদ নিজেদের খারাপ পারফরমেন্সের জন্য অজুহাত হিসেবে তুলে ধরে ক্রিকেটের জনপ্রীয়তা বা জৌলুশ এবং অর্থবলকে, তখন নিজের কাজ ঠিক মতোই পালন করে যান হরিয়ানার ছেলে নীরজ চোপড়া। সেই কারণে সাফল্যও ধরা দেয় তাঁর হাতে হামেশাই, যেখানেই অংশগ্রহণ করেন কিছু না কিছু জিতেই ফেরেন।
শুধু খেলার বিষয় নয়, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুললেও কখনও বিতর্কে জড়াননি। নিজের ফোকাস ঠিকই রেখেছেন। টোকিয়ো থেকে দেশের জন্য এনে ছিলেন সোনার পদক, এবার প্যারিসেও সাফল্য ধরা দিয়েছে তাঁর হাতে, এনেছেন রৌপ্য পদক। সুশীল কুমার, পিভি সিন্ধু, মনু ভাকেরদের ঝুলিতে জোড়া অলিম্পিক্স পদক থাকলেও নেই একটিও সোনা, তাই নীরজকে নিয়ে আলাদাই একটা স্নেহের জায়গা তৈরি হয়েছে সিন্ধুর মনেও।
প্যারিস গেমসে বৃহস্পতিবারই ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে রৌপ্য পদক পান হরিয়ানার ছেলে। নীরজ চোপড়ার এমন অসাধারণ পারফরমেন্স করে রৌপ্য পদক জয়ের পর সিন্ধু তাঁকে নিয়ে বলছেন, ‘পরপর দুটো অলিম্পিক্সে সোনা এবং রুপো জয় একটা বিশেষ ধরণের সাফল্য। নীরজ আমরা তোমার জন্য গর্বিত। আমরা কি সর্বকালের সেরা ভারতীয় ক্রীড়াবিদকে দেখছি যে এই খেলায় সব সময় বিশ্বমঞ্চ শাসন করবে? আমার তো সেটাই মনে হচ্ছে ’।
নিজের খারাপ দিনে পরপর ফাউল থ্রো করেও ভারতকে রুপো এনে দেন নীরজ, এবারের গেমসে ওই একটাই রুপো পেয়েছে ভারত। বাকি সবই ব্রোঞ্জ। ভালো দিনে তো তিনি গতবার সোনা জিতিয়েছিলেন ভারতকে। ফলে এমন ধারাবাহিকতা এবং আত্মবিশ্বাস দেখে নীরজকে নিয়ে সিন্ধুর এই সম্মান এবং স্নেহের উক্তি একদমই ন্যয্য।
অবশ্য সিন্ধুর জন্য হতাশ ভারতীয় ক্রীড়ামহল। কারণ ভারতীয় শাটলারের দিকেও পদকের জন্য তাকিয়ে ছিল সকলে। গতবার সাতটি পদকের সাফল্য ছুঁতে গেলে সিন্ধুকেও জ্বলে উঠতে হত। কিন্তু রিও অলিম্পিক্সে এবং টোকিয়ো অলিম্পিক্সে ভারতকে পদক এনে দেওয়া সিন্ধু এবারে প্যারিসে গিয়ে হতাশ করেন। শুরুর দিকে ছন্দে থাকলেও রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচেই হি বিং জিয়াও-এর কাছে হেরে ছিটকে যান অলিম্পিক্স থেকে। সেই ঘাটতি পূরণ হয়নি, কারণ এখনও পর্যন্ত ভারত এবারের গেমসে জিতেছে ৬টি পদক, গতবারের তুলনায় একটি কম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।