বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > দেখে নিন Paris Olympics 2024-এ সবথেকে বেশি পদক জিতলেন কোন কোন অ্যাথলিট?

দেখে নিন Paris Olympics 2024-এ সবথেকে বেশি পদক জিতলেন কোন কোন অ্যাথলিট?

সবথেকে বেশি পদক জিতলেন কোন কোন অ্যাথলিট? (ছবি:গেটি ইমেজ)

প্রায় ৩৫০'র কাছাকাছি পদক জিতেছেন বিভিন্ন ক্রীড়া বিভাগের অ্যাথলিটরা। কেউ কেউ জিতেছেন একটি পদক আবার কারুর পদক জয়ের সংখ্যা একাধিক। প্যারিস অলিম্পিক্সের একেবারে শেষ লগ্নে আসুন দেখে নেওয়া যাক সেইসব অ্যাথলিটদের যারা প্যারিস থেকে দেশের জন্য একাধিক পদক জিতে ফিরছেন।

শুভব্রত মুখার্জি:- টানা দু সপ্তাহ ধরে চলা অলিম্পিক্সের মহাযজ্ঞ শেষ। ২৬ জুলাই থেকে শুরু হওয়া অলিম্পিক গেমসের যবনিকা পতন ঘটেছে ১১ অগস্ট। পুল থেকে ম্যাট, রিঙ থেকে কোর্ট টানটান উত্তেজনার একাধিক লড়াইয়ের সাক্ষী থেকেছে প্রেমের শহর প্যারিস। কত ইমোশন, আত হাসি, কত কান্না, কত সুখ, কত দুঃখের সাক্ষী থেকেছেন সারা বিশ্বের কোটি কোটি ক্রীড়াপ্রেমী মানুষ। প্রায় ৩৫০'র কাছাকাছি পদক জিতেছেন বিভিন্ন ক্রীড়া বিভাগের অ্যাথলিটরা। কেউ কেউ জিতেছেন একটি পদক আবার কারুর পদক জয়ের সংখ্যা একাধিক। প্যারিস অলিম্পিক্সের একেবারে শেষ লগ্নে আসুন দেখে নেওয়া যাক সেইসব অ্যাথলিটদের যারা প্যারিস থেকে দেশের জন্য একাধিক পদক জিতে ফিরছেন।

১) ঝ্যাঙ্গ ইউফেই:- চিনের এই সাঁতারু প্যারিস অলিম্পিক গেমস থেকে ছটি পদক পেয়েছেন। যার মধ্যে রয়েছে পাঁচটি ব্রোঞ্জ এবং একটি রুপো। মিক্সড ৪*১০০ মিটার মেডলি রিলেতে তিনি রুপো জেতেন। এছাড়া ৫০ মিটার ফ্রিস্টাইল,১০০ মিটার এবং ২০০ মিটার বাটারফ্লাই,৪*১০০ ফ্রিস্টাইল রিলেতে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। অলিম্পিকে সবমিলিয়ে তাঁর মোট পদকসংখ্যা দাঁড়িয়েছে ১০ টি।

আরও পড়ুন… এগিয়ে গিয়েও জর্জের বিরুদ্ধে জিততে পারল না মোহনবাগান! জটিল হল CFL 2024-র সুপার সিক্সের অঙ্ক

২) লিওঁ মারশাঁ:- ফরাসি এই সাঁতারু এবারের গেমস থেকে মোট পাঁচটি পদক জিতেছেন। যার মধ্যে রয়েছে চারটি সোনার পদক এবং একটি ব্রোঞ্জ। ফরাসি এই তারকা এবারে প্যারিসের সুইমিং পুলে রীতিমতো ঝড় তুলেছেন। লা ডিফেন্স এরিনাতে পুলে ঝড় তুলেছেন তিনি। ২০০ মিটার বাটারফ্লাই, ব্রেস্ট স্ট্রোক, মেডলি ডাবল এবং ৪০০ মিটার মেডলি ডাবলে সোনা জিতেছেন তিনি। ৪*১০০ মিটার মেডলি রিলেতে তিনি ব্রোঞ্জ পেয়েছেন। মাইকেল ফেলপসের পরে প্রথম সাঁতারু হিসেবে একটি নির্দিষ্ট অলিম্পিক গেমস থেকে সাঁতারে চারটি সোনা পাওয়ার নজির গড়েছেন তিনি।

