দিল্লির আদর্শ নগরের রাজকীয় বালবিদ্যালয়, এই স্কুলেই এক সময় পড়তেন টোকিও অলিম্পিক্সের পদক জয়ী ভারতীয় কুস্তিগীর রবি দাহিয়া। এ বার তার নামেই নতুন নামকরণ করা হল এই বিদ্যালয়ের। এমনই সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। টোকিও অলিম্পিক্সে পদক জেতার পরে দেশে নানা পুরস্কার, সম্মানে ভেসে যাচ্ছিলেন রবি দাহিয়া। তবে এ দিনের পুরস্কার যে সব থেকে স্পেশাল তা মেনে নিলেন রবি।
মঙ্গলবার দিল্লি সরকারের তরফে সংবর্ধনা দেওয়া হয় রবিকে তাঁর স্কুলেই সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও উপস্থিত ছিলেন। সেখানেই তিনি এমন সিদ্ধান্তের ঘোষণা করেন। মণীশ সিসোদিয়া জানান, ‘নিজের পরিশ্রম দিয়ে দিল্লির সরকারি স্কুলের একটি ছেলে দেশের যুব আইকন হয়ে গিয়েছে। স্কুলের কাছেও এটা বিরাট ব্যাপার।’ আপ্লুত রবি বলেছেন, ‘আমার খেলাধুলোর ক্ষেত্রে দিল্লি সরকার বরাবর এগিয়ে এসেছে। পাশে থেকে। সাহায্য করেছে। এটা না পেলে আমার পক্ষে অলিম্পিক্স পদক পাওয়া সম্ভব ছিল না।’
টোকিও অলিম্পিক্সে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে রুপো জিতেছেন রবি কুমার দাহিয়া। তাঁর এই কৃতিত্ব যেন সারাজীবন তাঁর স্কুল মনে রাখতে পারে সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বার থেকে আদর্শ নগরের ওই স্কুলের নামকরণও হল তাঁর নামে। এ বার থেকে আদর্শ নগরের ওই স্কুলের নাম হল রবি দাহিয়া বালবিদ্যালয়। অলিম্পিক্সে দাহিয়ার সাফল্যের পরে নতুন প্রজন্মের বহু খুদেরাই এ বার কুস্তির দিকে এগিয়ে আসবে বলে সকলের ধারণা।