বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Tokyo 2020: স্বামীকে জুটি পাননি, গেমসে ব্যর্থ হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ দীপিকার

Tokyo 2020: স্বামীকে জুটি পাননি, গেমসে ব্যর্থ হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ দীপিকার

অতনুকে মিক্সড ডাবলসে জুটি না পেয়ে ক্ষোভ প্রকাশ দীপিকার।

টোকিও-তেও নিরাশ করলেন দীপিকা কুমারিরা। আর নিজের ব্যর্থতার দায় ঘাড় থেকে ছেড়ে ফেলতে তিরন্দাজি সংস্থার উপরেই ক্ষোভ উগড়ে দিলেন দীপিকা।

টোকিও অলিম্পিক্স থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারীকে। আর সেই হতাশাটাই সম্ভবত ক্ষোভ হয়ে লাভাস্ত্রোতের মতোই বেরিয়ে এসেছে। কিছুটা অযৌক্তিক ভাবেই ভারতের তিরন্দাজি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন দীপিকা কুমারী। মিক্সড ডাবলসে তাঁর স্বামী অতনু দাসের বদলে প্রবীণ যাদবের সঙ্গে জুটি বাঁধতে হয়েছিল দীপিকাকে। আর এই নিয়েই ক্ষোভ উগড়ে দেন তিনি।

প্রসঙ্গত, যোগ্যতা নির্ণায়ক পর্বে অতনুর থেকে ভাল ফল করার জন্যই অলিম্পিক্সের মিক্সড ডাবলসে সুযোগ পান প্রবীণ। দীপিকার দাবি আবার, ‘যোগ্যতা নিঃসন্দেহে মাপকাঠি, কিন্তু পাশাপাশি এটাও বুঝতে হবে, আমরা দু'জনে একসঙ্গে এতদিন পরিশ্রম করেছি। একসাথে খেলেছি। সেটা তো একদিনের খেলায় বিচার করা যায় না।’

তিনি আরও বলেছেন, ‘আমি আর অতনু অনেক দিন ধরেই একসঙ্গে খেলছি। এই ধরনের মঞ্চে পরস্পরের মধ্যে যে বোঝাপড়ার দরকার হয়, সেটা আমাদের মধ্যে রয়েছে। আমরা একসঙ্গে গত তিন-চার বছর ধরে খেলছি। তাই আমরা একসাথে খেললে পদক আসতে পারত।’ তবে দীপিকার এই যুক্তি কতটা সঙ্গত, সেটা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। তিরন্দাজিতে এ বারও নিরাশ করেছেন দীপিকারা। এ দিকে কোন যুক্তিতেই বা ভাল পারফরম্যান্স করা সত্বেও, প্রবীণকে বাদ দিয়ে অতনুকে মিক্সড ডাবলসের জন্য সুযোগ করে দেওয়া হত? প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরাও।

ব্যর্থতার জন্য দীপিকা অবশ্য পরে নিজের ভুলের কথাও স্বীকার করে নিয়েছেন। বলেছেন, ‘শেষ দু'টি অলিম্পিক্স থেকে অনেক কিছু শিখেছি। তবে এ বারেও কিছু ভুল থেকে গিয়েছে। সেটা দ্রুত ঠিক করতে হবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হাসি-ধোনিদের ক্লাবে জায়গা করে, মেসি-রোহিতের স্টাইলে ট্রফি তুললেন ফ্যাফ ডু প্লেসি ‘কংগ্রেসের ভোট ব্যাঙ্ক হবেন না,’ মুসলিমদের সতর্ক করলেন রিজিজু নভেম্বরে ৫ দেশের দল নিয়ে শুরু গ্লোবাল সুপার লিগ! ওয়েস্ট ইন্ডিজে খেলবে KKR-CSK? ঘুরিয়ে খলিস্তানের দাবি নাকচ কানাডার, এখনও নিজ্জর খুনে পেল না ভারত যোগের প্রমাণ এখনও পার্টনার জোগাড় হয়নি?মেষ সহ কোন ৫রাশির জাতকরা এবারও একাই পুজো কাটাতে পারেন তফসিলি স্বীকৃতি আদায়ে একজোট বাংলা-সিকিমের গোর্খা উপজাতিরা, পাশে বিজেপি সাংসদ! চিকিৎসায় ২০২৪-এর নোবেল পেলেন ২ মার্কিন বিজ্ঞানী, গবেষণা করেন মাইক্রো RNA নিয়ে যেন ঝিনুকের মাঝে মুক্তো বা ফোয়ারা! নাতাশার প্যারিস গালার সাজ দেখে হেসে খুন সবাই ফ্রনফুটে এসে অজি তারকার মাথার ওপর ছয়! দঃ আফ্রিকার স্মৃতি মনে করালেন শ্রীসন্থ… পুজোর আগেই ঘরে শ্যামা পোকার উপদ্রব শুরু হয়েছে? মুক্তি পেতে মাথায় রাখুন এই টিপস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.