স্বপ্নপূরণ হল স্বপ্নিল কুসালের। প্যারিসে অলিম্পিক্সে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসের ফাইনালে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন ভারতীয় তারকা। কারণ ১৯৫২ সালে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস শুরু হওয়ার পর থেকে প্রথমবার এই ইভেন্টে কোনও পদক জিতল ভারত। আর সেই ঐতিহাসিক পদক জয়ের ফলে প্যারিসে ভারতের পদক সংখ্যা তিনে পৌঁছে গেল। তিনটি পদকই এসেছে শ্যুটিং থেকে।
ফাইনালের ইতিবৃত্ত
১) বৃহস্পতিবার ফাইনালে শুরুটা একেবারেই আহামরি করেননি ২৯ বছরের ভারতীয় শ্যুটার। প্রথম শটে স্কোর ছিল ৯.৬। তারপর অবশ্য ভালো করেন। দ্বিতীয় সিরিজের একবার ৯.৯ মারেন। নিলিংয়ে বাকি সব শট ১০-র ঘরে ছিল। প্রোনে তো ১৫টি শটই ছিল ১০-র উপরে।
২) কিন্তু স্ট্যান্ডিংয়ের শুরুটা বাজে হয়। প্রথম শটে মাত্র ৯.৫ করেন। তারপর অবশ্য ছন্দে ফেরেন। দ্বিতীয় শটেই ১০.৭ স্কোর করেন। দ্বিতীয় সিরিজের একটি ৯.১ বাদ দিয়ে বাকি সব ১০-র উপরে স্কোর করেন। আর সেটার সুবাদে পদক জয়ের দোরগোড়ায় চলে আসেন স্বপ্নিল। তিনি যেমন ভালো শট নিচ্ছিলেন, তেমন শীর্ষে থাকা শ্যুটাররা স্নায়ুর চাপ ধরে রাখতে পারেননি।
৩) তারপর এলিমিনেশন রাউন্ডে তৃতীয় হয়ে শেষ করেন।
আরও পড়ুন: India Olympics Day 6 LIVE: খরা নয়, অলিম্পিক্সের ইতিহাসে শ্যুটিংয়ে সর্বাধিক মেডেল পেল ভারত!
ফাইনালে নিলিংয়ে স্বপ্নিলের স্কোর
১) প্রথম সিরিজ: ৫০.৮। শুরুটা করেন বাজেভাবে। ৯.৬ স্কোর হয়। বাকি চারটি শট ১০-র ঘরে ছিল।
২) দ্বিতীয় সিরিজ: ৫০.৯। দ্বিতীয় শটে ৯.৯ হয়। বাকিগুলি ১০-র উপরে ছিল।
৩) তৃতীয় সিরিজ: ৫১.৬। প্রতিটি শটই ১০-র উপরে ছিল। পাঁচটি শটের স্কোর হল -- ১০.৫, ১০.৪, ১০.৩, ১০.২, ১০.২।
ফাইনালে প্রোনে স্বপ্নিলের স্কোর
১) প্রথম সিরিজ: ৫২.৭।
২) দ্বিতীয় সিরিজ: ৫২.২।
৩) তৃতীয় সিরিজ: ৫১.৯।
ফাইনালে স্ট্যান্ডিংয়ে স্বপ্নিলের স্কোর
১) প্রথম সিরিজ: ৫১.১। প্রথম শটটা ৯.৫ ছিল। বাকি সবগুলি ১০ বা ১০-র উপরে ছিল।
২) দ্বিতীয় সিরিজ: ৫০.৪। এই সিরিজের শেষে তৃতীয় স্থানে উঠে আসেন।
এলিমিনেশন শট
১) প্রথম শট: ১০.৫।
২) দ্বিতীয় শট: ৯.৪।
৩) তৃতীয় শট: ৯.৯।
৪) চতুর্থ শট: ১০।
প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা
পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসের ফাইনালের পর প্যারিস অলিম্পিক্সে ভারতের সংখ্যা হল তিন। প্রথমে প্রথম পদক জেতেন মনু ভাকের। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জেতেন। তারপর ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু এবং সরবজ্যোৎ সিং। আর এবার ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল।
স্বপ্নিলের ইতিবৃত্ত
১) মহারাষ্ট্রের কোলাপুরের কমলওয়াড়ি গ্রামের ছেলে হলেন স্বপ্নিল। তাঁর মা গ্রামের সরপঞ্চ। বাবা জেলার স্কুলের শিক্ষক।
২) ২০১২ সাল থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামছেন কুসালে। তবে প্রথম অলিম্পিক্সে নামার জন্য তাঁকে আরও ১২ বছর অপেক্ষা করতে হয়। প্যারিসে প্রথমবার অলিম্পিক্সে নামেন তিনি।
ধোনির ফ্যান স্বপ্নিল
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বড় ফ্যান হলেন স্বপ্নিল। তাঁর জীবন থেকেও অনুপ্রেরণা খোঁজেন ২৯ বছরের শ্যুটার। একাধিকবার ধোনির বায়োপিক দেখেছেন। তিনি বলেছেন, 'শ্যুটিং দুনিয়ায় নির্দিষ্টভাবে ঠিক কাউকে অনুসরণ করি না আমি। শ্যুটিং জগতের বাইরে ধোনির প্রতি মুগ্ধ আমি। উনি যেরকম ব্যক্তি, সেটা (খুব ভালো লাগে)। আমি যে খেলাটায় আছি, তাতে আমায় ধীরস্থির এবং শান্ত থাকতে হয়। মাঠে সেরকমই থাকতেন ধোনি।'
ধোনির মতোই TTE স্বপ্নিল
২০১৫ সাল থেকে মধ্য রেলে কাজ করছেন স্বপ্নিল। ধোনির মতোই টিটিই হিসেবে কর্মরত আছেন। সেই বিষয়টি নিয়ে স্বপ্নিলবলেন, ‘আমি ধোনির কাহিনীর সঙ্গে (নিজেকে) মেলাতে পারি। কারণ ওঁনার মতো আমিও টিকিট কালেক্টর।’
২০২৩ সালের এশিয়ান গেমসে স্বপ্নিল
১) ব্যক্তিগত ইভেন্টে চতুর্থ স্থান অধিকার করেছিলেন। শুরু থেকেই লিডে ছিলেন। কিন্তু একটা বাজে শটের কারণে চতুর্থ স্থানে শেষ করতে হয়েছিল।
২) টিম ইভেন্টে সোনা জিতেছিলেন। রেকর্ড গড়ে সোনা জিতেছিল ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।