কয়েক মাস আগেই ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। তাক লাগিয়েছিল ইয়ামিন লামালদের খেলা, এবার অলিম্পিক্সেও সোনা জিতল সেই স্পেনই। ফ্রান্সকে হারিয়ে অলিম্পিক্স চ্যাম্পিয়ন লালহলুদ জার্সিধারীরা। ইউরো কাপ জয় যে নেহাতই অঘটন ছিল না, বরং দীর্ঘদিনের পরিশ্রমের ফল সেটা আরও একবার প্রমাণ করে দিল স্পেন। ২০১০ সালের ভিনসেন্ত দেল বস্কির সেই চেনা তিকিতাকা পাসিং ফুটবলের নিদর্শন পাওয়া গেল ২০২৪-এর স্পেনেও। গত কয়েকটি বিশ্বকাপ এবং ইউরোয় সেভাবে নজর কাড়তে পারেননি জর্ডি আলবারা। কিন্তু তাঁদের উত্তরসুরীরা যে ফের একবার বিশ্বফুটবল শাসন করতে তৈরি সেটাই প্রমাণ করে দিলেন স্পেনের পরপর ইউরো কাপ জয় এবং অলিম্পিক্সে ফুটবলে সোনার পদক জয়।
আরও পড়ুন-ইউরোর পর অলিম্পিক্সে সোনা জয় স্পেনের! ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে ৩২ বছর পর সোনা জয়…
ফ্রান্সের বিপক্ষে প্যারিস অলিম্পিক্সে গোল্ড মেডেল ম্যাচে গোটা স্টেডিয়ামের দর্শকই প্রায় ছিল স্পেনের বিপক্ষে, যদিও তাতে বিন্দুমাত্র বিচলিত হননি ফেমিন লোপেজ, সার্জিও ক্যামেলোরা। শেষ লগ্নে ক্যামেলোর জোড়া গোল গোটা স্টেডিয়ামকে চুপ করিয়ে দেয়, ৫-৩ গোলে ম্যাচ জিতে ৩২ বছর পর অলিম্পিক্সে ফুটবলে সোনা জেতে স্পেন।
ম্যাচের ১১ মিনিটেই মিলোট এঞ্জোর গোলে এগিয়ে গেছিল ফ্রান্স। কিন্তু সেই লিড তাঁরা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি, বরং অল্প কিছুক্ষণের মধ্যেই পিছিয়ে পড়ে তাঁরা। ১৮ মিনিটে স্পেনকে সমতায় ফেরান ফেরমিন লোপেজ। ৭ মিনিট পর ফের গোল, এবারও গোল স্কোরার সেই লোপেজই। ২-১ গোলে এগিয়ে যায় অ্যালবিসেলেস্তেরা।
আরও পড়ুন-ভারতীয় ক্রিকেট দলে সুখবর! চোট কাটিয়ে আগামী মাসেই বাংলাদেশ সিরিজে ফিরছেন শামি…
২৮ মিনিটে ফের চাপে পড়ে যায় ফ্রান্স। ঘরের মাঠে ফের গোল হজম করে তাঁরা। এবার স্পেনের গোলদাতা বায়েনা অ্যালেক্স। প্রথমার্ধে তেমন রুদ্ধশ্বাস কিছু না হলেও দ্বিতীয়ার্ধে নাটকীয় পটপরিবর্তন করে ফরাসিরা। ৭৯ মিনিটে ম্যাগনেসের গোলে ব্যবধান ২-১ করে ফ্রান্স। এরপর তেড়েফুঁড়ে আক্রমণে যায় তাঁরা, সমতাসূচক গোলের লক্ষ্যে। ম্যাচের অন্তিম লগ্নে সেই কাঙ্খিত গোলের দেখা পায় তাঁরা। মাতেতা জন ফিলিপস দলকে সমতায় এনে স্কোরলাইন ৩-৩ করেন।
আরও পড়ুন-‘তুমি সত্যি স্পেশাল! সর্বকালের সেরা ভারতীয় ক্রীড়াবিদ!’ নীরজকে নিয়ে বার্তা সিন্ধুর
তবে অতিরিক্ত সময় সার্জিও ক্যামেলোর জোড়া গোলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয় দুই দলের মধ্যে। ১০০ মিনিটে নিজের প্রথম গোলটি করে অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ের দিকে স্পেনকে একধাপ এগিয়ে দেন লোপেজ। আর ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক মূহূর্ত আগে নিজের দ্বিতীয় গোলটি করে স্পেনের হয়ে স্কোরলাইন ৫-৩ করে জয় নিশ্চিত করে দেন সেই লোপেজ। ১৯৯২ সালে বার্সেলোনা গেমসে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন, ফের ৩২ বছর পর অলিম্পিক্সে ফুটবলে সোনা জিতল রাউল, ইনিয়েস্তাদের দেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।