বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo 2020: স্টেফিকে স্পর্শ করার বড় সুযোগ, তবে জোকারের লড়াইটা খুব সহজ হবে না

Tokyo 2020: স্টেফিকে স্পর্শ করার বড় সুযোগ, তবে জোকারের লড়াইটা খুব সহজ হবে না

নোভক জকোভিচ।

এই বছর জকোভিচ অলিম্পিক্সে সোনা পেলে স্টেফি গ্রাফকে স্পর্শ করবেন। ১৯৮৮ সালে স্টেফি গ্রাফ চারটি মেজরেই চ্যাম্পিয়ন হয়েছিলেন। অর্থাৎ তিনটি গ্র্যান্ডস্লাম সহ অলিম্পিক্সেও সোনা পেয়েছিলেন স্টেফি। স্টেফিই একমাত্র টেনিস প্লেয়ার যিনি একই বছরে চারটি মেজরে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন।

শনিবার থেকে নোভক জকোভিচের সামনে অন্য লক্ষ্য। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের লক্ষ্যে নামবেন জোকার। তবে এই লড়াইটা কিন্তু সহজ হবে না। তাঁকে সম্ভবত আন্দ্রে রুবলভ এবং আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হতে হবে। 

অলিম্পিক্সে জোকার সার্বিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন। এই বছর নোভক জকোভিচ দুরন্ত ছন্দেই রয়েছেন। তিনটি গ্র্যান্ডস্লাম ইতিমধ্যেই পকেটে পুড়ে ফেলেছেন তিনি। জোকার এই বছর নিজেকে পরিপূর্ণ করে ফেলেছেন। সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ী রজার ফেডেরার এবং রাফায়েল নাদালের সঙ্গে একই তালিকায় নামও লিখিয়ে ফেলেছেন। এখন শুধু অলিম্পিক্সে সোনা জিততে চান জকোভিচ।

এই বছর অলিম্পিক্সে সোনা পেলে স্টেফি গ্রাফকে স্পর্শ করবেন জকোভিচ। ১৯৮৮ সালে স্টেফি গ্রাফ চারটি মেজরেই চ্যাম্পিয়ন হয়েছিলেন। অর্থাৎ তিনটি গ্র্যান্ডস্লাম সহ অলিম্পিক্সেও সোনা পেয়েছিলেন স্টেফি। স্টেফিই একমাত্র টেনিস প্লেয়ার যিনি একই বছরে চারটি মেজরে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন। জকোভিচ ইতিমধ্যে এই বছর তিনটি গ্র্যান্ডস্লাম জিতেছেন। এ বার তাঁর সামনে অলিম্পিক্সে সোনা জয়ের হাতছানি।

অলিম্পিক্সে এখনও পর্যন্ত সোনা পাননি জোকার। ২০০৮সালে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। সেই আফসোসটাই এই বছর মিটিয়ে নিতে চান তিনি। আর এই লড়াইয়ে জকোভিচের প্রথম প্রতিপক্ষ বলিভিয়ার হুগো দেলিয়েন। তৃতীয় রাউন্ডে জোকার ইতালির তারকা টেনিস প্লেয়ার লরেঞ্জো মুসেত্তির মুখোমুখি হতে পারেন। মুসেত্তি কিন্তু রোলাঁ গারোতে বেশ বেকায়দায় ফেলেছিলেন জকোভিচকে।

বিশ্বের এক নম্বর জকোভিচ প্রথম বার কোয়ার্টার ফাইনালে রুবলভের মুখোমুখি হতে পারেন এবং তার পরে সেমিফাইনালে জেরেভের সঙ্গে তাঁর লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

বন্ধ করুন