শুভব্রত মুখার্জি:- অলিম্পিক গেমসের ইতিহাসে সাঁতারে যে কয়েকটি দেশ সবসময়ে আধিপত্য দেখিয়েছে তাদের অন্যতম আমেরিকা যুক্তরাষ্ট্র। পুলের জলে ঝড় তুলেছেন কিংবদন্তি মাইকেল ফেল্পস। ছেলেদের বিভাগে ফেল্পস যদি হন কিংবদন্তি তো মেয়েদের বিভাগে সেই তকমা অনায়াসে পাবেন ক্যাটি লেডেকি।মেয়েদের বিভাগে পুলের রানি তিনি। ২০০,৪০০,৮০০ এবং ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের বিভাগে চলে তাঁর রাজত্ব।এবারের গেমসে যদিও কয়েকবার তাঁকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তাঁকে প্যারিস অলিম্পিক গেমসে সমস্যায় ফেলেছেন অস্ট্রেলিয়ার সাঁতারু টিটমাস।তবে কথায় বলে না জাত ক্রীড়াবিদরা জানেন কঠিন পরিস্থিতি থেকে ও কিভাবে কামব্যাক করতে হয়। আজ প্যারিসের পুলে সেটাই দেখিয়ে দিলেন ক্যাটি লেডেকি।মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে শুক্রবার সোনা জিতে নিলেন তিনি।
মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালে তিনি একেবারে আধিপত্য রেখে জয় তুলে নিলেন। টোকিও অলিম্পিক গেমসে ও তিনি এই বিভাগে সোনা জিতেছিলেন। এবারে ও তিনি প্যারিস গেমসে তাঁর সোনা ডিফেন্ড করতে সমর্থ হলেন। এটি তাঁর অলিম্পিক গেমসের কেরিয়ারে অষ্টম সোনা। এদিনের পুলে তিনি অনবদ্য ফর্মে ছিলেন। কাউকেই তাঁর সামনে কার্যত দাঁড়াতেই দেননি।তিনি এদিনের রেস শেষ করতে সময় নিয়েছেন ১৫ মিনিট ৩০.০২ সেকেন্ড। আর এই সময়ের মধ্যে দিয়েই তিনি গড়ে ফেলেছেন এক নয়া অলিম্পিক রেকর্ড। এদিন এই বিভাগে দ্বিতীয় হয়েছেন ফ্রান্সের অ্যানাসটেসিয়া কিরপিচনিকোভা।তিনি এদিন রেস শেষ করেছেন ১০ সেকেন্ড বেশি সময়ে। আর তা করেই এদিন তিনি রুপো জয় নিশ্চিত করেছেন।
আরও পড়ুন-মন ও শরীরের বিরতি লাগবে, তারপর.....অলিম্পিক্স থেকে ছিটকে গিয়ে ভবিষ্যতের কথা সিন্ধুর
এই বিভাগে তৃতীয় হয়েছেন জার্মানির জার্মানির ইসাবেল গুস। এদিন রেসের শুরুতেই দ্রুত গতিতে সাঁতার শুরু করেন লেডেকি।এক বডি লেন্থে তিনি লিড নেন। প্রথম ১০০ মিটারের পরেই এই ব্যবধান বাড়িয়ে নেন তিনি।৭৫০ মিটারের কাছাকাছি এসে তিনি এগিয়ে ছিলেন পাঁচ সেকেন্ড সময়ে। আর সেই ব্যবধান বজায় রেখেই বাজিমাত করেন তিনি। ২৭ বছর বয়সী তাঁর কেরিয়ারে অষ্টম অলিম্পিক সোনা জিতে নিলেন। এই মুহূর্তে তাঁর ঝুলিতে রয়েছে ছটি বিশ্বরেকর্ড ও। অলিম্পিকে আটটি সোনা সহ তিনি জিতেছেন মোট ১২ টি পদক। প্যারিসে ৪০০ মিটারের ফ্রিস্টাইলে এবার তিনি জিতেছেন ব্রোঞ্জ পদক। যেখানে সোনা পেয়েছিলেন অস্ট্রেলিয়ার আরিয়ানা টিটমাস। পাশাপাশি ৮০০ মিটারের ফ্রিস্টাইলে ও লড়াই করতে নামবেন তিনি।
আরও পড়ুন-'সবে অধিনায়কত্বের দায়িত্বে এসেছে', এখনই সূর্যকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন না রোহিত…
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।