বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo Olympics-বর্ণাঢ্য অনুষ্ঠানে শুরু অলিম্পিক্স, চমকে দিল জাপান
কলড্রনে অগ্নিসংযোগ ঘটালেন নাওমি ওসাকা। ছবি- গেটি ইমেজেস।

Tokyo Olympics-বর্ণাঢ্য অনুষ্ঠানে শুরু অলিম্পিক্স, চমকে দিল জাপান

প্রথম দিনে তিরন্দাজির ব়্যাঙ্কিং রাউন্ডে লড়াই চালান ভারতীয়রা।

প্রতীক্ষার অবসান। করোনার জন্য এক বছর পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুরু টোকিও অলিম্পিক্স। প্রথম দিনে তিরন্দাজির লড়াই দিয়ে অলিম্পিকে যাত্রা শুরু ভারতের।

23 Jul 2021, 08:30:05 PM IST

অন্তিম টর্চ বাহক নাওমি ওসাকা

জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা শেষ অলিম্পিক্স টর্চ বাহক হিসাবে অলিম্পিক্সের বিখ্যাত কলড্রনে অগ্নিসংযোগ ঘটান।

23 Jul 2021, 08:24:39 PM IST

অলিম্পিক্স টর্চের স্টেডিয়ামে প্রবেশ

জাপানের প্রাক্তন জুডো ও রেসলিং চ্যাম্পিয়ন যথাক্রমে নমুরা তাদাহিরো ও ইয়োশিডা সাওরি টর্চ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন। জাপানের বেসবল কিংবদন্তিদের হাত ঘুরে তা চলে যায় প্রথম সারির যোদ্ধাদের প্রতীক হিসাবে উপস্থিত ডাক্তার ও নার্সের হাতে। সেখান থেকে প্যারা অলিম্পিয়ান সুচিদা ওয়াকাকোর হাতে

23 Jul 2021, 08:12:09 PM IST

ছ'জন অ্যাথলিটের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ

এশিয়া, ওশিয়ানিয়া, রিফিউজি অলিম্পিক দল, আমেরিকা ও আফ্রিকার তরফে ছ'জন কৃতি অ্যাথলিট অলিম্পিক্সের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন।

23 Jul 2021, 07:08:25 PM IST

কনিষ্ঠ পতাকা বাহক

সিরিয়ার ১২ বছর বয়সী টেবিল টেনিস প্লেয়ার হেন্দ জাজা সবথেকে কমবয়সে অলিম্পিকের মার্চ পাস্টে নিজের দেশের পকাতা বহন করেন।

23 Jul 2021, 07:03:43 PM IST

অলিম্পিক্সের পতাকায় মার্চ পাস্ট উদ্বাস্তু অ্যাথলিটদের

অলিম্পিক্সের পতাকায় মার্চ পাস্ট করে রিফিউজি দলের অ্যাথলিটরা।

23 Jul 2021, 07:02:11 PM IST

মার্চ পাস্ট শুরু হয় গ্রীসকে দিয়ে

গ্রীসের অ্যাথলিটরা প্যারেডের শুরুতেই ছিলেন। তাঁদের দিয়েই শুরু হয় অলিম্পিক্সের মার্চ পাস্ট।

23 Jul 2021, 07:00:48 PM IST

দৃষ্টিনন্দন আতশবাজি

বরাবরের মতো দৃষ্টিনন্দন আতশবাজির প্রদর্শনী দেখা যায় অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে।

23 Jul 2021, 06:59:39 PM IST

প্রতীকি বার্তা

উদ্বোধনী অনুষ্ঠানে অভিনব বার্তা দেওয়া হয় বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে। জাপানের সুবাতা আর্লসা, যিনি একজন নার্স এবং বক্সার, একাকী মঞ্চে ট্রেনিং করেন। করোনা পরিস্থিতিতে অ্যাথলিটদের কীভাবে বাড়িতেই প্রস্তুতি সারতে হয়েছে, সেই বিষয়টাই তুলে ধরা হয় কৌশলে।

23 Jul 2021, 06:55:53 PM IST

উদ্বোধনী অনুষ্ঠানে নীরবতা পালন

করোনায় নিহতদের শ্রদ্ধা জানাতে, অতীতের অলিম্পিয়ান, যাঁরা ইহলোক ছেড়ে গিয়েছেন এবং ৭২-এ মিউনিখে নিহত ইজরায়েলের অ্যাথলিটদের স্মরণে নীরবতা পালন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে।

