রবিবার প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে লড়াই করার কথা ছিল। কিন্তু তার আগেই মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল হয়ে গেলেন ভারতের অভিজ্ঞ কুস্তিগীর ভিনেশ ফোগট। মঙ্গলবার তাঁর ওজন ঠিকই ছিল। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই কী করে ১০০ গ্রাম ওজন বেশি হয়ে গেল? সারা দেশে ভিনেশের অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়া নিয়ে আলোচনা চলছে, তখন সাইনা নেহওয়াল মনে করেন, এই ঘটনায় ভিনেশেরও সমান দোষ রয়েছে।
২০১২ লন্ডন অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক বিজয়ী বিশ্বাস করেন যে, প্যারিসে মহিলাদের কুস্তির ৫০ কেজি ফ্রিস্টাইলে অযোগ্যতার জন্য কুস্তিগীর ভিনেশ ফোগটেরও সমান দোষ রয়েছে। ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠে পড়েছিলেন ভিনেশ। তাঁর রুপো নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকেই তিনি বড় ধাক্কা খেলেন। বুধবার সকালে ফাইনাল ম্যাচের আগে, তাঁর যখন ওজন মাপা হয়, তখন দেখা যায় ১০০ গ্রাম বেশি ওজন রয়েছে তাঁর। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য ফাইনালের আগে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ষড়যন্ত্র… বলছেন ভিনেশের কোচ মহাবীর এবং শ্বশুর, চোখের জল আটকাতে পারলেন না বাবা
এনডিটিভির সাথে কথা বলার সময়, সাইনা নেহওয়াল দাবি করেছেন যে, ভিনেশ ফোগটের তাঁর ওজন নিয়ে আরও যত্নবান এবং পেশাদার হওয়া উচিত ছিল, সবচেয়ে বড় পর্যায়ে এই ধরনের দুর্ঘটনা যাতে এড়ানো যায়। নেহওয়াল এনডিটিভিকে বলেছেন, ‘সাধারণত, এই লেভেলের কোনও অ্যাথলিটের সঙ্গে এই ধরনের ভুল হয় না। এটা কী ভাবে হল, সেটা একটা বড় প্রশ্ন! কারণ ওর একটা বড় দল আছে। ওর অনেক কোচ, ফিজিয়ো, প্রশিক্ষক আছে। ওদের সবারও নিশ্চয়ই খুব খারাপ লাগছে। আমি কুস্তির নিয়ম এবং নিয়ম সম্পর্কে নিশ্চিত নই, তবে আমার খুব খারাপ লাগছে।’
আরও পড়ুন: ভিনেশের প্রস্থানের পর হতাশ করলেন অন্তিমও, ৫৩ কেজিতে মাত্র ১০০ সেকেন্ডে শেষ হল লড়াই
তিনি আরও যোগ করেছেন, ‘ও ওর প্রথম অলিম্পিক্সে নেমেছিল, এমনটা কিন্তু নয়। এটা ওর তৃতীয় অলিম্পিক্স। একজন ক্রীড়াবিদ হিসাবে, ওকে অবশ্যই নিয়মগুলি জানতে হবে। যদি কোন ভুল হয়ে থাকে, আমি জানি না কী ভাবে হয়েছে। এত বড় মঞ্চে, অন্য কোনও রেসলার সম্পর্কে এমন কোনও কথা আমি শুনিনি যে, তারা অতিরিক্ত ওজনের কারণে অযোগ্য হয়েছেন। ও একজন অভিজ্ঞ ক্রীড়াবিদ। কোথাও ভুল হয়েছে ভিনেশেরও। ওকেও দোষের ভাগীদার হতে হবে। এত বড় ম্যাচের আগে এমন ভুল করা ঠিক নয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।