বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo 2020: বিশ্বের এক নম্বর তারকার কাছে হেরে তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্ট থেকে ছিটকে গেলেন প্রবীণ যাদব

Tokyo 2020: বিশ্বের এক নম্বর তারকার কাছে হেরে তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্ট থেকে ছিটকে গেলেন প্রবীণ যাদব

প্রবীণ যাদব। ছবি- টুইটার (@worldarchery)।

প্রথম রাউন্ডে বিশ্বের দু'নম্বর তিরন্দাজকে হারিয়ে দেন ভারতীয় তারকা।

বিশ্বের ২ নম্বর তারকাকে হারিয়ে ঝড়ের গতিতে তিরন্দাজির ছেলেদের ব্যক্তিগত ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলেন প্রবীণ যাদব। তিন সেটেই ম্যাচর ফল নিজের অনুকূলে টেনে নেন ভারতীয় তিরন্দাজ। ফলে ম্যাচ চতুর্থ ও পঞ্চম সেটে টেনে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়েনি।

রাশিয়ান অলিম্পিক সংস্থার অধীনে লড়াইয়ে নামা গালসান বাজারঝাপোভ একেবারেই লড়াই চালাতে পারেননি প্রবীণের বিরুদ্ধে। প্রথম সেট প্রবীণ জিতে নেন ২৯-২৭ ব্যবধানে। দ্বিতীয় সেট ভারতীয় তিরন্দাজ জেতেন ২৮-২৭ ব্যবধানে। তৃতীয় সেটে প্রবীণ জয় তুলে নেন ২৮-২৪ ব্যবধানে। ফলে ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জন করেন প্রবীণ।

(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)

প্রথম রাউন্ডের ম্যাচের গতিপ্রকৃতি:-

প্রথম সেট:-  
প্রবীণ- ১০, ৯, ১০ (২৯)
বাজারঝাপোভ- ৯, ৯, ৯ (২৭)
সেট পয়েন্ট: প্রবীণ-২, বাজারঝাপোভ-০।

দ্বিতীয় সেট:-
প্রবীণ- ৯, ৯, ১০ (২৮)
বাজারঝাপোভ- ১০, ১০, ৭ (২৭)
সেট পয়েন্ট: প্রবীণ-৪, বাজারঝাপোভ-০।

তৃতীয় সেট:-
প্রবীণ- ৯, ৯, ১০ (২৮)
বাজারঝাপোভ- ৮, ৭, ৯ (২৪)
সেট পয়েন্ট: প্রবীণ-৬, বাজারঝাপোভ-০।

দ্বিতীয় রাউন্ডে প্রবীণ যাদবের প্রতিপক্ষ ছিলেন বিশ্বের এক নম্বর তারকা আমেরিকার ব্র্যাডি এলিসন। প্রবীণ অবশ্য বড় ম্যাচের চাপ যথাযথ সামলাতে পারেননি। প্রথম ম্যাচের ছন্দ ধরে রাখতে ব্যর্থ হওয়ায় দ্বিতীয় রাউন্ডেই হেরে বিদায় নিতে হয় ভারতীয় তিরন্দাজকে। তরুণদীপের মতোই দ্বিতীয় রাউন্ডে শেষ হয় প্রবীণের ব্যক্তিগত ইভেন্টের অভিযান।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচের গতিপ্রকৃতি:-

প্রথম সেট:- 
প্রবীণ- ৯, ৮, ১০ (২৭)
এলিসন- ৯, ১০, ৯ (২৮)
সেট পয়েন্ট: প্রবীণ-০, এলিসন-২।

দ্বিতীয় সেট:-
প্রবীণ- ১০, ৯, ৭ (২৬)
এলিসন- ৮, ১০, ৯ (২৭)
সেট পয়েন্ট: প্রবীণ-০, এলিসন-৪।

তৃতীয় সেট:-
প্রবীণ- ৮, ৮, ৭ (২৩)
এলিসন- ৮, ৯, ৯ (২৬)
সেট পয়েন্ট: প্রবীণ-০, এলিসন-৬।

বন্ধ করুন