শুভব্রত মুখার্জি
টেবিল টেনিস এবং চিন এই দু'টি শব্দ যেন অলিম্পিক্সের মঞ্চে কিছুটা হলেও সমার্থক হয়ে গিয়েছে। রিওতে টিটি বোর্ড থেকে চারটে সোনাই ঢুকেছিল চিনের ঘরে। চলতি টোকিও গেমসে মিক্সড ডাবলসের সোনা চিনের থেকে জাপান ছিনিয়ে নিতে সক্ষম হলেও ব্যক্তিগত বিভাগে চিনের পুরুষ এবং মহিলাদের দাপট অব্যাহত থাকল।
রিওতে নিজের জেতা সোনাকে টোকিওতে এসে রক্ষা করতে সমর্থ হলেন পুরুষ বিভাগে চিনের তারকা প্যাডলার মা-লং। তার স্বদেশীয় এবং প্রথম বাছাই ফ্যান জেনডঙ্গকে তিনি হারালেন ১১-৪, ১০-১২, ১১-৮, ১১-৯, ৩-১১, ১১-৭ ফলে। এক চরম হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল চলতি গেমস। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে কার্যত টপ স্পিন, আন্ডার স্পিনের কেরামতি দেখা গেল দুই প্যাডলারের ব্যাট থেকেই। সেয়ানে সেয়ানে টক্কর হল দুই ধুরন্ধর প্রতিযোগীর। এর ফলে পরপর চারটি গেমসে চিনের পুরুষ অ্যাথলিটরা তাদের আধিপত্য বজায় রাখতে সমর্থ হলেন।
এর আগে বৃহস্পতিবার মহিলা সিঙ্গেলস বিভাগে ও সোনা জেতে চিন। চিনের চেন মেঙ্গ স্বদেশীয় তথা সতীর্থ সুন ইঙ্গসাকে হারান ৯-১১, ১১-৬, ১১-৪, ৫-১১, ১১-৯ ফলে। অর্থাৎ পুরুষ ও মহিলা উভয় বিভাগেই টিটিতে সোনা জিতে নিজেদের আধিপত্য বজায় রাখলেন চিনের প্যাডলাররা। উল্লেখ্য, মহিলা সিঙ্গেলস বিভাগে গেমসের ইতিহাসে এটি চিনের নবম সোনা জয়। যা এককথায় অবিশ্বাস্য এক রেকর্ড। ১৯৮৮ সালে সিওল গেমসে টেবিল টেনিসের অন্তর্ভুক্তির পর থেকেই টিটির মহিলা সিঙ্গেলসে চিন ছাড়া আর অন্য কোন দেশ সোনা জিততে পারেনি।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
পুরুষ বিভাগে মা বনাম ফ্যানের লড়াইতে প্রতি মূহুর্ত ছিল অনিশ্চয়তায় ভরা। প্রতি পয়েন্ট লড়াই করে জিততে হয়েছে দু'জনকেই। আর প্রতি পয়েন্টের শেষে নিজেদের তাতাতে জোরে চিৎকার করতে শোনা গিয়েছে দুই প্রতিপক্ষকেই। পয়েন্টের মাঝে মাঝেই মা নিজের সঙ্গে নিজে কথা বলছিলেন। জল খাচ্ছিলেন,ঘাম মুছে ফের পরবর্তী লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। অন্যদিকে জার্মানির অভিজ্ঞ ডিমিট্রিজ অভটচারভ ব্রোজ্ঞ পদক জেতেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।