প্রথম রাউন্ডে উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে হারিয়ে ইতিহাস তৈরি করলেও দ্বিতীয় রাউন্ডে ধোপে টিকলেন না সুমিত নাগাল। দানিল মেদভেদেভের বিরুদ্ধে মাত্র এক ঘন্টা ছয় মিনিটের ম্যাচে ৬-২, ৬-১ খড়কুটোর মতো উড়ে গেছে নাগাল।
১৯৯৬ সালে আটালান্টা অলিম্পিক্সে লিয়েন্ডার পেজের পর প্রথম ভারতীয় হিসাবে সিঙ্গেলস ম্যাচ জিতে টোকিওতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছান নাগাল। তবে বিশ্বের দ্বিতীয় নম্বর টেনিস তারকা মেদভেদেভের বিরুদ্ধে বিশ্বের ১৬০ নম্বর খেলোয়াড় যে জিতবেন, সেই আশা হয়তো নাগালের অতি বড় সমর্থকও করেননি। রাশিয়ানের বিরুদ্ধে পর্যদুস্ত হন নাগাল।
এরপরেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি সাদা কালো ছবি দিয়ে নিজের মনোভাব ব্যক্ত করে নাগাল লেখেন, ‘ছবির মধ্যে দিয়েই আজকের দিনের কাহিনী বর্ণনা করা যায়। যাইহোক, টোকিওতে অলিম্পিক্সে খেলার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। ধন্যবাদ ভারত।’
তবে সিঙ্গেলসে হারলেও এখানেই অলিম্পিক্স সফর শেষ নয় নাগালের। সানিয়া মির্জার সঙ্গে জুটি বেঁধে টোকিওতে মিক্সড ডবলসে ফের কোর্টে দেখা যেতে পারে ২৩ বছর বয়সী ভারতীয় তারকাকে। যদিও মিক্সড ডবলসের লিস্টে ভারতীয় জুটির নাম থাকলেও, ড্র না হওয়ায় তাঁরা যে মিক্সড ডবলসে খেলবেনই, সেই বিষয়ে এখনও কোন নিশ্চয়তা নেই।