প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়াকে হারিয়ে স্বর্ণপদক জেতা আরশাদ নাদিমের প্রশংসায় একটি গীতিনাট্য শোনালেন শোয়েব আখতার। ভাইরাল হল সেই ভিডিয়ো। ৮ অগস্ট প্যারিস অলিম্পিক্সে (প্যারিস অলিম্পিক্স ২০২৪) জ্যাভলিন নিক্ষেপ প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তানের ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলিট আরশাদ নাদিম ইতিহাস তৈরি করেছিলেন এবং স্বর্ণপদক জিতেছিলেন।
ফাইনালে 92.97 মিটার রেকর্ড দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন পাকিস্তানের আরশাদ নাদিম। যা এখন একটি নতুন অলিম্পিক্স রেকর্ডও। ১৯৯২ সালের পর অলিম্পিক্সে এটাই পাকিস্তানের প্রথম পদক। আগের সব জ্যাভলিন নিক্ষেপ প্রতিযোগিতায় নাদিমকে ভারতের নীরজ চোপড়ার কাছে হারের মুখে পড়তে হয়েছিল। তবে অলিম্পিক্সে নাদিম ইতিহাস সৃষ্টি করে স্বর্ণপদক জিতেছেন, নীরজ চোপড়াকে রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
আরও পড়ুন… WI vs SA 1st Test: অল্পের জন্য বাভুমার সেঞ্চুরি মিস! দ্বিতীয় দিনের শেষে ৩৪৪/৮ তুলল দক্ষিণ আফ্রিকা
অন্যদিকে, প্যারিস অলিম্পিক্সে আরশাদ নাদিমের ঐতিহাসিক জয়ে, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত প্রাক্তন পাকিস্তানি অভিজ্ঞ ফাস্ট বোলার শোয়েব আখতারের কাছ থেকে একটি বড় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একটি ভিডিয়োর মাধ্যমে আখতারকে নাদিমের প্রশংসা করতে দেখা যায়।
আরও পড়ুন… Paris Olympics 2024: পাকিস্তানের আরশাদও তো আমার ছেলের মতো- নীরজ চোপড়ার রুপোর পদকে খুশি তাঁর মা
আরশাদ নাদিমের জয় নিয়ে প্রতিক্রিয়া জানালেন শোয়েব আখতার। শোয়েব প্যারিস অলিম্পিকে আরশাদ নাদিমের জয়ের প্রতিক্রিয়া জানিয়ে তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। এই ভিডিয়োতে শোয়েব আখতার বলেছেন, ‘খুব বড় খবর, আরশাদ নাদিমের স্বর্ণপদক। পাকিস্তানের হয়ে সোনা জিতেছে সিংহ শাবক। কি ব্যাপার আরশাদ, তুমি নিজের কঠোর পরিশ্রমে এবং নিজের শক্তিতে এটা অর্জন করেছ। তোমাকে অনেক অভিনন্দন, অনেক অভিনন্দন পাকিস্তানকে।’ পাকিস্তানের জন্য একটি স্বর্ণপদক পাল্টে দিয়েছে পুরো পরিবেশ। শুধু একজনই আছেন যিনি সারা বিশ্বে পাকিস্তান নিয়ে ট্রেন্ড করছেন আর তিনি হলেন আরশাদ নাদিম। আমার মন আজ খুব খুশি এবং আমি আরশাদ তোমাকে নিয়ে খুব গর্বিত।
নীরজ চোপড়ার মা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা রৌপ্য পদক নিয়ে খুব খুশি। যে সোনা জিতেছে সেও আমাদের ছেলে আর যে রুপো জিতেছে সেও আমাদের সন্তান… সবাই ক্রীড়াবিদ, সবাই কঠোর পরিশ্রম করে।’
এই কথা শুনে শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ শোয়েব আখতার লিখেছেন, ‘সোনা যে জিতেছে, সেও আমাদের সন্তান। এটা একমাত্র মা বলতে পারেন। আশ্চর্যজনক।’ তবে শুধু আফ্রিদি নয়, পাকিস্তানের গোটা টিম নাদিমের সাফল্যকে দারুণ ভাবে উপভোগ করেছেন। পিসিবি-র তরফ থেকে সেই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।