চমকে দেওয়া পারফর্ম্যান্সে তিরন্দাজির মেয়েদের ব্যক্তিগত বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন দীপিকা কুমারি। যদিও তার বেশি আর এগতে পারলেন না। ইতিমধ্যেই টোকিও অলিম্পিক্সে মেয়েদের দলগত বিভাগে ও মিক্সড টিম ইভেন্টে সোনা জেতা কোরিয়ার আন সানের কাছে হেরে শেষ আটেই বিদায় নিতে হল দীপিকাকে।
কোয়ার্টার ফাইনালে সানের বিরুদ্ধে কোনও রকম প্রতিরোধই গড়ে তুলতে পারেননি দীপিকা। কোরিয়ান তারকা ভুল করলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তিনি। পরিচিত ছন্দ খুঁজে না পাওয়ায় দীপিকাকে তিনটি সেটেই হার মানতে হয়। তিনটি সেটে মাত্র ৩টি তির থেকে ১০ পয়েন্ট করে সংগ্রহ করেন দীপিকা। ৪টি তির তিনি ৭ পয়েন্টে মেরে বসেন, যা এই পর্যায়ে নিতান্ত বেমানান।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
প্রথম সেটে ২৭-৩০ ব্যবধানে হার মানেন দীপিকা। দ্বিতীয় সেটে তিনি পরাজিত হন ২৪-২৬ ব্যবধানে। দীপিকা তৃতীয় সেটও ২৪-২৬ ব্যবধানে খোয়াতেই ০-৬ সেট পয়েন্টে ম্যাচ হারতে হয় তাঁকে। তিনটি সেটেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যাওয়ায় লড়াই চতুর্থ ও পঞ্চম সেটে টেনে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়েনি।
কোয়ার্টার ফাইনালের গতিপ্রকৃতি:-
প্রথম সেট:-
দীপিকা- ৭, ১০, ১০ (২৭)
সান- ১০, ১০, ১০ (৩০)
সেট পয়েন্ট: দীপিকা-০, সান-২।
দ্বিতীয় সেট:-
দীপিকা- ১০, ৭, ৭ (২৪)
সান- ৯, ১০, ৭ (২৬)
সেট পয়েন্ট: দীপিকা-০, সান-৪।
তৃতীয় সেট:-
দীপিকা- ৭, ৮, ৯ (২৪)
সান- ৮, ৯, ৯ (২৬)
সেট পয়েন্ট: দীপিকা-০, সান-৬।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।