বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo 2020: সিন্ধু, দীপিকা সহ গেমসের ষষ্ঠ দিনে ভারতের কারা কোন ইভেন্টে নামছেন?

Tokyo 2020: সিন্ধু, দীপিকা সহ গেমসের ষষ্ঠ দিনে ভারতের কারা কোন ইভেন্টে নামছেন?

পিভি সিন্ধু। ছবি: রয়টার্স

পিভি সিন্ধু এবং দীপিকা কুমারীর সামনে বড় হার্ডেল। এ ছাড়াও ভারতের সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে, দেখে নিন এক নজরে।

বুধবার কারা নামবেন অলিম্পিক্সের লড়াইয়ে? কারা ভারতকে পদক এনে দেবেন? পিভি সিন্ধুর দিকে চেয়ে রয়েছে ভারত। সিন্ধু ছাড়া আর কারা কোন ইভেন্টে লড়াইয়ে নামছেন বুধবার, দেখে নিন এক নজরে!

সকাল ৬-৩০

মেয়েদের হকি: গ্রেট ব্রিটেনের মুখোমুখি হবে ভারত।

সকাল ৭-৩০

ব্যাডমিন্টন: পিভি সিন্ধু মুখোমুখি হবেন হংকং-এর এনওয়াই চিউং।

সকাল ৭-৩১

তীরন্দাজি: ছেলেদের সিঙ্গলসে ইউক্রেনের হুনবিন ওলেকসি-র মুখোমুখি হবেন তরুণদীপ রাই।

সকাল ৮-৩৫

রোয়িং: পুরুষ বিভাগে ডাবল স্কালস সেমিফাইনাল এ/বি টু-তে নামবেন অর্জুন লাল এবং অরবিন্দ সিং

বেলা ১২-৩০

সেলিং: ৪৯ইআর মেনস রেসে টু, থ্রি এবং ফোরে নামবেন কেসি গণপতি এবং বরুণ ঠাক্কর।

তীরন্দাজি: ছেলেদের সিঙ্গলসে প্রবীণ যাদব নামবেন।

বেলা ২-১৪

তীরন্দাজি: রাউন্ড ৩২-এ দীপিকা কুমারী নামবেন ভুটানের কর্মার বিরুদ্ধে।

বেলা ২-৩০

ব্যাডমিন্টন: সাই প্রণীত মুখোমুখি হবেন নেদারল্যান্ডসের মার্ক ক্যালজোউ-এর বিপক্ষে।

বেলা ২-৩৩

বক্সিং: মেয়েদের মিডলওয়েট বিভাগে (৬৯-৭৫ কেজি) নামবেন পূজা রানি। তিনি আলজেরিয়ার ইচরাক চাইবের মুখোমুখি হবেন।

বন্ধ করুন