23 Jul 2021, 06:47:33 PM IST

টোকিও অলিম্পিকের যাবতীয় আপডেট এক ক্লিকেই

টোকিও অলিম্পিকের যাবতীয় আপডেট হিন্দুস্তান টাইমস বাংলায়।

23 Jul 2021, 06:41:53 PM IST

মার্চ পাস্টে ভারতের নেতৃত্বে মনপ্রীত ও মেরি

উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন মনপ্রীত সিং ও এমসি মেরি কম। ভারতের পতাকা মনপ্রীতের হাতে।

23 Jul 2021, 01:11:38 PM IST

ছেলেদের ব্যক্তিগত বিভাগে ভারতীয়দের প্রতিপক্ষ

তরুণদীপ রাইের প্রতিপক্ষ ইউক্রেনের ওলেক্সি হানবিন। অতনু দাসের প্রতিপক্ষ তাইপের য়ু-চেং দেং। প্রবীণের প্রতিপক্ষ রাশিয়ান অলিম্পিক কমিটির বাজারঝাপোভের।

23 Jul 2021, 01:04:54 PM IST

মেনস টিম ইভেন্টে ভারতের প্রতিপক্ষ

মেনস টিম ইভেন্টের প্রথম রাউন্ডে ভারত মুখোমুখি হবে কাজাখাস্তানের। জিতলে ভারতকে কোয়ার্টার ফাইনালে নামতে হবে কোরিয়ার বিরুদ্ধে।

23 Jul 2021, 12:58:50 PM IST

মিক্সড টিম ইভেন্টে ভারতের প্রতিপক্ষ

মিক্সড টিম ইভেন্টের প্রথম রাউন্ডে ভারত মুখোমুখি হবে শক্তিশালী চাইনিজ তাইপের। জিতলে ভারতকে কোয়ার্টার ফাইনালে নামতে হ কোরিয়ার বিরুদ্ধে।

23 Jul 2021, 12:48:19 PM IST

ভারতের মেনস টিম ব়্যাঙ্কিং

প্রবীণ (৬৫৬), অতনু (৬৫৩) ও তরুণদীপের (৬৫২) মিনিট পয়েন্টের (১৯৬১) নিরিখে ভারত মেনস টিম ইভেন্টে ১২ দলের মধ্যে ৯ নম্বর ব়্যাঙ্ক করে। কেবলমাত্র গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া ও ফ্রান্স রয়েছে ভারতের পিছনে।

23 Jul 2021, 12:05:50 PM IST

ভারতের মিক্সড টিম ব়্যাঙ্কিং 

দীপিকা কুমারি (৬৬৩) ও প্রবীণ যাদবের (৬৫৫) মিলিত পয়েন্ট দাঁড়ায় ১৩১৯। তাঁরা ২৯টি দলের মধ্যে মিক্সড টিম ইভেন্টে ৯ নম্বরে জায়গা করে নেয়। সুতরাং দীপিকার সঙ্গে প্রবীণের জুটি বাঁধাই স্বাভাবিক। যদিও ওয়ার্ল্ড আর্চারির নিয়মের জন্য অতনু-দীপিকার স্বামী-স্ত্রী জুটিকে দেখা যেতে পারে মিক্সড টিম ইভেন্টে। কেননা এক্ষেত্রে ন'নম্বর ব়্যাঙ্কিং বদলাবে না। তবে দীপিকার সঙ্গী কে হবেন, তা ঘোষণা করা হতে পারে শ্রীঘ্রই।

23 Jul 2021, 11:40:01 AM IST

এক নম্বরে কিম

৬৮৮ পয়েন্ট সংগ্রহ করে ব়্যঙ্কিং রাউন্ডে এক নম্বরে শেষ করেন দক্ষিণ কোরিয়ার জে ডিয়ক কিম।

23 Jul 2021, 11:34:58 AM IST

টেক্কা দিলেন রুমান

বাংলাদেশের রুমান ব়্যাঙ্কিং রাউন্ডে টেক্কা দিলেন তিন ভারতীয় তারকাকে। তিনি ব়্যাঙ্কিং রাউন্ড শেষ করেন ৬৬২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে থেকে। এটি তাঁর মরশুমের সেরা ফল।

