বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo 2020: শ্রীজেশদের সামনে বড় চ্যালেঞ্জ, এক নজরে ভারতের পঞ্চম দিনের ইভেন্ট

Tokyo 2020: শ্রীজেশদের সামনে বড় চ্যালেঞ্জ, এক নজরে ভারতের পঞ্চম দিনের ইভেন্ট

ভারতীয় হকি টিম।

তৃতীয় ম্যাচে স্পেনের মুখোমুখি হবে ভারতীয় পুরুষ হকি দল। এ ছাড়াও ভারতের সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে, দেখে নিন এক নজরে।

মঙ্গলবার কারা নামবেন অলিম্পিক্সের লড়াইয়ে? কারা ভারতকে পদক এনে দেবেন? সোমবারের ব্যর্থতা ভুলে মঙ্গলবারের দিকে চেয়ে রয়েছে ভারত। দেখে নিন মঙ্গলবার কারা কোন ইভেন্টে লড়াইয়ে নামছেন!

সকালে ৫-৩০

১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড টিম কোয়ালিফিকেশন স্টেজ ওয়ানে নামবেন ভারতের মনু ভাকের এবং সৌরভ চৌধুরী। 

ইয়াশাস্বিনী সিং দেশওয়াল এবং অভিষেক বর্মাও একই ইভেন্টে নামবেন।

সকাল ৬-১৫

১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড টিম কোয়ালিফিকেশন স্টেজ টু-তে প্রথম রাউন্ডে কারা যোগ্যতা অর্জন করবে, তার উপর নির্ভর করবে।

সকাল ৬-৩০

পুরুষদের হকিতে স্পেনের মুখোমুখি হবে ভারত।

সকাল ৭-৩০

১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড টিম মেডেল রাউন্ড। যোগ্যতা নির্ণয়ের উপর নির্ভর করবে।

সকাল ৮-৩০

ব্যাডমিন্টন: মেনস ডাবলস গ্রুপ প্লে স্টেজে  সাত্ত্বিক সাইরাজ-চিরাগ শেট্টি জুটি নামবে।

টেবল টেনিস: মেনস সিঙ্গল রাউন্ড থ্রি-তে নামবেন শরথ কমল।

সকাল ৮-৩৫

সেলিং: মেয়েদের বিভাগে লেসার রেডিয়াল ফাইভ অন্ড সিক্সে নামবেন নেত্রা কুমানন।

সকাল ৮-৪৫

সেলিং: মেনস লেসার রেস ফোর, ফাইভ অন্ড সিক্সে নামবেন বিষ্ণু সারাভানান।

সকাল ৯-৪৫

শ্যুটিং-এ ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে রাউন্ড ওয়ান কোয়ালিফিকেশনে নামবে এলাভেনিল ভালারিভান এবং দিব্যাংশ পানওয়ার জুটি।

দীপক কুমার এবং অঞ্জুম মৌদগিল জুটিও একই ইভেন্টে নামবে।

সকাল ১০-৩০

শ্যুটিং-এ ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে স্টেজ টু কোয়ালিফিকেশন রয়েছে।

সকাল ১০-৫৭

বক্সিং-এ মহিলাদের ৬৯ কেজি বিভাগে লোভলিনা বড়গোহাঁই নামবেন।

সকাল ১১-২০

সেলিং: ৪৯ ‘ইআর’ মেন রেস ওয়ান, টু এন্ড থ্রি-তে নামবেন কেসি গণপতি এবং বরুণ ঠক্কর।

সকাল ১১-৪৫

শ্যুটিং-এ ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম মেডেল রাউন্ড ইভেন্ট রয়েছে।

বন্ধ করুন