এবার এক মাসের ছুটি চাইছেন লভলিনা বড়গোহাঁই। টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জেতার পরে এমনই প্রতিক্রিয়া দিলেন লভলিনা। এটা হল লভলিনার আবদার। তাঁর বক্তব্য, যবে থেকে অলিম্পিক্সের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন তবে থেকে কোনও ছুটি নেননি লভলিনা। ফলে প্রচন্ড ক্লান্ত মনে হচ্ছে তাঁর। সেই কারণে টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পরে এবার এক মাসের ছুটি চান লভলিনা। তবে ছুটি নিয়ে ঘরে কাটাতে চাননা ভারতের ব্রোঞ্জ জয়ী মহিলা বক্সার। তিনি কোথাও একটা ঘুরতে যেতে চান।
(টোকিয়ো অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)
বুধবার টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতলেন লভলিনা বড়গোহাঁই। বিশ্বচ্যাম্পিয়নের কাছে হেরে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল ভারতের লভলিনা বড়গোহাঁইকে। মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে ০-৫ ব্যবধানে পরাজিত হয়েছেন ভারতীয় বক্সার। তবে শেষ চারে জায়গা করে নিয়ে আগেই পদক জয় নিশ্চিত করেছিলেন লভলিনা।
এদিন সেমিফাইনালে হারের পরে লভলিনা জানান, তিনি এদিনের ম্যাচ হেরে যাওয়ার কারণে খুবই হতাশ হয়েছেন। কারণ তিনি সোনা জয়ের জন্য কঠিন অনুশীলন করেছিলেন। কিন্তু সোনা জিততে না পারার জন্য তিনি খুবই দুঃখিত। লভলিনা জানান, ‘আমি হতাশ এবং হতবাক যে আমি হেরে গিয়েছি। স্বর্ণপদকের জন্য অনেক পরিশ্রম করেছিলেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।