23 Jul 2021, 11:33:48 AM IST

৩৭ নম্বরে তরুণদীপ

দ্বীদশ সেটে তরুণদীপের সংগ্রহ ৫৫ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০ (x), ১০(x), ১০, ৯, ৯, ৭ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৬৫২ পয়েন্ট। তরুণদীপ শেষ করেন ৩৭ নম্বরে।

23 Jul 2021, 11:32:02 AM IST

৩১ নম্বরে প্রবীণ

শেষ সেটে প্রবীণের সংগ্রহ ৫৪ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০, ৯, ৯, ৯, ৯, ৮ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৬৫৬ পয়েন্ট। প্রবীণ ব়্যাঙ্কিং রাউন্ড শেষ করেন ৩১ নম্বরে।

23 Jul 2021, 11:30:35 AM IST

৩৫ নম্বরে অতনু

দ্বাদশ সেটে অতনুর সংগ্রহ ৫৩ পয়েন্ট। ৬টি তির থেকে তিনি সংগ্রহ করেন যথাক্রমে ১০(x), ৯, ৯, ৯, ৮, ৮ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৬৫৩ পয়েন্ট। অতনু ব়্যাঙ্কিং রাউন্ড শেষ করেন ৩৫ নম্বরে থেকে।

23 Jul 2021, 11:28:57 AM IST

ব়্যাঙ্কিং রাউন্ডে গড়পড়তা ভারতীয়রা

ব়্যাঙ্কিং রাউন্ডে গড়পড়তা ফল করলেন তিন ভারতীয় তারকা। প্রথম ৩০ জনের মধ্যে জায়গা করে নিতে পারলেন না কেউই। প্রবীণ যাদব শেষ করলেন ৩১ নম্বরে। অতনুর ফল আরও হতাশাজনক। তিনি রইলেন ৩৫ নম্বরে। তরুণদীপ জায়গা করে নেন ৩৭ নম্বরে।

23 Jul 2021, 11:21:39 AM IST

একাদশ সেটে তরুণদীপের সংগ্রহ ৫৫ পয়েন্ট

একাদশ সেটে তরুণদীপের সংগ্রহ ৫৫ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০ (x), ১০(x), ১০, ৯, ৯, ৭ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৫৯৭ পয়েন্ট। তরুণদীপ রয়েছেন ৩৮ নম্বরে।

23 Jul 2021, 11:20:17 AM IST

একাদশ সেটে প্রবীণের সংগ্রহ ৫৩ পয়েন্ট

একাদশ সেটে প্রবীণের সংগ্রহ ৫৩ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০, ৯, ৯, ৯, ৮, ৮ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৬০২ পয়েন্ট। প্রবীণ পিছলেন ২৮ নম্বরে।

23 Jul 2021, 11:18:42 AM IST

বিপর্যয় অতনুর

একাদশ সেটে অতনুর সংগ্রহ মাত্র ৫২ পয়েন্ট। এন্ডের শেষ তিরটি থেক তিনি মাত্র ৫ পয়েন্ট সংগ্রহ করেন। ৬টি তির থেকে তিনি সংগ্রহ করেন যথাক্রমে ১০(x), ১০, ৯, ৯, ৯, ৫ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৬০০ পয়েন্ট। অতনু পিছিয়ে গেলেন ৩১ নম্বরে।

23 Jul 2021, 11:11:52 AM IST

দশম সেটে তরুণদীপের সংগ্রহ ৫৪ পয়েন্ট

দশম সেটে তরুণদীপের সংগ্রহ ৫৪ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০,১০, ৯, ৯, ৯, ৭ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৫৪২ পয়েন্ট। তরুণদীপ রয়েছেন ৩৮ নম্বরে।

23 Jul 2021, 11:10:20 AM IST

দশম সেটে প্রবীণের সংগ্রহ ৫৬ পয়েন্ট

দশম সেটে প্রবীণের সংগ্রহ ৫৬ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০, ১০, ৯, ৯, ৯, ৯ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৫৪৯ পয়েন্ট। প্রবীণ উঠে এলেন ২৬ নম্বরে।

23 Jul 2021, 11:09:01 AM IST

দশম সেটে অতনুর সংগ্রহ ৫৬ পয়েন্ট

দশম সেটে অতনুর সংগ্রহ ৫৬ পয়েন্ট। ৬টি তির থেকে তিনি সংগ্রহ করেন যথাক্রমে ১০(x), ১০(x), ৯, ৯, ৯, ৯ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৫৪৮ পয়েন্ট। অতনু রয়েছেন ২৮ নম্বরে।

