শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক্স ২০২৪ থেকে ভারত মোট ছয়টি পদক জিতেছে। যার মধ্যে রয়েছে পাঁচটি ব্রোঞ্জ পদক এবং একটি রুপোর পদক। সদ্য শেষ হওয়া প্যারিস গেমসে ভারতের সেরা অ্যাথলিট নিঃসন্দেহে শুটার মনু ভাকের। তিনি একাই পেয়েছেন দুটি পদক। ১০ মিটার এয়ার পিস্তলে মেয়েদের বিভাগে তিনি ব্রোঞ্জ পদক জেতেন। তিনি ১০ মিটার এয়ার পিস্তলেও মিক্সড টিম ইভেন্টে সরবজ্যোত সিংকে সঙ্গী করে জেতেন ব্রোঞ্জ। সরবজ্যোত সিং দেশে ফেরার পরে সেই বিষয়েই মুখ খুলেছেন। জানিয়েছেন এক অবাক করা তথ্য। মনু ভাকেরের সঙ্গে নাকি কোনও রকম কোন অনুশীলনও করেননি তিনি। কোনও রকম অনুশীলন ছাড়াই তাঁরা জুটি বেঁধে অলিম্পিক গেমসে পদক জেতেন! এমনটাই জানিয়েছেন সরবজ্যোত সিং।
অলিম্পিক্সের ইতিহাসে প্যারিস অলিম্পিক গেমসেই প্রথমবার মিক্সড টিম ইভেন্টে শুটিংয়ে ভারত পদক পাওয়ার নজির গড়ে। শনিবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সরবজ্যোত সিং। তিনি জানিয়েছেন তারা প্যারিস অলিম্পিক্সে একসঙ্গে একেবারেই অনুশীলন করার সুযোগ পাননি। তারপরেও তাদের এই সাফল্যে তারা নিজেরাই অবাক হয়েছেন। প্রসঙ্গত শুটিং থেকে ভারতীয় দল তিনটি পদক জিতেছিল। যার মধ্যে মনু ভাকের একাই জিতেছিলেন দুটি পদক। যার মধ্যে একটি পদক তিনি জেতেন সরবজ্যোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে।
সরবজ্যোত সিং জানান, ‘আমার অনুশীলনের সময় ছিল সকাল ৯টায়। মনুর অনুশীলনের সময় ছিল দুপুর ১২টায়। আর মিক্সড যে সেশনটা ছিল সেখানে মাত্র ৩০ মিনিট আমরা অনুশীলনের সুযোগ পাই। এর আগে মনু অবশ্য একা অনুশীলন করেছে। আর আমিও একা একা অনুশীলন করেছি। আমাদের কথাবার্তাও হত খুব কম। আমরা যেটুকু কথা বলেছি তার মূল বিষয় ছিল আমাদেরকে নিজেদের ১০০ শতাংশ দিতে হবে। এছাড়া মাঝে মধ্যে আমাদের মধ্যে হাসি ঠাট্টা হত। কোনও সময় আমি ওকে নিয়ে মজা করতাম। কোন সময় ও আমাকে নিয়ে মজা করত।’ এরপর প্যারিস গেমসের সেনসেশান তুরস্কের ইউসুফ ডিকেচকে নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ‘আমি ২০১১ সাল থেকে ওঁর ভিডিয়ো দেখি। উনি কিন্তু আগাগোড়া এমন। এমন ক্যাজুয়াল স্টাইলেই উনি শুটিংটি করে থাকেন। ওঁর এই মুহূর্তে বয়স ৫১। আমি চেষ্টা করেও ওঁর মতন শুটিং করতে পারিনি। আমি ওঁর পারফেকশনের ধারে কাছেও পৌঁছাতে পারিনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।