৩) টোরি হাসকে:- আমেরিকার সাঁতারু টোরিও পাঁচটি পদক পেয়েছেন। যার মধ্যে রয়েছে তিনটি সোনা এবং দুটি রুপো। ৪*১০০ মিটার মিক্সড মেডলি রিলেতে নজির গড়ে সোনি জেতেন তিনি। ৪*১০০ মিটার মেডলি রিলেতেও সোনা জিতেছেন তিনি। ১০০ মিটার বাটারফ্লাইতে ও সোনা ছিনিয়ে নিয়েছেন তিনি। প্যারিস গেমসের ইতিহাসে সবথেকে সফল মহিলা সাঁতারু তিনি।

আরও পড়ুন… PAK vs BAN Test: বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা! ফাস্ট বোলার তাসকিনদের নিয়ে সাজানো টিমে শাকিব আল হাসান

৪) মল্লি ও কালাঘান :- অস্ট্রেলিয়ার ইতিহাসে সবথেকে সফল সাঁতারু হিসেবে এই গেমসে উঠে এসেছেন তিনি। পাঁচটি পদক তিনি দেশের হয়ে জিতেছেন। যার মধ্যে রয়েছে তিনটি সোনা, ১টি রুপো এবং ১টি ব্রোঞ্জ। মেয়েদের ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলে, ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলে,মেয়েদের ২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে সোনা জিতেছেন তিনি।

৫) রেগান স্মিথ :- দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবারেও ছিলেন‌ দারুণ ফর্মে। জিতেছেন পাঁচটি পদক। যার মধ্যে রয়েছে দুটি সোনা এবং তিনটি রুপো। মেয়েদের ৪*১০০ মিটার মেডলি রিলেতে,৪*১০০ মিটার মিক্সড রিলেতে তিনি সোনা জিতেছেন।

আরও পড়ুন… PAK vs BAN Test: ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ শুনে রেগে লাল শান মাসুদ! কী বললেন পাকিস্তান অধিনায়ক?

৬) কাইলি ম্যাকনিওন:- অস্ট্রেলিয়ার প্রথম অ্যাথলিট হিসেবে সব অলিম্পিক গেমসে চারটি সোনা জিতে নজির গড়েন তিনি। এই গেমসে দুটি সোনা,দুটি রুপো এবং একটি ব্রোঞ্জ অর্থাৎ মোট পাঁচটি পদক পেয়েছেন তিনি। ২৩ বছর বয়সি তাঁর মেয়েদের বিভাগে ১০০ এবং ২০০ মিটার বিভাগে ব্যাকস্ট্রোকে সোনা ধরে রাখতে সমর্থ হয়েছেন।

৭) মনু ভাকের :- প্যারিস অলিম্পিক গেমসে ভারতের হয়ে নজির গড়েছেন তিনি। ভারতের অলিম্পিক্সের ইতিহাসে একমাত্র অ্যাথলিট যিনি একটি গেমসে ব্যক্তিগত বিভাগে দুটি পদক জয়ের নজির গড়েছেন। তিনি ২৫ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সরবজ্যোত সিংকে সঙ্গী করে এবং মেয়েদের ২৫ মিটার এয়ার পিস্তলে দেশের হয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রেমিকাকে ইমপ্রেস করতে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে সলমনের বাবাকে মিছিমিছি হুমকি! ‘রাজনৈতিক যোগ না থাকলে এত টাকা কোথা থেকে পাচ্ছেন জুনিয়র ডাক্তাররা?’ চোরকে বেঁধে মারধর করার পর খেতেও দেওয়া হলো তাকে, বিরল কান্ড তেলেঙ্গানায় এবার মায়ের আগমন পালকিতে, জেনে নিন পুজোর কোন দিনে পড়েছে কোন তিথি ও সামগ্রী তালিকা নিজে আইনজীবী হয়েও জন্য অত উকিল রেখেছেন কেন? RG Kar কাণ্ডে মমতাকে তোপ শ্রীলেখার IND vs BAN 1st Test Day 2 Live: শতরান পূর্ণ করতে পারবেন জাদেজা? আজ নজর সেদিকেই অডিয়ো কাণ্ডে কুণালকে জেরা নয় কেন? প্রশ্ন করেছিল HC,পালটা বিস্ফোরক দাবি TMC নেতার রাসেল-নারিন ডাহা ফেল, পোলার্ডের একক লড়াই সত্ত্বেও ম্যাচ হারল নাইট রাইডার্স কদিনেই বিচ্ছেদ ব্যথা সামলে উঠেছেন নাতাশা! ফিরলেন চেনা ছন্দে, একাকী কোথায় গেলেন? সত্যি কি ট্রাম্প-মোদী সাক্ষাৎ হবে আগামী সপ্তাহে? অবশেষে মুখ খুলল বিদেশ মন্ত্রক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.