23 Jul 2021, 11:05:47 AM IST

নবম সেটে তরুণদীপের সংগ্রহ ৫৬ পয়েন্ট

নবম সেটে তরুণদীপের সংগ্রহ ৫৬ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০,১০, ১০, ৯, ৯, ৮ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৪৮৮ পয়েন্ট। তরুণদীপ উঠে আসেন ৩৭ নম্বরে।

23 Jul 2021, 11:04:42 AM IST

এগলেন প্রবীণ

নবম সেটে প্রবীণের সংগ্রহ ৫৫ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০, ৯, ৯, ৯, ৯, ৯ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৪৯৩ পয়েন্ট। প্রবীণ উঠে এলেন ২৭ নম্বরে।

23 Jul 2021, 11:03:06 AM IST

ফের পিছিয়ে গেলেন অতনু

ফের পিছিয়ে গেলেন অতনু। নবম সেটে তাঁর সংগ্রহ ৫২ পয়েন্ট। ৬টি তির থেকে তিনি সংগ্রহ করেন যথাক্রমে ১০, ১০, ৮, ৮, ৮, ৮ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৪৯২ পয়েন্ট। অতনু পিছিয়ে গেলেন ৩০ নম্বরে।

23 Jul 2021, 11:00:05 AM IST

অষ্টম সেটে তরুণদীপের সংগ্রহ ৫৫ পয়েন্ট

অষ্টম সেটে তরুণদীপের সংগ্রহ ৫৫ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০,১০, ১০, ৯, ৯, ৭ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৪৩২ পয়েন্ট। তরুণদীপ রয়েছেন ৪১ নম্বরে।

23 Jul 2021, 10:58:52 AM IST

অষ্টম সেটে প্রবীণের সংগ্রহ ৫৪ পয়েন্ট

অষ্টম সেটে প্রবীণের সংগ্রহ ৫৪ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০(x), ১০, ৯, ৯, ৮, ৮ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৪৩৮ পয়েন্ট। প্রবীণ পিছিয়ে গেলেন ৩০ নম্বরে।

23 Jul 2021, 10:57:03 AM IST

প্রবীণকে টপকালেন অতনু

অষ্টম সেটে অতনুর সংগ্রহ ৫৬ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০, ১০, ১০, ৯, ৯, ৮ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৪৪০ পয়েন্ট। অতনু উঠে এলেন ২৬ নম্বরে।

23 Jul 2021, 10:51:31 AM IST

সপ্তম সেটে প্রবীণের সংগ্রহ ৫৫ পয়েন্ট

সপ্তম সেটে প্রবীণের সংগ্রহ ৫৫ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০, ১০, ১০, ৯, ৮, ৮ পয়েন্ট। তাঁরও সংগ্রহ সাকুল্যে ৩৮৪ পয়েন্ট। প্রবীণ উঠে আসেন ২৭ নম্বরে।

23 Jul 2021, 10:49:49 AM IST

সপ্তম সেটে তরুণদীপের সংগ্রহ ৫৪ পয়েন্ট

সপ্তম সেটে তরুণদীপের সংগ্রহ ৫৪ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০,১০, ৯, ৯, ৮, ৮ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৩৭৭ পয়েন্ট। তরুণদীপ রয়েছেন ৪৫ নম্বরে।

23 Jul 2021, 10:47:26 AM IST

সপ্তম সেটে অতনুর সংগ্রহ ৫৫ পয়েন্ট

সপ্তম সেটে অতনুর সংগ্রহ ৫৫ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০, ১০, ৯, ৯, ৯, ৮ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৩৮৪ পয়েন্ট। অতনু উঠে এলেন ২৮ নম্বরে।

23 Jul 2021, 10:25:54 AM IST

রুমান রয়েছেন ৮ নম্বরে

বাংলাদেশের রুমান ষষ্ঠ এন্ডের পর ৩৩৭ পয়েন্ট সংগ্রহ করে আট নম্বরে অবস্থান করছেন।

23 Jul 2021, 10:22:52 AM IST

ষষ্ঠ সেটে প্রবীণের সংগ্রহ ৫৪ পয়েন্ট

ষষ্ঠ সেটে প্রবীণের সংগ্রহ ৫৪ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ৯, ৯, ৯, ৯, ৯, ৯ পয়েন্ট। তাঁরও সংগ্রহ সাকুল্যে ৩২৯ পয়েন্ট। প্রবীণ রয়েছেন ৩০ নম্বরে।

