বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo 2020: একটি সিনেমাই বদলে দিয়েছে রানি রামপালদের ভাগ্য, দাবি ভারতীয় কোচের

Tokyo 2020: একটি সিনেমাই বদলে দিয়েছে রানি রামপালদের ভাগ্য, দাবি ভারতীয় কোচের

অস্ট্রেলিয়াকে হারিয়ে উচ্ছ্বসিত ভারতীয় দল। ছবি- এএনআই।

কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াক ১-০ গোলে পরাস্ত করে ভারতীয় মহিলা হকি দল। 

পরপর তিন ম্যাচে পর্যদুস্ত হওয়ার পর দুরন্তভাবে কামব্যাক করে তিন ম্য়াচ জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা পাকা করা, ঘটনাটা অনেক রুপোলি পর্দার চিত্রনাট্যের মতো মনে হলেও এখন এটাই বাস্তব। ঠিক এমনভাবেই লড়াকু মনোভাবের পরিচয় দেখিয়ে প্রথমবার অলিম্পিক্সের সেমিফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে ভারতীয় মহিলা হকি দল। তবে এই কামব্যাকের নেপথ্যেও আছে একটি সিনেমাই।

মাত্র সপ্তাহখানেক আগেও পরপর ম্যাচে বিপক্ষের কাছে পর্যদুস্ত হওয়া ভারতীয় মহিলা হকি দল অলিম্পিক্সের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করবে, এমনটা হয়তো খুব বড় সমর্থকও ভাবতে পারেননি। তবে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সক্ষম হয়েছে রানি রামপালের দল। কোচ সর্ড মারাইনের মতে নাকি তাঁর দেখানো একটি সিনেমা থেকে অনুপ্রেরণা নিয়েই রানিদের কামব্যাক। 

অজি বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর মারাইন বলেন, ‘আমি মেয়েদের ম্যাচ হারালেও আত্মবিশ্বাস না হারানোর পরামর্শ দিয়েছিলাম। বর্তমান মুহূর্তে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনকী এই নিয়ে আমি ওদের একটা সিনেমাও দেখিয়েছিলাম এবং আমার মতে সেটা বেশ কাজে লেগেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা বারবারই ওই সিনেমার বিভিন্ন ঘটনার কথা মনে করে নিজেদের চাঙ্গা করছিলাম। যদিও সেই সিনেমার নাম জানাতে চাননি তিনি।’

ভারতীয় কোচের দাবি নিজের লক্ষ্যে সবসময় উঁচু রাখার প্রয়োজন, তবেই ভাল কিছু করা সম্ভব। ‘ভারতের ক্ষেত্রে সবসময় সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছানোই লক্ষ্য হওয়া উচিত। কেউ যদি মেঘের উদ্দেশ্যে পাড়ি জমায় তাহলে সে অন্তত সর্বোচ্চ পাহাড়ে চড়তে সক্ষম হবে। কিন্তু পাহাড়ের লক্ষ্যে পা বাড়ালে মাটিতে আছড়ে পড়তে হয়। আমরা সেই মেঘের ঠিকানাতেই পৌঁছানোর চেষ্টায় আছি। আমি ওদের বলি এরপর যা হবে তা সবটাই অর্থহীন, তবে যে কোন মতে, যে কোন পরিস্থিতিতে আমাদের লক্ষ্যে যেন নড়চড় না ঘটে।’ বলেন ডাচ কোচ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার? দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান, গেলেন না ভারতীয় আধিকারিকরা: Reports ‘ওই লোকটাকে দেখ বিচ্ছিরি দেখতে', নিজের ছবি দেখিয়ে এই ক্ষুদেদের গুলিয়ে দিলেন সৌরভ ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.