প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের পরেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে স্বপ্নিল কুসালের। প্যারিস গেমসে স্বপ্নিলের ব্রোঞ্জ পদক লক্ষ লক্ষ ভারতীয়কে শুধু আবেগপ্রবণই করেনি, সেন্ট্রাল রেলওয়ে অফিসে বছরের পর বছর আটকে থাকা তার পদোন্নতির ফাইলটি নিয়েও এবার নাড়াচাড়া শুরু হয়েছে।
২০১৫ সাল থেকে সেন্ট্রাল রেলওয়েতে কাজ করেন স্বপ্নিল। কিন্তু এই নয় বছরে একবারও তাঁর কোনও রকম পদোন্নতি হয়নি। স্বপ্নিল বারবার অনুরোধ করার পরেও, এই বিষয়ে কোনও হেলদোল এত দিন রলেওয়ের তরফে দেখা যায়নি। তাঁর অফিসের মনোভাব দেখে খুব হতাশ হয়েছিলেন এই শুটার।
আরও পড়ুন: স্বপ্নিলের স্বপ্নপূরণ, প্রথম বার থ্রি পজিশন রাইফেলে মেডেল ভারতের, শুটিংয়ে হল রেকর্ড তিন পদক
স্বপ্নিলের কোচ দীপালি দেশপান্ডে টাইমস অফ ইন্ডিয়ার কাছে দাবি করেছেন, ‘ও গত নয় বছর ধরে রেলওয়েতে কাজ করছে, কিন্তু কখনও পদোন্নতির জন্য ওকে বিবেচনাই করা হয়নি।’ তবে স্বপ্নিল অলিম্পিক্সে পদক জিততেই যেন দ্রুত গতিতে বদলাতে শুরু করেছে পুরো পরিস্থিতি।
যাইহোক, সেন্ট্রাল রেলওয়ের সহকারী ক্রীড়া আধিকারিক রেঞ্জিথ মহেশ্বরী টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন যে, প্যারিসে ব্রোঞ্জ পদক বিজয়ী ‘আগামীকালের (শুক্রবার) মধ্যে দ্বিগুণ পদোন্নতি পাবেন।’
আরও পড়ুন: পদক থেকে আর এক ধাপ দূরে, কোয়ার্টার ফাইনালে উঠলেন নিশান্ত, পারবেন ১৬ বছরের খরা কাটাতে
তাঁর দাবি, ‘নয় বছর ধরে ওঁর পদোন্নতি হচ্ছে না, এটি ভুল তথ্য। ওঁর পদোন্নতি স্থগিত করা হয়নি। আমরা জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছি এবং আশা করছি, তিনি দু'দিনের মধ্যেই দ্বিগুণ পদোন্নতি পাবেন।’
রেলওয়েতে তাঁর সহকর্মীরা জানিয়েছেন, অফিসে তাঁর সিনিয়রদের আচরণে স্বপ্নিল আহত হয়েছিলেন। নাম প্রকাশ না করার শর্তে একজন সহকর্মী বলেন, ‘যখনই স্বপ্নিল ওর পদোন্নতির বিষয়ে জিজ্ঞেস করত, তখনই ওকে অভদ্র ভাবে জবাব দেওয়া হত। এবং এটি ওকে আরও আহত করেছিল।’
স্বপ্নিলের কোচ দীপালি দেশপাণ্ডে আবার যোগ করেছেন, ‘ওকে প্যারিসে যাওয়ার আগে অফিসে রিপোর্ট করতে বলা হয়েছিল, ওর পদোন্নতির ফাইল পুশ করার জন্য। স্বপ্নিল প্রশিক্ষণে ব্যস্ত থাকায় অফিসে যায়নি।’
স্বপ্নিল পদক জেতার পর বৃহস্পতিবার সেন্ট্রাল রেলওয়ে তারকা শুটারের পদোন্নতির নির্দেশ জারি করে। অলিম্পিক্সে পদকজয়ী শুটারের কোচের পদোন্নতির বিষয়ে করা অভিযোগ সম্পর্কে সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নিল নীলাকেও জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছেন যে, এই বিষয়ে তাঁকে আগে পুণে বিভাগের সঙ্গে কথা বলতে হবে। তাঁর দাবি, ‘আপাতদৃষ্টিতে, কোনও অসঙ্গতি নেই।’ তবে তিনি বিষয়টি জেনে নিয়ে তার পরেই এর উত্তর দেবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।