23 Jul 2021, 10:21:24 AM IST

ষষ্ঠ সেটে তরুণদীপের সংগ্রহ ৫২ পয়েন্ট

ষষ্ঠ সেটে তরুণদীপের সংগ্রহ ৫২ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০, ৯, ৯, ৯, ৮, ৭ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৩২৩ পয়েন্ট। তরুণদীপ রয়েছেন ৪৫ নম্বরে।

23 Jul 2021, 10:19:57 AM IST

ষষ্ঠ সেটে অতনুর সংগ্রহ ৫৪ পয়েন্ট

ষষ্ঠ সেটে অতনুর সংগ্রহ ৫৪ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০, ১০, ১০, ৮, ৮, ৮ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ৩২৯ পয়েন্ট। অতনু রয়েছেন ৩১ নম্বরে।

23 Jul 2021, 10:15:34 AM IST

পঞ্চম সেটে তরুণদীপের সংগ্রহ ৫৭ পয়েন্ট

পঞ্চম সেটে তরুণদীপের সংগ্রহ ৫৭ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০, ১০, ১০, ৯, ৯, ৯ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ২৭১ পয়েন্ট। তরুণদীপ রয়েছেন ৩৯ নম্বরে।

23 Jul 2021, 10:14:30 AM IST

অতনুকে টপকালেন প্রবীণ

পঞ্চম সেটে প্রবীণের সংগ্রহ ৫৬ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০ (x), ১০, ১০, ৯, ৯, ৮ পয়েন্ট। তাঁরও সংগ্রহ সাকুল্যে ২৭৫ পয়েন্ট। অতনুকে টপকে প্রবীণ উঠে আসেন ২৫ নম্বরে।

23 Jul 2021, 10:13:15 AM IST

পঞ্চম সেটে অতনুর সংগ্রহ ৫৫ পয়েন্ট

পঞ্চম সেটে অতনুর সংগ্রহ ৫৫ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০, ১০, ৯, ৯, ৯, ৮ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ২৭৫ পয়েন্ট। অতনু রয়েছেন ২৯ নম্বরে।

23 Jul 2021, 10:07:41 AM IST

চতুর্থ সেটে প্রবীণের সংগ্রহ ৫৬ পয়েন্ট

চতুর্থ সেটে প্রবীণের সংগ্রহ ৫৬ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০ (x), ১০, ১০, ৯, ৯, ৮ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ২১৯ পয়েন্ট। প্রবীণ উঠে আসেন ৩০ নম্বরে।

23 Jul 2021, 10:06:22 AM IST

চতুর্থ সেটে তরুণদীপের সংগ্রহ ৫৩ পয়েন্ট

চতুর্থ সেটে তরুণদীপের সংগ্রহ ৫৩ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০, ৯, ৯, ৯, ৮, ৮ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ২১৪ পয়েন্ট। তরুণদীপ রয়েছেন ৪৮ নম্বরে।

23 Jul 2021, 10:04:58 AM IST

চতুর্থ সেটে অতনুর সংগ্রহ ৫২ পয়েন্ট

চতুর্থ সেটে অতনুর সংগ্রহ ৫২ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ৯, ৯, ৯, ৯, ৮, ৮ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ২২০ পয়েন্ট। অতনু পিছলে গিয়েছেন ২৯ নম্বরে।

23 Jul 2021, 09:59:52 AM IST

তৃতীয় সেটে প্রবীণের সংগ্রহ ৫৪ পয়েন্ট

তৃতীয় সেটে প্রবীণের সংগ্রহ ৫৪ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০ (x), ১০(x), ১০, ৯, ৮, ৭ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ১৬৩ পয়েন্ট। প্রবীণ রয়েছেন ৩৫ নম্বরে।

23 Jul 2021, 09:58:21 AM IST

তৃতীয় সেটে তরুণদীপের সংগ্রহ ৫২ পয়েন্ট

তৃতীয় সেটে তরুণদীপের সংগ্রহ ৫২ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০, ৯, ৯, ৮, ৮, ৮ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ১৬১ পয়েন্ট। তরুণদীপ রয়েছেন ৪৫ নম্বরে।

23 Jul 2021, 09:56:17 AM IST

তৃতীয় সেটে অতনুর সংগ্রহ ৫৬ পয়েন্ট

তৃতীয় সেটে অতনুর সংগ্রহ ৫৬ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০ (x), ১০, ৯, ৯, ৯, ৯ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ১৬৮ পয়েন্ট। অতনু রয়েছেন ১১ নম্বরে।

