বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo Olympics: স্ট্রেট গেমে হেরে দ্বিতীয় রাউন্ডেই স্বপ্নভঙ্গ সুতীর্থা মুখোপাধ্যায়ের

Tokyo Olympics: স্ট্রেট গেমে হেরে দ্বিতীয় রাউন্ডেই স্বপ্নভঙ্গ সুতীর্থা মুখোপাধ্যায়ের

সুতীর্থা মুখোপাধ্যায়। ছবি- রয়টার্স। (REUTERS)

মাত্র ২০ মিনিটেই পর্তুগিজ প্রতিপক্ষ ফু য়ু-র বিরুদ্ধে পরাস্ত হন সুতীর্থা মুখোপাধ্যায়।

প্রথম রাউন্ডে পিছিয়ে থেকে অসাধারণ জয় তুলে নিলেও, দ্বিতীয় রাউন্ডে পরাস্ত হলেন সুতীর্থা মুখোপাধ্যায়। পর্তুগালের ফু য়ু-র বিরুদ্ধে কার্যত খড়কুটোর মতো উড়ে গেলেন বাংলার মেয়ে।

মাত্র পাঁচ মিনিটেই ৩-১১ পয়েন্টে প্রথম গেম হারেন সুতীর্থা। দ্বিতীয় গেমেও একই ব্যবধানে পরাস্ত হন তিনি। আশা ছিল প্রথম ম্যাচের মতোই পুনরায় কামব্যাক করবেন বঙ্গতনয়া। তবে তা আর সম্ভব হয়নি। মাত্র ২০ মিনিটের মধ্যেই কার্যত আত্মসমর্পণ করলেন বছরের ২৫-এর উত্তর ২৪ পরগনার নৈহাটির বাসিন্দা সুতীর্থা।

(টোকিও অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)

৩-১১, ৩-১১, ৫-১১, ৫-১১ ব্যবধানে হারেন তিনি। পর্তুগিজ প্রতিপক্ষের বিরুদ্ধে সামান্য প্রতিরোধও গড়ে তুলতে পারেননি তিনি। ইউরোপীয় প্রতিপক্ষের বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড থাকলেও এক ইউরোপিয়ানের বিরুদ্ধেই হেরে টেবিল টেনির ওমেনস সিঙ্গেলসের দ্বিতীয় রাউন্ডেই স্বপ্নভঙ্গ হল তাঁর।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন