বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris 2024 Olympics: টেনিসে শুরুতেই শেষ ভারত, আশা জাগিয়েও হারলেন নাগাল, বিদায় রোহন-শ্রীরামেরও

Paris 2024 Olympics: টেনিসে শুরুতেই শেষ ভারত, আশা জাগিয়েও হারলেন নাগাল, বিদায় রোহন-শ্রীরামেরও

টেনিসে শুরুতেই শেষ ভারত, আশা জাগিয়েও হারলেন নাগাল, বিদায় রোহন-শ্রীরামেরও।

প্যারিস অলিম্পিক্সে টেনিস থেকে পদকের আশা একেবারেই শেষ ভারতের। রবিবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন রোহন বোপান্না- শ্রীরাম বালাজি জুটি। একই দিনে সিঙ্গলসে হেরে গিয়েছেন সুমিত নাগালও।

শুভব্রত মুখার্জি: প্যারিস অলিম্পিক গেমসে রবিবার পুরুষদের সিঙ্গেলস বিভাগে লড়াই করতে নেমেছিলেন ভারতের এই মুহূর্তের সেরা বাজি সুমিত নাগাল। এই বিভাগে তিনি যে পদক জিতবেন, সেই আশা তাঁর অতি বড় ভক্ত ও করেননি। তবে আশা করা হয়েছিল, তিনি প্রাথমিক কয়েকটি রাউন্ডের বাধা হয়তো পার করবেন। তবে তাঁর জন্য প্রথম রাউন্ডের লড়াই মোটেও সহজ ছিল না। প্রতিপক্ষে ছিলেন ঘরোয়া দর্শকদের প্রিয় কোরেন্টিন মুটেট। তার উপর তিনি এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় রয়েছেন ৬৮ নম্বরে। পাশাপাশি খেলা ছিল ক্লে কোর্টে। যা আবার নাগালের পছন্দের কোর্ট নয়। নাগাল শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেননি। তবে যে লড়াইটা তিনি লড়লেন, তা দীর্ঘ দিন মনে রাখবেন ভারতীয় সমর্থকরা। লড়াই করেও তিন সেটে হারতে হল তাঁকে। ম্যাচে পিছিয়ে পরে কামব্যাক করেও শেষ রক্ষা করতে পারলেন না নাগাল।

আরও পড়ুন: হতাশ করলেন রমিতা, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে হলেন সপ্তম

এদিন রোলাঁ গারোতে ক্লে কোর্টে ভারতীয় তারকা দুরন্ত লড়াই করলেন। দুই ঘন্টা ২৮ মিনিটের লড়াইতে তাঁকে শেষ পর্যন্ত হার মানতে হয়। এদিন সাত নম্বর কোর্টে খেলতে নেমেছিলেন সুমিত নাগাল। সেখানে তাঁর বিরুদ্ধে কোরেন্টিন মুটেট জিতলেন ২-৬, ৬-২, ৫-৭ ফলে। ম্যাচের শুরুটা ভালো হয়নি নাগালের। প্রথম সেটে নিজের সার্ভ নিয়ে তাঁকে বারবার সমস্যায় পড়তে হয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে সার্ভিস ব্রেক করে এগিয়ে যান মুটেট। তার পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম সেটটি তিনি ৬-২ ফলে জিতে নেন। প্রথম সেটের পর যখন মনে হয়েছিল ভারতীয় তারকার বিরুদ্ধে মুটেট হয়তো সহজ জয় পাবেন, তখনই ঘুরে দাঁড়ান নাগাল। দ্বিতীয় সেটে তিনি উল্টে চাপ বাড়ান মুটেটের সার্ভের উপর। ফলও পান হাতেনাতে। প্রথম দিকেই সার্ভিস ব্রেক করে এগিয়ে যান সেটে। এর পর নিজের সার্ভিস ধরে রেখে ৬-২ ফলে সেট জিতে ম্যাচে সমতা ফেরান তিনি।

আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতেন, রাতে শুধু ঘুমোতে বাড়ি ফিরতেন… উচ্ছ্বসিত মনু ভাকেরের বাবা-মা

তৃতীয় সেটে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কোনও পক্ষ অপর পক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিলেন না। তবে এই সেটে নাগাল একটা সময়ে ২-০ ফলে এগিয়ে যান। তবে নিজের সার্ভ তিনি ধরে রাখতে পারেননি। এমন অবস্থায় এই সেটের একেবারে শেষ দিকে এসে নার্ভ ধরে রাখতে পারেননি নাগাল। তাঁর সার্ভ ব্রেক করে সেটে লিড নেন মুটেট। পরবর্তীতে নিজের সার্ভিস গেম ধরে রেখে সেট এবং ম্যাচ জিতে যান ফরাসি তারকা। এদিকে পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডে রোহান বোপান্না এবং এন শ্রীরাম বালাজি জুটি ৭-৫, ৬-২-এ হেরেছেন ফ্রান্সের গেইল মনফিলস এবং এডুয়ার্ড রজার-ভ্যাসেলিন জুটির কাছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আরজি কর কাণ্ডে মিলেছে কোনও নয়া সূত্র? জেলে ফের জেরার মুখে পড়বেন সন্দীপ ঘোষ করণের থেকে ধর্মা প্রোডাকশনের অধিকাংশ স্টেক কিনে নিতে পারে সারেগামা! লোক বলছে প্রেম জমে ক্ষীর! কথা-র সেটে ঢাক নিয়ে এ কী কাণ্ড ঘটাল সাহেব-সুস্মিতা বাঘের পিঠে চড়ে ঢুকলেন মঞ্চে, ৭৫এর হেমার নৃত্যনাট্যে মুগ্ধ দর্শক,নেটপাড়া বলছে.. মার্কিন টেলিকম সার্ভিসে ‘সাইবার হানা,’ ঢুকে পড়েছিল চিনের হ্যাকাররা! ওরা তো গম্ভীরের ‘পা চাটে’- কানপুর টেস্টের জন্য রোহিতকেই কৃতিত্ব দিলেন গাভাসকর বীরভূমে খনিতে বিস্ফোরক গাড়ি থেকে নামানোর সময় বিস্ফোরণ, মৃত্যু ৫ জনের পুজো শুরুর আগেই প্রকাশ্যে বিজয়ার ঝলক! মিষ্টিমুখ সেরে কোলাকুলি সারেগামাপায় জামিন মামলার শুনানি শেষ, তবু আরও একটা পুজো জেলেই কাটবে পার্থর নন্দনে ফের ব্রাত্য মিঠুন? রিলিজের আগেই পিছিয়ে শাস্ত্রী! টেক্কাকে টক্কর বহুরূপীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.