বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo 2020: অবিচারের অভিযোগ, রিং-এর পাশে বসেই অভিনব প্রতিবাদ ফরাসি বক্সারের

Tokyo 2020: অবিচারের অভিযোগ, রিং-এর পাশে বসেই অভিনব প্রতিবাদ ফরাসি বক্সারের

মৌরাদ আলিভের প্রতিবাদ।

রবিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ব্রিটেনের ফ্রেজার ক্লার্কের মুখোমুখি হয়েছিলেন ফরাসি বক্সার মৌরাদ আলিভ। সেই ম্যাচেই ঢুঁসো মারার অভিযোগে তাঁকে বাতিল করে দেওয়া হয়।

কোনও নিয়ম ভাঙেননি তিনি। তবু তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। এমনটাই দাবি ফরাসি বক্সার মৌরাদ আলিভের। তার জেরে তিনি অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন। বক্সিং রি-এর পাশেই বসে পড়ে তীব্র  প্রতিবাদ জানান মৌরাদ।

প্রসঙ্গত, মাথা দিয়ে প্রতিপক্ষকে ঢুঁসো মারার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এবং সে কারণেই তাঁকে বাতিল করা হয়েছে। রবিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ব্রিটেনের ফ্রেজার ক্লার্কের মুখোমুখি হয়েছিলেন মৌরাদ আলিভ। সেই ম্যাচেই তাঁকে বাতিল করে দেওয়া হয়।

তবে ফ্রান্সের তারকা বক্সারের দাবি, ‘আমার উপর অবিচার করা হয়েছে। তার জন্য আমি এ ভাবেই প্রতিবাদ জানাচ্ছি। আমি এই গেমের জন্য চার বছর ধরে নিজেকে তৈরি করেছি। এই অবিচারের বিরুদ্ধে আমি সত্যি লড়াই চালিয়ে যেতে চাই। আর এ ভাবেই আমি বুুঝিয়ে দিতে চাই, যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেটা আমি মানতে পারিনি।’

মৌরাদ আরও বলেছেন, ‘এর পর বিচারকেরা আলোচনা করেন, কী হয়েছে জানার জন্য। তাঁরা বলেন, আমি জিততে পারতাম। যাইহোক ততক্ষণে অবশ্য লেখা হয়ে গিয়েছে, আমাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে বলে। সিদ্ধান্ত তাই আর পাল্টানোও যাবে না।’

২৬ বছরের  মৌরাদ আলিভের দাবি, বাউট বাতিলের ঘোষণা করার আগে রেফারি নাকি তাঁকে কোনও রকম ভাবে সতর্কই করেননি। তিনি বলেছেন, ‘সতর্ক না করেই আমাকে শুধু থামিয়ে দেওয়া হয়েছিল। এবং আমাকে শুধু বলা হয়েছিল, তুমি হেরে গিয়েছো। আমি মনে করি, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে।’ এই ঘটনাকে কেন্দ্র করেই এ বার টোকিও-তে বক্সিং-এ প্রথম বিতর্কের সৃষ্টি হল। যা নিয়ে চূড়ান্ত জলঘোলাও হচ্ছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.