ভারতকে হারিয়ে অলিম্পক্স ফাইনালে জায়গা পাকা করেছিল বেলজিয়াম। রেড লায়ান্সরা মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। ম্যাচের পর শেষ হাসিটা হাসল বেলজিয়ামই। নির্ধারিত সময়ে ১-১ ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টিতে ৩-২ ব্যবধানে অস্ট্রেলিয়াকে পরাস্ত করে তাঁরা।
ম্যাচের ৩২ মিনিটে ফ্লোরেন্ট ভ্যান অবেল বেলজিয়ামের হয়ে গোল করার পর শেষ কোয়ার্টারে গোল করে ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে সমতা ফেরান থমাস হুইটন। নির্ধারিত সময়ের পর ম্যাচের মীমাংসা না হওয়ায় ম্যাচ পৌঁছায় শুট আউটে। সেখানেই নাটকের অভাব ছিল না। অজিদের তিনটি পেনাল্টি রুখে দেন ভিনসেন্ট ভানাশ্ক। ভিডিও রেফারির সহায়তায় ম্যাচের শেষ পেনাল্টি দ্বিতীয়বার মারার সুযোগ পায় অস্ট্রেলিয়া। তবে সুযোগকে কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচ জিতে নেয় বেলজিয়াম।

ঘটনাক্রমে বেলজিয়ামই প্রথম দল হিসাবে একই সঙ্গে বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক্সের পদক জয়ের কৃতিত্ব অর্জন করল। এর আগে তিনটি দল অলিম্পিক্স ও বিশ্বচ্যাম্পিয়ন হলেও একই সময়ে তাঁরা দুটি খেতাব নিজেদের দখলে করতে পারেনি।
অপরদিকে, সকালেই জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছিল ভারতীয় পুরুষ হকি দল। ফাইনাল শেষে আনুষ্ঠানিকভাবে ব্রোঞ্জ খেতাব গলায় উঠল মনপ্রীত, শ্রীজেশদের। প্রসঙ্গত, ব্রোঞ্জ জয়ের ফলে পুনরায় এককভাবে অলিম্পিক্সের সবচেয়ে সফল দলের কৃতিত্ব ছিনিয়ে নেল ভারত। ১২ টি পদক জিতে জার্মানদেরই পিছনে ফেলল ভারতীয় হকি দল।