পিৎজা খেয়েই অলিম্পিক্সে পদক জয়ের সেলিব্রেশনটা করতে চান মীরাবাঈ চানু। এমনটা নিজেই জানিয়েছেন। গোটা দেশ যখন তাঁকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছে, তখন তাঁর ইচ্ছেটা একেবারেই আলাদা।
পিৎজা খেতে খুবই ভালবাসেন চানু। কিন্তু অলিম্পিক্সের আগে বহু দিন পিৎজা খাননি তিনি। এ বার প্রাণভরে তাই তিনি পিৎজা খেতে চান। মীরাবাঈ চানু বলেছেনও, ‘যেটা আমি প্রথম করব, সেটা হল পিৎজা খাব। আমি পিৎজা খেতে খুব ভালবাসি।’
একটা সময়ে এই চানু এতটাই হতাশ হয়ে পড়েছিলেন, তাঁরে মনোবিদের সাহায্য নিতে হয়েছিল। আসলে চোটের কারণে রিও অলিম্পিক্সের লড়াই থেকে চানু ছিটকে গিয়েছিলেন। কোমরের চোটের কারণেই একটা সময়ে তাঁর কেরিয়ারই শেষ হয়ে যেতে বসেছিল। সে সময়ে মানসিক ভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন চানু। এর পরেই তাঁকে মনোবিদের সাহায্যও নিতে হয়েছিল।
সেই জায়গা থেকেই কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন। পাঁচ বছর ধরে ধীরে ধীরে তৈরি হয়েছেন তিনি। যার ফল তিনি শনিবার পেলেন। রিও অলিম্পিক্সের যন্ত্রণা সুদে-আসলে মিটিয়ে নিলেন টোকিও-তে। তবে সোনা না পাওয়ার আফসোসটাও রয়ে গিয়েছে তাঁর। চানু বলেছেন, ‘আমি সোনা জেতার জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু সোনা জিততে পারিনি। তবে আমি সত্যিই খুব চেষ্টা করেছি। আমি যখন দ্বিতীয় বার তুলছিলাম, তখনই বুঝে গিয়েছিলাম, আমি পদক পেতে চলেছি।’