বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo 2020: স্পেনকে হারিয়ে ফুটবলে টানা দ্বিতীয়বার সোনা জয় ব্রাজিলের

Tokyo 2020: স্পেনকে হারিয়ে ফুটবলে টানা দ্বিতীয়বার সোনা জয় ব্রাজিলের

জয়সূচক গোলের পর ম্যালকমের উচ্ছ্বাস। ছবি- টুইটার (@Olympics)।

ম্যালকমের অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে জেতে ব্রাজিল।

টুর্নামেন্ট শুরুর আগে খাতায় কলমে ব্রাজিল এবং স্পেনকে সবথেকে শক্তিশালী দুই দল বলে মনে হচ্ছিল। অলিম্পিক্স ফাইনালে যোগ্য দুই দল হিসাবেই মুখোমুখি হয়েছিল দুই ফুটবল পাগল দেশ। হেভিওয়েট লড়াইয়ে এক্সট্রা টাইমে ম্যালকমের গোলের সুবাদে ২-১ ব্যবধানে স্পেনকে পরাস্ত করল ব্রাজিল।

প্রথমার্ধে ব্রাজিলের হয়ে ম্যাথিয়াস কুনিহা গোল করে দলকে এগিয়ে দেন। লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। ৬০ মিনিটের মাথায় মিকেল ওয়ারজাবালের গোলে সমতা ফেরায় স্পেন। স্প্যানিশ দলের ঠিক ইউরোয় যেমন অনবদ্য ফর্ম দেখিয়েছিলেন উনাই সিমন, এদিনও তেমনভাবেই একের পর এক সেভ করেন তিনি। ৯০ মিনিটের পর ম্যাচ অমীমাংসিত থাকায় খেলা গড়ায় এক্সট্রা টাইমে।

(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)

টোকিওয়র অত্যাধিক গরমে ১২০ মিনিট পুরোদস্তুর ফুটবল খেলা একেবারেই সহজ নয়। তাই পরিবর্ত হিসাবে যে খেলোয়াড় নামে তাঁর কাছে বরাবরই একটু বাড়তি এনার্জির সুবিধা থাকে। ম্যাচের শেষে এটাই পার্থক্য গড়ে দিল। একস্ট্রা টাইম টাইম শেষ হওয়ার ১২ মিনিট আগে পরিবর্ত হিসাবে নাম ম্যালকমের গোলে ম্যাচ ও খেতাব জিতে নেয় ব্রাজিল। 

স্প্যানিশ ডিফেন্ডার ভালেহো এবং গোলরক্ষক দুজনেরই গোল বাঁচানোর প্রয়াশে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। তবে ব্রাজিল সেই নিয়ে বিন্দুমাত্র চিন্তিত হবে না। অধিনায়ক ড্যানি আলভেজের নেতৃত্বে এই জয়ের ফলে ষষ্ঠ দল হিসাবে পরপর দুইবার অলিম্পিক্সে সোনা জেতার নজির গড়ল সেলেসাও।

বন্ধ করুন