শুভব্রত মুখার্জি:- 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' অর্থাৎ অলিম্পিক গেমসের শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন।চারদিকে যেন চলছে একেবারে সাজো সাজো রব। দেশ,বিদেশ থেকে একের পর এক তারকারা এসে পৌঁছাচ্ছেন গেমস ভিলেজে। সেজে উঠেছে বিভিন্ন ভেন্যু। সেজে উঠেছে গোটা প্যারিস শহর। সেজে উঠেছে প্যারিসের বিভিন্ন ট্যুরিস্ট আকর্ষন। এবারের গেমসে ২০০ টি দেশের প্রতিযোগীরা লড়াই করবেন শ্রেষ্ঠত্বের জন্য। ভারত থেকে রয়েছেন ১১৭ জন প্রতিযোগী।তবে ভারতের হয়ে লড়াই না করলেও ভারতীয় বংশোদ্ভুত একাধিক প্রতিযোগী থাকবেন এবারের আসরে। যারা লড়াই করবেন বিশ্বের অন্যান্য দেশের হয়ে। যাদের সামনে সুযোগ রয়েছে তারকা হয়ে ওঠার। আসুন একনজরে চিনে নেওয়া যাক এই তারকাদের:-
১) রাজীব রাম (টেনিস,আমেরিকা):-
মূলত ভারতের বেঙ্গালুরুতে থাকত এই টেনিস খেলোয়াড়ের পরিবার। ৪০ বছর বয়সি এই খেলোয়াড়ের পরিবার এরপর আমেরিকাতে চলে যায়। সেখানেই ডেনভারে জন্ম হয় রাজীব রামের। রামের মা সুষমা একজন সাইন্টিফিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত আমেরিকাতে। তাঁর বাবা রাঘব একজন বোটানিস্ট। যিনি ২০১৯ সালের এপ্রিল মাসে মারা গিয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে চারটি পুরুষ ডাবলস এবং একটি মিক্সড ডাবলসের গ্রান্ড স্ল্যাম খেতাব। ২০১৬ সালের রিও অলিম্পিক গেমসে তিনি ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসে সোনা জিতেছিলেন। এবারের অলিম্পিকে তিনি খেলবেন পুরুষ ডাবলস বিভাগে।
আরও পড়ুন… Paris Olympics 2024 পরেই অবসর নেবেন! ভারতীয় হকি দলের অভিজ্ঞ গোলরক্ষক শ্রীজেশের বড় ঘোষণা
২) প্রীথিকা পাভাবে (ফ্রান্স, টিটি):-
ভারতের পুডুচেরিতে জন্ম হয়েছিল প্রীথিকার বাবার। ২০০৩ সালে তাঁর বিয়ে হয়। এরপর তিনি প্যারিসে যান। সেখানেই এক বছর পরে জন্ম হয় প্রীথিকার। মাত্র ছয় বছর বয়স থেকে টিটি খেলা শুরু করেন প্রীথিকা। মাত্র ১৬ বছর বয়সে তিনি প্রথমবার অলিম্পিক গেমসে খেলেছেন। টোকিও গেমসের পরে এই নিয়ে দ্বিতীয়বার তিনি নামবেন অলিম্পিক গেমসে। এবারে মেয়েদের সিঙ্গেলস,ডাবলস এবং মিক্সড ডাবলস বিভাগে খেলবেন তিনি । অলিম্পিক গেমসে তিনি ১২ তম বাছাই।
৩) কনক ঝা (টিটি,আমেরিকা)
কনকের বাবা অরুন ঝা ভারতের কলকাতা এবং প্রয়াগরাজে তাঁর সময় কাটিয়েছেন। কনকের মা করুনা থাকতেন মুম্বই শহরে। তারা দুজনেই আইটি বিশেষজ্ঞ। মিলপিটাস, ক্যালিফোর্নিয়াতে তাঁর প্রথম পরিচয় হয় টিটির সঙ্গে। ২৪ বছর বয়সি ইতিমধ্যেই দুটি অলিম্পিক গেমসে খেলেছেন। ২০১৬ এবং ২০২০ সালের গেমসে খেলেছেন তিনি।এটা তাঁর তৃতীয় গেমস হতে চলেছে। ২০১৬ সালের রিও গেমসে সর্বকনিষ্ঠ আমেরিকান প্রতিযোগী হিসেবে খেলার নজির গড়েছিলেন তিনি।
আরও পড়ুন… রোহিত শর্মা বা বিরাট কোহলি নয়, বাবর আজমের পছন্দের ব্যাটার অন্য কেউ! নাম শুনে খুশি এবি ডি'ভিলিয়ার্স
৪) শান্তি পেরেইরা (সিঙ্গাপুর, অ্যাথলেটিক্স):-
ভেরোনিকা শান্তি পেরেইরা সিঙ্গাপুরের অ্যাথলেটিক্স কুইন(রানি) হিসেবে পরিচিত। তাঁর পরিবার ভারতের কেরালার বাসিন্দা। তাঁর দাদু-দিদা থাকতেন তিরুবনন্তপুরমের ভেট্টুকাডে। দাদুর সিঙ্গাপুরে চাকরির পরে তাদের পরিবার সেখানে চলে যায়। গত বছর মহিলাদের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রুপো পান শান্তি। ৪৯ বছরের সিঙ্গাপুরের খরা ভেঙে দেন তিনি। প্যারিসে ও মহিলাদের ১০০ মিটারে দৌড়াবেন তিনি।
৫) অমর দেশাই (কুস্তি,কানাডা)
সারের ব্রিটিশ কলম্বিয়াতে জন্ম হয় তাঁর। বলবীর দেশাইয়ের ছেলে অমরবীর দেশাই। অমরের বাবা ও একজন প্রাক্তন গ্রিকো-রোমান চ্যাম্পিয়ন। ১৯৭৯ সালে বলবীর কানাডাতে আসেন। সেখানে কাঠের মিলে কাজ করতেন তিনি। সেখানে ১৯৮৫ সালে খালসা রেসলিং ক্লাবের প্রতিষ্ঠা করেন তিনি। ২০২০ সালে অলিম্পিক গেমসে অভিষেক হয়েছিল অমরবীরের। ১২৫ কেজি ফ্রিস্টাইলে ও এবার লড়তে দেখা যাবে তাঁকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।