মাত্র কয়েক বছর আগেও বয়স ভাঁড়ানোর অভিযোগে নির্বাসিত হতে হয়েছিল সুতীর্থা মুখোপাধ্যায়কে। তাঁর ওজনের জন্যও অনেক মন্তব্য সহ্য করতে হয়েছে তাঁকে। তবে সাম্প্রতিক সময়ে সবকিছুকে পিছনে ফেলে সাফল্যের নতুন অধ্যায় রচনা করছেন তিনি। টোকিও অলিম্পিক্সেও অব্যাহত থাকল সেই জয়গান।
কোচ সৌম্যদীপ রায়ের অধীনেই কঠোর পরিশ্রম ও সুপরিকল্পিত ট্রেনিংয়ে নিজেকে সম্পূর্ণরূপে বদলে ফেলেছেন সুতীর্থা।। অলিম্পিক্সের প্রথম সুইডেনের লিন্ডা বার্গস্টর্মের বিরুদ্ধে ৩-১ পিছিয়ে পড়েও ৪-৩ সেটে জয়ের মধ্যে দিয়ে যেন নিজের হার না মানা মনোভাবের আবারও পরিচয় দিলেন তিনি।
দেশের এক নম্বর টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রাকে পরাস্ত করে অলিম্পিক্সের টিকিট পাকা করেন উত্তর ২৪ পরগনার নৈহাটির বাসিন্দা। এক সময়ে যাকে সহ্য করতে হয়েছে অসংখ্য কুমন্তব্য, প্রতারণার দায়ে কাটাতে হয়েছে বিনিদ্র রজনী, সেই সুতীর্থাই আজ দখল করছেন শিরোনাম, তবে সেটা শুধু নিজের খেলার মারফৎ।
সমালোচকদের জবাব দেওয়ার শুরু কিন্তু সেই ২০১৭ সাল থেকেই, যে বার তিনি প্রথম জাতীয় চ্যাম্পিয়ন হন। তারপর ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পাশপাশি এসছে ২০১৯ সালে দ্বিতীয়বারের জন্য জাতীয় চ্যাম্পিয়নের খেতাব। তাই ঘুরে দাঁড়ানোটা যে তাঁর মজ্জাগত সে বিষয়ে কোন সন্দেহ নেই।
তবে বিশ্ব স্তরে নিজের থেকে ব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে খাদের কিনারা থেকে ফিরে এসে জয়লাভটা যেন আরও বেশি স্বস্তির। দ্বিতীয় রাউন্ডে সুতীর্থা মুখোমুখি হবেন পর্তুগালের ইউ ফু-র। আবারও একবার সমালোচকদের মুখ বন্ধ করে দেশের নাম উজ্জ্বল করতে বদ্ধপরিকর হবেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।