অলিম্পিক্সে পদকজয়ী ভারতের তারকা শাটলার সাইনা নেহওয়াল সম্প্রতি স্বীকার করেছেন যে, ২০২১ সালে নীরজ চোপড়া স্বর্ণপদক জেতার আগে পর্যন্ত তিনি জানতেন না যে, জ্যাভলিন নামে কোনও খেলা হয় বলে। সাইনা এবং নীরজ, দু'জনেই হরিয়ানার। ৩৪ বছরের মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় তিন বার অলিম্পিক্স খেলেছেন। কমনওয়েলথ গেমসে তিন বার সোনা জিতেছেন। এশিয়ান গেমসে দু'বার ব্রোঞ্জ জিতেছেন। কিন্তু সেই সাইনা দাবি করেছিলেন, ‘টোকিয়ো অলিম্পিক্সে নীরজ যখন সোনা জিতল, তখন আমি জানলাম জ্যাভলিন বলে অ্যাথলেটিক্সে একটা ইভেন্ট রয়েছে।’
আরও পড়ুন: অক্টোবরে World Cup এড়িয়ে যেতে পারেন মনু, কেন? কারণ সামনে আনলেন কোচ
সাইনা নেহওয়াল তিন বার অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং ২০১২ সালে ব্রোঞ্জ পদক জিতেছেন। তারকা শাটলার বলেছেন যে, ‘বিষয়টা এমন নয় যে, জানার জন্য আগ্রহ ছিল না। কিন্তু নিজের ক্ষেত্রে এত ব্যস্ত থাকতে হয় যে, অন্য কিছুর গভীরে যাওয়ার সময় থাকে না।’
সাইনা নেহওয়ালের মন্তব্য দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সকলে সাইনাকে তাঁর এমন মন্তব্যের জন্য তীব্র সমালোচনা করতে শুরু করেন। ইন্টারনেটে তাঁর প্রতিক্রিয়া নিয়ে জলঘোলা শুরু হয়। নেটপাড়ার অনেকেই তাঁকে অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হওয়া কঙ্গনা রানাউতের সঙ্গে তুলনা করেন। কটাক্ষ করে বলেন, ‘খেলাধুলার কঙ্গনা রানাউত।’
আরও পড়ুন: নীরজের চোটের কি অস্ত্রোপচার হবে? পরামর্শ নিতে দেশে না ফিরে জার্মানি উড়ে গেলেন তারকা
আর এক জন লেখেন, ‘খুবই আশ্চর্যজনক যে সাইনা নেহওয়ালের মতো ক্যালিবারের একজন খেলোয়াড়ের জ্যাভলিন ইভেন্ট সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করা উচিত হয়নি।’ অন্য আর একজন লেখেন, ‘পুরো ভারত কেবল সাইনা নেহওয়ালকে চিনত, কারণ তাঁর নাম টেনিস সেনসেশন সানিয়া মির্জার মতো শোনাত বলে।’ প্রসঙ্গত, সাইনা নেহওয়াল, পদ্মশ্রী এবং পদ্মভূষণ প্রাপক এবং ২০২০ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন: 2028 LA Olympics-এ সিন্ধু কি পদক পাবেন? সোজা কথায় উত্তর দিলেন সাইনা
তবে ২০১৬ সাল থেকেই নীরজ চোপড়া কিন্তু সকলের নজরে পড়েন। বিশেষ করে খেলাধূলার জগতের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের কাছে নীরজ পরিচিত হতে শুরু করেন। যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি সোনা জিতেছিলেন। ২০১৮ সালে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে সোনা পেয়েছিলেন তিনি। ২০২১ সালে টোকিয়ো অলিম্পিক্সে সোনা জেতেন নীরজ। প্যারিস অলিম্পিক্সে অবশ্য তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। অলিম্পিক্সে রেকর্ড করে সোনা নেন পাকিস্তানের আরশাদ নাদিম। এ বারের অলিম্পিক্সে ভারত পাঁচটি ব্রোঞ্জ জিতেছে। তার মধ্যে তিনটি এসেছে শুটিং থেকে। এছাড়া পুরুষদের হকি দল ব্রোঞ্জ জিতেছে। কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন আমন শেরাওয়াত। ভারতের হয়ে একমাত্র রুপোটি এনে দিয়েছেন নীরজ চোপড়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।