ভারতকে প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় পদক এনে দিয়েছেন মনু ভাকের এবং সরবজ্যোৎ সিং জুটি। এবারের অলিম্পিক্সে জ্বলজ্বল করছে হরিয়ানার ছেলে মেয়েরা। প্রথমে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছিলেন মনু ভাকের। মহিলাদের মধ্যে তিনিই প্রথম ছিলেন যিনি শ্যুটিংয়ে ভারতকে পদক এনে দিয়েছিলেন।এবার অলিম্পিক গেমসের চতুর্থ দিনেও জারি রইল ভারতের পদক জয়ের ধারা। মনু ভাকেরকে সঙ্গী করেই দেশকে এবারের অলিম্পিক্সে দ্বিতীয় পদক এনে দিলেন হরিয়ানার ছেলে সরবজ্যোৎ সিং। দেশকে এহেন সাফল্য দেওয়ার পর তিনি বলছেন, আগামী অলিম্পিক্সেও এই সাফল্যের ধারা বজায় রাখতে চান তিনি।
আরও পড়ুন-ওডিআই সিরিজ খেলতে শ্রীলঙ্কা পৌঁছলেন হিটম্যান! কথা বললেন লঙ্কান তারকার সঙ্গে…
এর আগে রাজ্যবর্ধন সিং রাঠোর, অভিনব বিন্দ্রা, গগন নারাং,বিজয় কুমার এবং মনু ভাকের ভারতকে শ্যুটিংয়ে পদক এনে দিয়েছিলেন, এবার ষষ্ঠ শ্যুটার হিসেবে সেই তালিকায় নাম তুললেন সরবজ্যোৎ সিং। ১২ বছর ধরে ছিল ভারতের শ্যুটিংয়ে পদক জয়ের খরা। আর একই অলিম্পিক্সে জোড়া পদক জিতে সেই খরা কাটিয়ে নিল মনু ভাকের, সরবজ্যোৎ সিংদের শ্যুটিং বিভাগ। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে পদক জেতেন তাঁরা, হারান কোরিয়ার প্রতিদ্বন্দীদের।
আরও পড়ুন-অলিম্পিক্স থেকে বিদায়, এবার কি অবসর? প্রশ্নের মুখে বেজায় চটলেন রাফায়েল নাদাল…
সরবজ্যোৎ সিং পদক জয়ের পর বলছেন, ' খুব ভালো লাগছে। এবারই প্রথম ভারতের হয়ে অলিম্পিক্সে নেমেছি, নিজের সেরাটা দিয়েছি। আশা করছি আগামী অলিম্পিক্সেও নিজের সেরাই দেব। এমনিতে আমাদের দুজনের মধ্যে খুব একটা কথা হয়না। আমাদের অনুশীলনও আলাদা হয়, ২০১৯ সালে প্রথম জুটি বেঁধে খেলি। এরপর থেকে অনেকগুলো প্রতিযোগিতায় খেলেছি। এটুকুই কথা হয়েছিল, যে আমাদের দুজনকে আমাদের সেরাটা দিতে হবে। বলে বোঝানো যাবে না যে পদক জয়ের পর পোডিয়ামে দাঁড়ানোর অনুভূতিটা। আলাদারকম অভিজ্ঞতা। গায়ে কাঁটা দিয়ে ওঠে সেই সময়'।
আরও পড়ুন-রাউন্ড অফ সিক্সটিন বলে নয়, আমার ফোকাস সব ম্যাচে নিজের সেরাটা দেওয়াঃ বললেন মনিকা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।