ভারতীয় টেনিসের একটি অধ্যায়ের ইতি হল। সোমবার ৪৪ বছরের রোহন বোপান্না টেনিস থেকে অবসরের ঘোষণা করেন। রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে রোহন বোপান্নাকে। ডাবলসে শ্রীরাম বালাজিকে নিয়ে লড়াইয়ে নেমেছিলেন বোপান্না। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। ফ্রান্সের গেইল মনফিলস এবং এডুয়ার্ড রজার-ভ্যাসেলিন জুটির কাছে ৭-৫, ৬-২-এ হেরেছেন বোপান্না-শ্রীরাম। আর প্যারিস অলিম্পিক্সের প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পরেই, টেনিস থেকে অবসর ঘোষণা করে দিলেন রোহন বোপান্না।
আরও পড়ুন: হতাশ করলেন রমিতা, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে হলেন সপ্তম
১৯৯৬ আটলান্টা অলিম্পিক গেমসে লিয়েন্ডার পেজ সিঙ্গলসে ঐতিহাসিক ব্রোঞ্জ জিতেছিলেন। তার পর থেকে অলিম্পিক্সে ভারতীয় টেনিস প্লেয়ারদের শুধুই ব্যর্থতা। ২০১৬ সালে বোপান্না অবশ্য পদকের খুব পৌঁছে গিয়েছিলেন। কিন্তু মিক্সড ডাবলসে সানিয়া মির্জাকে সঙ্গী করে চতুর্থ স্থানে করেছিলেন বোপান্না।
আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতেন, রাতে শুধু ঘুমোতে বাড়ি ফিরতেন… উচ্ছ্বসিত মনু ভাকেরের বাবা-মা
বোপান্না আগেই ডেভিস কাপ থেকে অবসরের ঘোষণা করে দিয়েছিলেন। এবার আন্তর্জাতিক টেনিস থেকে সরে দাঁড়ালেন তিনি। বোপান্না বলেছেন, ‘আমি যেখানে আছি, সেটা ইতিমধ্যেই একটি বড় বোনাস। আমি কখনও-ই ভাবিনি যে, দুই দশক ধরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব। ২০০২ সালে আমার অভিষেক। এবং ২২ বছর পরেও আমি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছি। এটা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।’
বোপান্না বলেছেন, ২০১০ সালে ব্রাজিলের বিরুদ্ধে ডেভিস কাপ টাইতে রিকার্ডো মেলোর বিরুদ্ধে তাঁর জয় ভারতের জার্সিতে খেলা তাঁর সেরা মুহূর্তগুলির মধ্যে একটি হয়ে থাকবে। তিনি দাবি করেছেন, ‘ডেভিস কাপের ইতিহাসে এটি অবশ্যই একটি বিশেষ মুহূর্ত। এটা এখনও পর্যন্ত আমার সেরা মুহূর্ত, কোন সন্দেহ নেই যে চেন্নাইয়ে এবং তার পর সার্বিয়ার বিরুদ্ধে ব্যাঙ্গালোরে পাঁচ সেটের ডাবলসে জেতা। হেশের (মহেশ ভূপতি) অধিনায়কত্বে লির (লিয়েন্ডার পেজ) সঙ্গে খেলা। সেই সময়ে, এটি ছিল সেরা দল পরিবেশ এবং দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। আমার স্ত্রীর (সুপ্রিয়া) কাছেও আমি কৃতজ্ঞ, যে আমার ক্যারিয়ারের কারণে অনেক ত্যাগ স্বীকার করেছে।’
বোপান্না সাপোর্ট প্রোগ্রামের মাধ্যমে ভারতের ডাবলস খেলোয়াড়দের নানা ভাবে সহায়তা করছেন এবং ভবিষ্যতে এআইটিএ-র সঙ্গে জড়িত থাকার সুযোগ পেলে, সেটা তিনি গ্রহণও করবেন। বলেওছেন, ‘আমি অবশ্যই সেই বিষয়গুলি ভেবে দেখব। আমি যখন প্রতিযোগিতায় অংশ নিচ্ছি বা ভ্রমণ করছি, তখন আমি এটি করতে পারব না। কারণ তখন আমি আমার শতভাগ প্রতিশ্রুতি দিতে সক্ষম হবো না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।