বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo 2020: জেরেভের কাছে হেরে টোকিওয় সোনার দৌড় থেকে ছিটকে গেলেন জকোভিচ

Tokyo 2020: জেরেভের কাছে হেরে টোকিওয় সোনার দৌড় থেকে ছিটকে গেলেন জকোভিচ

নোভাক জকোভিচ। ছবি- রয়টার্স (REUTERS)

টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকের জন্য লড়তে হবে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে।

এবারও অলিম্পিক্সে সোনা জেতা হল না নোভাক জকোভিচের। কেননা টোকিওয় মেনস সিঙ্গলসের ফাইনালেই উঠতে পারলেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা।

শুক্রবার মেনস সিঙ্গলসের সেমিফাইনালে শীর্ষবাছাই জকোভিচকে হারিয়ে দেন জার্মান তারকা আলেকজান্ডার জেরেভ। চতুর্থ বাছাই জেরেভ তিন সেটের লড়াইয়ে সেমিফাইনাল ম্যাচ জেতেন ১-৬, ৬-৩, ৬-১ ব্যবধানে।

(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)

সোনার দৌড় থেকে ছিটকে গেলেও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান টেনিস তারকা। ব্রোঞ্জ মেডেল ম্যাচে জোকারের প্রতিপক্ষ স্পেনের পাবলো কারেনো বুসতা।

এর আগে ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সের সেমিফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে গিয়েছিলেন জকোভিচ। পরে জেমস ব্লেককে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন জোকার। এতদিন সেটিই অলিম্পিকে নোভাকের সেরা পারফর্ম্যান্স ছিল। এবার পদকের রং বদলে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল তাঁর সামনে। তবে সেই স্বপ্ন পূরণ হল না সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকার।

টোকিওর সেমিফাইনালে হারের সঙ্গে সঙ্গে গোল্ডেন স্ল্যামের স্বপ্নও জলাঞ্জলি দিতে হল জকোভিচকে। ইতিমধ্যেই বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে যুক্তরাষ্ট ওপেনের খেতাব ঘরে তুলতে পারলেই বিরল নজির গড়তেন জকোভিচ।

টোকিওর অপর সেমিফাইনালে রাশিয়ান অলিম্পিক সংস্থার কারেন খাচানোভ ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে পরাজিত করেন পাবলোকে। ফাইনালে জেরেভের বিরুদ্ধে কোর্টে নামবেন খাচানোভ।

বন্ধ করুন