টোকিও অলিম্পিক্স থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারীকে। আর সেই হতাশাটাই সম্ভবত ক্ষোভ হয়ে লাভাস্ত্রোতের মতোই বেরিয়ে এসেছে। কিছুটা অযৌক্তিক ভাবেই ভারতের তিরন্দাজি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন দীপিকা কুমারী। মিক্সড ডাবলসে তাঁর স্বামী অতনু দাসের বদলে প্রবীণ যাদবের সঙ্গে জুটি বাঁধতে হয়েছিল দীপিকাকে। আর এই নিয়েই ক্ষোভ উগড়ে দেন তিনি।
প্রসঙ্গত, যোগ্যতা নির্ণায়ক পর্বে অতনুর থেকে ভাল ফল করার জন্যই অলিম্পিক্সের মিক্সড ডাবলসে সুযোগ পান প্রবীণ। দীপিকার দাবি আবার, ‘যোগ্যতা নিঃসন্দেহে মাপকাঠি, কিন্তু পাশাপাশি এটাও বুঝতে হবে, আমরা দু'জনে একসঙ্গে এতদিন পরিশ্রম করেছি। একসাথে খেলেছি। সেটা তো একদিনের খেলায় বিচার করা যায় না।’
তিনি আরও বলেছেন, ‘আমি আর অতনু অনেক দিন ধরেই একসঙ্গে খেলছি। এই ধরনের মঞ্চে পরস্পরের মধ্যে যে বোঝাপড়ার দরকার হয়, সেটা আমাদের মধ্যে রয়েছে। আমরা একসঙ্গে গত তিন-চার বছর ধরে খেলছি। তাই আমরা একসাথে খেললে পদক আসতে পারত।’ তবে দীপিকার এই যুক্তি কতটা সঙ্গত, সেটা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। তিরন্দাজিতে এ বারও নিরাশ করেছেন দীপিকারা। এ দিকে কোন যুক্তিতেই বা ভাল পারফরম্যান্স করা সত্বেও, প্রবীণকে বাদ দিয়ে অতনুকে মিক্সড ডাবলসের জন্য সুযোগ করে দেওয়া হত? প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরাও।
ব্যর্থতার জন্য দীপিকা অবশ্য পরে নিজের ভুলের কথাও স্বীকার করে নিয়েছেন। বলেছেন, ‘শেষ দু'টি অলিম্পিক্স থেকে অনেক কিছু শিখেছি। তবে এ বারেও কিছু ভুল থেকে গিয়েছে। সেটা দ্রুত ঠিক করতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।