বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo Olympics: ‘সর্বকালের সেরা’র বিরুদ্ধে লড়ে হার শরথ কমলের

Tokyo Olympics: ‘সর্বকালের সেরা’র বিরুদ্ধে লড়ে হার শরথ কমলের

শরথ কমল। ছবি- রয়টার্স। (REUTERS)

রিও অলিম্পিক্সের স্বর্ণপদকজয়ীর বিরুদ্ধে ৪-১ গেমে পরাস্ত হন শরথ।

টেবিল টেনিসে গতকাল মনিকা বাত্রা ও সুতীর্থা মুখোপাধ্যায় আগেই পরাজিত হয়েছিলেন। মিক্সড ডবলসে আগেই পরাজিত হয়েছিল মনিকা বাত্রা-শরথ কমল জুটি। এবার মেনস সিঙ্গেলসের তৃতীয় রাউন্ডেও চিনের মা লং-এর বিরুদ্ধে পরাজিত হলেন শরথ। 

প্রথম থেকেই সকলে জানতেন শরথের লড়াইটা রিও অলিম্পিক্সে সোনা জয়ী লং-এর বিপক্ষে ভীষণ কঠিন হতে চলেছে। তবে ৪৬ মিনিটের ম্যাচের প্রথম দিকে আপ্রাণ চেষ্টা করলেও পড়ে আর লড়াইটা চালিয়ে যেতে পারেননি অভিজ্ঞ ভারতীয় টেবিল টেনিস তারকা। 

(টোকিও অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)

প্রথম গেম হারার পর দ্বিতীয় গেম জিতেও নেন শরথ। তৃতীয় গেমেও চলে টানটান লড়াই ‘সর্বকালের সেরা’র বিরুদ্ধে ৭-১১, ১১-৮, ১১-১৩, ৪-১১, ৪-১১ গেমে তামিলনাড়ুজাত ৩৯ বছর বয়সী টেবিল টেনিস তারকা। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন