সোমবার অলিম্পিক্সের মঞ্চে ভারতীয় অ্যাথলিটদের ফল কী হল, দেখে নিন এক নজরে।
১) নেদারল্যান্ডসের পর জার্মানির কাছেও হারল ভারতেের মহিলা হকি দল। তারা এ দিন ২-০ গোলে জার্মানির কাছে পরাজিত হয়।
২) মনিকা বাত্রা তৃতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রিয়ার সোফিয়া পলকানোভার কাছে ৮-১১, ২-১১, ৫-১১, ৭-১১ গেমে পরাজিত হন। চারটি গেম স্থায়ী হয় যথাক্রমে ৮, ৪, ৬ ও ৭ মিনিট।
৩) সাঁতারে সজন প্রকাশ ২০০ মিটার বাটারফ্লাই সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। তবে সজন বৃহস্পতিবার ১০০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নেবেন।
৪) ছেলেদের মিডলওয়েট (৬৯-৭৫ কেজি) বিভাগে শুরুতেই শেষ হয়ে গেল আশীষ কুমারের লড়াই। তিনি প্রথম ম্যাচেই হেরে গেলেন চিনের এরবিয়েক তুওহেতার কাছে।
৫) টেনিসে মেনস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পরাজিত হলেন ভারতের সুমিত নাগাল। দ্বিতীয় বাছাই দানিল মেদভেদেভের বিরুদ্ধে কোনও রকম প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ভারতীয় টেনিস তারকা।
৬) শুটিংয়ের মেনস স্কিট ইভেন্টের ফাইনালে উঠতে পারলেন না দুই ভারতীয় শুটার অঙ্গদ বাজওয়া ও মাইরাজ আহমেদ খান।
৭) টেবিল টেনিসে ওমেনস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে কার্যত আত্মসমর্পণ করলেন সুতীর্থা মুখোপাধ্যায়। পর্তুগালের ফু য়ু'র বিরুদ্ধে কোনওরকম প্রতিরোধ গড়তেই পারেননি তিনি। ২০ মিনিটের লড়াইয়ে তিনি ম্যাচ হারেন ৩-১১, ৩-১১, ৫-১১, ৫-১১ গেমে।
৮) টেবিল টেনিসের মেনস সিঙ্গলস ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে জয় তুলে নিলেন শরথ কমল। ভারতীয় তারকা ২-১১, ১১-৮, ১১-৫, ৯-১১, ১১-৬ ও ১১-৯ গেমে পরাজিত করেন পর্তুগালের তিয়াগো আপোলোনিয়াকে।
৯) তিরন্দাজির মেনস টিম ইভেন্টে কোরিয়ার কাছে হেরেছেন অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাই।
১০) ফেন্সিংয়ে ভারতের ভবানী দেবী হেরে ছিটকে গিয়েছেন। প্রথম ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নিলেও ফেন্সিংয়ের টেবিল অফ ৩২-এ হার মানলেন ভবানী দেবী। চতুর্থ বাছাই ফরাসি তারকা মানন ব্রানেটের কাছে ৭-১৫ ব্যবধানে পরাজিত হলেন ভারতীয় তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।