23 Jul 2021, 09:54:46 AM IST

বাংলাদেশের রুমান অংশ নিয়েছেন ব়্যাঙ্কিং রাউন্ডে

বাংলাদেশের মহম্মমদ রুমান শানা অংশ নিয়েছেন ছেলেদের ব্যক্তিগত বিভাগের ব়্যাঙ্কিং রাউন্ডে। ২টি এন্ডের পর তাঁর সংগ্রহ ১১০ পয়েন্ট। তিনি রয়েছেন ২৮ নম্বরে।

23 Jul 2021, 09:52:29 AM IST

দ্বিতীয় সেটে প্রবীণের সংগ্রহ ৫৫ পয়েন্ট

দ্বিতীয় সেটে প্রবীণের সংগ্রহ ৫৫ পয়েন্ট। ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০, ৯, ৯, ৯, ৯, ৯ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ১০৯ পয়েন্ট। প্রবীণ রয়েছেন ৩৮ নম্বরে।

23 Jul 2021, 09:50:54 AM IST

দ্বিতীয় সেটে তরুণদীপের সংগ্রহ ৫৪ পয়েন্ট

দ্বিতীয় সেটে তরুণদীপের সংগ্রহ ৫৪ পয়েন্ট। তিনি ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০(x), ১০, ১০, ৯, ৮, ৭ পয়েন্ট। তাঁর সংগ্রহ সাকুল্যে ১০৯ পয়েন্ট। তরুণদীপ রয়েছেন ৩৪ নম্বর

23 Jul 2021, 09:49:36 AM IST

দ্বিতীয় সেটে অতনুর সংগ্রহ ৫৪

দ্বিতীয় এন্ডের ৬টি তির থেকে অতনু সংগ্রহ করলেন ৫৪ পয়েন্ট। তাঁর স্কোর ১০, ৯, ৯, ৯, ৯, ৮ পয়েন্ট। সাকুল্যে তাঁর সংগ্রহ ১১২ পয়েন্ট। তিনি রয়েছেন ১৪ নম্বরে।

23 Jul 2021, 09:47:57 AM IST

প্রথম সেটে প্রবীণের সংগ্রহ ৫৪ পয়েন্ট

প্রথম সেটে প্রবীণের সংগ্রহ ৫৪ পয়েন্ট। তিনি ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০, ১০, ৯, ৯, ৮, ৮ পয়েন্ট।

23 Jul 2021, 09:47:09 AM IST

প্রথম সেটে তরুণদীপের সংগ্রহ ৫৫ পয়েন্ট

প্রথম সেটে তরুণদীপের সংগ্রহ ৫৫ পয়েন্ট। তিনি ৬টি তির থেকে সংগ্রহ করেন ১০(x), ৯, ৯, ৯, ৯, ৯ পয়েন্ট।

23 Jul 2021, 09:45:08 AM IST

প্রথম সেটে অতনুর স্কোর ৫৮

প্রথম এন্ডের ৬টি তির থেকে অতনু সংগ্রহ করলেন ৫৮ পয়েন্ট। তিনি স্কোর করেন যথাক্রমে ১০ (x), ১০, ১০, ১০, ৯, ৯। অতনু রয়েছেন পাঁচে।

23 Jul 2021, 09:31:52 AM IST

ছেলেদের ব্যক্তিগত ব়্যাঙ্কিং রাউন্ড শুরু

য়ুমেনোশিমা ব়্যাঙ্কিং ফিল্ডে তিরন্দাজির ছেলেদের ব্যক্তিগত ব়্যাঙ্কিং রাউন্ড শুরু। রয়েছেন ভারতের তিন তারকা অতনু দাস, তরুণদীপ রাই ও প্রবীণ যাদব।

23 Jul 2021, 09:10:38 AM IST

দীপিকার প্রতিপক্ষ

ব্যক্তিগত ইভেন্টের প্রথম রাউন্ডে দীপিকা কুমারি খেলতে নামবেন ভুটানের কর্মার বিরুদ্ধে। কর্মা ব়্যাঙ্কিং রাউন্ডে ৬১৬ পয়েন্ট সংগ্রহ করে ৫৬ নম্বরে শেষ করেন। এটি কোনও ইভেন্টের ব়্যাঙ্কিং রাউন্ডে তাঁর ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স। অঘটন না ঘটলে ব়্যাঙ্কিং রাউন্ডে অলিম্পিক রেকর্ড গড়া সান আনের সঙ্গে কোয়ার্টার ফাইনালে দেখা হবে দীপিকা কুমারির। 

