শুভব্রত মুখার্জি
অলিম্পিক্সের মঞ্চে দেশকে গর্বিত করে দেশের হয়ে পদক জিতলেই পদকজয়ীদের স্বপ্নের বাড়ি তৈরির ক্ষেত্রে বিনামূল্যে সিমেন্ট প্রদানের কথা ঘোষণা করল শ্রী সিমেন্ট। উল্লেখ্য ইতিমধ্যেই চলতি টোকিও গেমস থেকে ভারতের তিনটি পদক নিশ্চিত হয়েছে। ভারোত্তলনে মীরাবাঈ চানু ভারতের হয়ে রুপো জেতেন। এরপর মহিলা সিঙ্গেলস ব্যাডমিন্টন থেকে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন পিভি সিন্ধু। বক্সিংয়ে সেমিফাইনালে পৌঁছে লভলিনা পদক নিশ্চিত করলেও তাঁর পদকের রঙ এখনও নিশ্চিত নয়। কারণ, এই বাউটটি জিতে যদি তিনি ফাইনালে যান, তবে তাঁর সামনে সোনা জয় বা রুপো পাওয়ার সুযোগ থাকছে। অন্যথায় তাঁকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
উল্লেখ্য, অলিম্পিক্সে ভারতের হয়ে পদকজয়ীদের বাড়ি তৈরির ক্ষেত্রে বিনামূল্যে সিমেন্ট প্রদানের অঙ্গীকার করা শ্রী সিমেন্ট আবার কলকাতার অন্যতম প্রধান ইস্টবেঙ্গল ক্লাবের সবথেকে বড় স্টেকহোল্ডার। এই মুহূর্তে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে প্রথম তিনটি সিমেন্ট উৎপাদক কোম্পানির অন্যতম শ্রী সিমেন্ট।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
তাদের তরফে বার্ষিক ৪৪.৪ মিলিয়ন মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করা হয় যা ভারতে এবং বিদেশে ব্যবহার করা হয়। কোম্পানির তরফে তাদের ম্যানেজিং ডিরেক্টর এইচ এম বাঙ্গুর জানান, 'ভারতীয় অ্যাথলিটরা বিশ্ব পর্যায়ে সর্বোচ্চ লেভেলে অংশগ্রহণ করছেন এবং তাঁদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে দেশকে এবং আমাদেরকে গর্বিত করছেন। একজন ভারতীয় এবং অবশ্যই একজন ক্রীড়াপ্রেমী হিসেবে আমি মনে করি আমাদের তরফ থেকেও তাঁদের এই পরিশ্রমকে কুর্নিশ জানাতে একটু ক্ষুদ্র প্রয়াসের প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যেই আমরা এই চিন্তা ভাবনা করেছি।'
এই মুহূর্তে টোকিও গেমসে আর যেসব ইভেন্ট বাকি রয়েছে তার মধ্যে থেকে কুস্তিতেই ভারতের পদক জয়ের সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে। অ্যাথলেটিক্স বিভাগে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার একটা সুযোগ রয়েছে বলে বিশেষজ্ঞদের ধারনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।