বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo 2020: ‘শুধু অলিম্পিক্স নয়,আমার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স’: শরথ কমল

Tokyo 2020: ‘শুধু অলিম্পিক্স নয়,আমার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স’: শরথ কমল

শরথ কমল।

৩৯ বছর বয়সী শরথ কমল গেমসে থেকে বিদায়ের পরে নিজের খেলার চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে, এই গেমসে তাঁর সফরকে শুধু অলিম্পিক্সে নয়, তাঁর ক্যারিয়ারের সেরা বলে অ্যাখ্যা দিলেন।

শুভব্রত মুখার্জি

ভারতীয় টেবিল টেনিস টোকিওতে পদক জিততে না পারলেও প্যাডলাররা আশাতীত ভাল ফল করেছেন। সুতীর্থা মুখার্জি,মনিকা বাত্রা,শরথ কমলরা যে পারফরম্যান্স এ বারের টোকিও গেমসে তুলে ধরেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। পুরুষদের সিঙ্গেলসে তৃতীয় রাউন্ডে রিওর সোনাজয়ীর বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়েছে শরথ কমলকে। মা লং এর বিরুদ্ধে শরথ কমল হারেন ৪-১ ফলে। খেলার ফল ছিল তার বিরুদ্ধে ৭-১১,১১-৮,১১-১৩,৪-১১,৪-১১। তবে তৃতীয় গেম যখন চলে তখন খেলার ফল ছিল ১-১। ওই গেমটায় এগিয়ে থেকেও জিততে না পারার আফসোস যাচ্ছে না শরথের। বারবার তার মুখে ফিরে ফিরে আসছে সেই তৃতীয় গেমের কথা।

৩৯ বছর বয়সী শরথ কমল গেমসে থেকে বিদায়ের পরে নিজের খেলার চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে এই গেমসে তার সফরকে শুধু অলিম্পিক্স নয় তাঁর ক্যারিয়ারের সেরা বলে অ্যাখ্যা দিলেন। চারটি অলিম্পিক্সের মধ্যে এটাই তার সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স। তার তৃতীয় রাউন্ডের ম্যাচের পারফরম্যান্স সম্বন্ধে বলতে গিয়ে তিনি জানান 'এই ম্যাচটি মানসিকভাবে যতটা না খেলা হয়েছে তার থেকে কৌশলগত দিক থেকে বেশি খেলা হয়েছে। আমার সবসময় লক্ষ্য ছিল ম্যাচটা জেতা। বিপক্ষকে আমি সবসময় এটা বোঝাতে চেয়েছি তাকে সবকটা পয়েন্ট লড়ে জিততে হবে। ফ্রিতে সে কিছু পাবে না। আপনারা আমার খেলার মধ্যে সেটাই দেখেছেন। চতুর্থ গেমে যখন আমি ০-৬ ফলে পিছিয়ে ছিলাম তখন ও নিজেকে বলেছি আশাহত হবে না। ওকে নিঃশ্বাস ফেলার সময়টাও দেবে না।'

তিনি আর ও যোগ করেন ' তুমি নেতা হতে পার। এই খেলায় তুমিই সেরা হওয়ার ক্ষমতা রাখ। তোমাকে দেখাতে হবে যে তুমিই সেরা। ' তার পারফরম্যান্স এর বিষয়ে বলতে গিয়ে তিনি জানাতে দ্বিধা করেননি ' হ্যা এটাই আমার সেরা পারফরম্যান্স। হ্যা ফলাফলের ভিত্তিতে হয়ত আপনার সেটা মনে হবে না। তবুও বলব অলিম্পিক্সে তৃতী। রাউন্ড আমার সেরা পারফরম্যান্স এখন পর্যন্ত। তবে আমি এটা বলব আমার আগের যে কোন পারফরম্যান্সের তুলনায় এটাই সেরা। তার প্রধান কারন আমি যে উচ্চতায় নিজের খেলাকে নিয়ে গেছিলাম ,যেভাবে খেলেছি তাতে এটাকে আমার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স আমি বলব।'

বন্ধ করুন