বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo Olympics: ফের দুঃসংবাদ, মিক্সড ডবলসে কোর্টে নামা হচ্ছে না সানিয়া-নাগাল জুটির

Tokyo Olympics: ফের দুঃসংবাদ, মিক্সড ডবলসে কোর্টে নামা হচ্ছে না সানিয়া-নাগাল জুটির

সানিয়া মির্জা। ছবি- গেটি ইমেজেস।

র‍্যাঙ্কিংয়ে অনেক পিছনে থাকায় যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন তারা।

শেষ মুহূর্তে অলিম্পিক্স সিঙ্গেলসে জায়গা করে নিয়েছিলেন সুমিত নাগাল। হাতে চাঁদ পাওয়ার মতো সুযোগ ছিল মিক্সড ডবলসেও কোর্টে নামার। তবে সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না। টোকিওতে জুটি বেঁধে কোর্টে খেলতে দেখা যাবে না সানিয়া মির্জা ও সুমিত নাগালকে।

সানিয়া মির্জা ও নাগাল এর আগেই যথাক্রমে নিজেদের ডবলস ও সিঙ্গেলস ম্যাচ হেরেছিলেন। তাই মিক্সড ডবলসই তাঁদের শেষ ভরসা ছিল। মিক্সড ডবলসের ড্র সদ্য প্রকাশিত হয়েছে। লিস্টে নাম থাকলেও সম্মলিত ডবলস র‍্যাঙ্কিংয়ে অনেক পিছনে থাকায় সানিয়া-নাগাল জুটি খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়।

(টোকিও অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)

সাধারণত ভারতের হয়ে মিক্সড ডবলসে প্রতিনিধিত্ব করেন সানিয়া মির্জা এবং রোহন বোপান্না। তবে বোপান্নাও নিজের র‍্যাঙ্কিংয়ের জন্য টোকিওর যোগ্যতা অর্জনে ব্যর্থ হন। সিঙ্গলসে অনেকে নাম তুলে নেওয়ায় নাগাল অলিম্পিক্সে খেলার সুযোগ পেলে তাঁর সঙ্গেই সানিয়া মির্জার জুটি বেঁধে নামার আশা ছিল। তবে সেগুড়ে বালি। 

বন্ধ করুন