নীরজ চোপড়ার সোনা জয়ের মধ্যে দিয়ে শনিবারই (৭ অগস্ট) টোকিওয় ভারতীয় অ্যাথলিটদের প্রতিনিধিত্ব শেষ হয়ে গিয়েছিল। রবিবার (৮ অগস্ট) বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সরকারিভাবে টোকিও অলিম্পিক্স শেষ হয়। অলিম্পিক্সের ইতিহাসে পদকের নিরিখে এবারের অলিম্পিক্সই ভারতের সফলতম। এহেন দুরন্ত পারফরম্যান্সের পর সকল অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী নিজের টুইটে লেখেন, ‘টোকিও অলিম্পিক্সে দুরন্ত পারফরম্যান্সের জন্য আমি সকল ভারতীয় অ্যাথলিটদের, তাঁদের পারফরম্য়ান্সের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই। ওনারা দারুণ দক্ষতা, সমর্পণ এবং টিমওয়ার্কের পরিচয় দিয়েছেন। যে সকল অ্যাথলিট অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, তাঁরা সকলেই এক একজন চ্যাম্পিয়ন।’
গোটা টুর্নামেন্ট জুড়েই বারংবার অলিম্পিক্সে অংশ্রহণকারী অ্যাথলিট উৎসাহ জুগিয়ে একাধিক টুইট করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। নীরজ, মীরাবাঈদের জয়ে উচ্ছ্বসিত হয়েছেন, তো ভারতীয় মহিলা দলের অল্পের জন্য পদক হাতছাড়া হওয়ার পর সান্ত্বনা দিয়েছেন। ঠিক টোকিওয় উড়ে যাওয়ার আগে যেমন সকলের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে কথা বলে উৎসাহ জুগিয়েছিলেন, অলিম্পিক্স শেষেও শুভেচ্ছা বার্তার মাধ্যমে আগামী দিনের জন্য উৎসাহ দিয়েছেন মোদী। অলিম্পিক্সে এহেন সাফল্যের পর দেশে খেলাধুলার সার্বিক উন্নতির আশাতেই রয়েছে ভারতীয় জনগণ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।