23 Jul 2021, 08:08:33 AM IST

ভারতের পরের ইভেন্ট

ছেলেদের ব্যক্তিগত ব়্যাঙ্কিং রাউন্ডে নামবেন অতনু দাস, তরুণদীপ রাই ও প্রবীণ যাদব। ইভেন্ট শুরু হবে ভারতীয় সময় সকাল ৯টা ৩টি মিনিটে।

23 Jul 2021, 07:40:49 AM IST

ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স দিয়ার

বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৬৩৫ পয়েন্ট নিয়ে ব়্যাঙ্কিং রাউন্ডে ৩৬ নম্বরে শেষ করেন। এটি তাঁর ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স।

23 Jul 2021, 07:35:03 AM IST

ব়্যাঙ্কিং রাউন্ডে অলিম্পিক রেকর্ড সান আনের

দক্ষিণ কোরিয়ার সান আন মেয়েদের ব্যক্তিগত ব়্যাঙ্কিং রাউন্ডে ৬৮০ পয়েন্ট সংগ্রহ করে অলিম্পিক রেকর্ড গড়েন। আগের রেকর্ড ছিল ইউক্রেনের লিনা হেরাসিমেঙ্কোর। তিনি ১৯৯৬ সালে আটালান্টা অলিম্পিকের ব়্যাঙ্কিং রাউন্ডে ৬৭৩ পয়েন্ট সংগ্রহ করেছিলেন। টোকিওয় ব়্যাঙ্কিং রাউন্ডে দ্বিতীয় ও তৃতীয় স্থানের থাকলেন কোরিয়ারই মিনহি জ্যাং ও চায়েইয়ং কাং।

23 Jul 2021, 07:28:13 AM IST

শেষ সেটে দীপিকার সংগ্রহ ৫৪ পয়েন্ট

ব়্যাঙ্কিং রাউন্ডের শেষটা ভালো করতে পারলেন না দীপিকী কুমারি। তিনি শেষ সেটে সংগ্রহ করেন ৫৪ পয়েন্ট। ৬টি তির থেক তাঁর সংগ্রহ যথাক্রমে ১০(x), ১০, ৯ ৯, ৯, ৭। তাঁর সাকুল্যে সংগ্রহ ৬৬৩ পয়েন্ট। দীপিকা ব়্যাঙ্কিং রাউন্ডের ১২টি সেটের পর ৯ নম্বরে জায়গা করে নেন।

23 Jul 2021, 07:18:45 AM IST

একাদশ রাউন্ডে দীপিকার সংগ্রহ ৫৩ পয়েন্ট

একাদশ রাউন্ডে দীপিকার সংগ্রহ ৫৩ পয়েন্ট। তিনি তুলে নিয়েছেন যথাক্রমে ৯, ৯, ৯, ৯, ৯ ও ৮ পয়েন্ট। তাঁর সাকুল্যে সংগ্রহ ৬০৯ পয়েন্ট।  দীপিকা নেমে যান ৭ নম্বরে।

23 Jul 2021, 07:12:17 AM IST

দশম রাউন্ডে দীপিকার সংগ্রহ ৫৮ পয়েন্ট

দশম রাউন্ডে দীপিকার সংগ্রহ যথাক্রমে ১০(x), ১০(x), ১০, ১০, ৯ ও ৯ পয়েন্ট। তিনি ৫৮ পয়েন্ট ঘরে তোলেন। ৬০টি তির ছুঁড়ে তাঁর সাুক্যে সংগ্রহ ৫৫৬ পয়েন্ট। দীপিকা উঠে আসেন ছয় নম্বরে।

23 Jul 2021, 07:03:16 AM IST

উন্নতি করলেন দীপিকা

নবম সেটে দীপিকার সংগ্রহ যথাক্রমে ১০(x), ১০(x), ১০, ১০, ৯ ও ৭ পয়েন্ট। মোট ৫৬ পয়েন্ট ঘরে তোলেন তিনি। সাকুল্যে সংগ্রহ ৪৮৯ পয়েন্ট। দীপিকা উঠে আসেন ৭ নম্বরে।

23 Jul 2021, 06:52:51 AM IST

পিছলে গেলেন দীপিকা

অষ্টম এন্ডে দীপিকার সংগ্রহ ৫৩ পয়েন্ট। ৬টি তির থেকে তিনি সংগ্রহ করেন যথাক্রমে ১০, ৯, ৯, ৯, ৯ ও ৭ পয়েন্ট। তাঁর সাকুল্যে সংগ্রহ ৪৪২ পয়েন্ট। দীপিকা পিছিয়ে যান ৮ নম্বরে।

23 Jul 2021, 06:51:22 AM IST

সপ্তম এন্ডে দীপিকার সংগ্রহ ৫৫ পয়েন্ট

সপ্তম এন্ডে দীপিকার সংগ্রহ যথাক্রমে ১০(x), ১০, ৯, ৯, ৯, ৮ পয়েন্ট। সুতরাং, ৫৫ পয়েন্ট এসেছেন দ্বিতীয়ার্ধের প্রথম সেট থেকে। তাঁর সাকুল্য সংগ্রহ ৩৮৯ পয়েন্ট। দীপিকা রয়েছেন চার নম্বরেই।

23 Jul 2021, 06:31:24 AM IST

দিয়া রয়েছেন ৫৮ নম্বরে

বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৩৬টি তির ছুঁড়ে সংগ্রহ করেছেন ৩০৭ পয়েন্ট। তিনি রয়েছেন ৫৮ নম্বরে। ৬টি এন্ডে তাঁর সংগ্রহ যথাক্রমে ৫১, ৫৩, ৫০, ৪৯, ৫১ ও ৫৩।

23 Jul 2021, 06:25:12 AM IST

ষষ্ঠ এন্ডে দীপিকার সংগ্রহ ৫৭ পয়েন্ট

৬ নম্বর এন্ডে দীপিকা তুলে নিয়েছেন ১০(x), ১০, ১০, ৯, ৯, ৯ পয়েন্ট। তাঁর সাকুল্যে সংগ্রহ ৩৩৪ পয়েন্ট। তিনি উঠে আসেন চার নম্বরে। প্রথমার্ধের ৩৬টি তির ছুঁড়ে ফেলেছেন দীপিকা। তিনি দশ পয়েন্ট সংগ্রহ করেছেন মোট ১৭টি তির থেকে। x মেরেছেন ৭টি।

23 Jul 2021, 06:16:40 AM IST

দুরন্ত কামব্যাক দীপিকার

পঞ্চম এন্ডে দীপিকার সংগ্রহ ৫৯ পয়েন্ট। তিনি তুলে নিয়েছেন যথাক্রমে ১০(x), ১০, ১০, ১০, ১০, ৯ পয়েন্ট। সকুল্যে সংগ্রহ ২৭৭। তিনি ফিরে এলেন ১০ নম্বরে। এক নম্বরে থাকা কোরিয়ার তারকার থেকে ব্যবধান মাত্র ১০ পয়েন্টের।

23 Jul 2021, 06:14:44 AM IST

শীর্ষ রয়েছেন কোরিয়ান সান আন

৪ সেটের শেষে দক্ষিণ কোরিয়ার আন সান ২৩০ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন। তিনি সংগ্রহ করেছেন যথাক্রমে ৫৮, ৫৮, ৫৮ ও ৫৬ পয়েন্ট।

23 Jul 2021, 06:12:02 AM IST

বাংলাদেশের প্রতিনিধি দিয়া

বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৪ সেটের যথাক্রমে ৫১, ৫৩, ৫০ ও ৪৯ পয়েন্ট সংগ্রহ করেছেন। তিনি রয়েছেন ৬০ নম্বরে।

23 Jul 2021, 06:09:24 AM IST

ছন্দ পতন দীপিকার

চতুর্থ এন্ডে দীপিকার সংগ্রহ যথাক্রমে ১০(x), ১০(x), ৮, ৮, ৮, ৭। তিনি সংগ্রহ করেন ৫১ পয়েন্ট। সাকুল্যে স্কোর ২১৮। তিনি পিছিয়ে গেলেন ১৪ নম্বরে।

23 Jul 2021, 06:08:02 AM IST

ব়্যাঙ্কিং রাউন্ডের নিয়ম

প্রত্যেক প্রতিযোগী ৬টি করে তিরের মোট ৭২টি সেট বা এন্ডে অংশ নেবেন। ৭০ মিটার দূর থেকে ছুঁড়তে হবে তির। একটি সেটে ৬টি তির ছোঁড়ার জন্য সময় পাওয়া যাবে ২ মিনিট। একটি তির ছুঁড়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট সংগ্রহ করা যাবে। টাই হলে কোন প্রতিযোগী কতগুলি বেশি X মেরেছেন, তা দিয়েই বিচার করা হবে ব়্যাঙ্ক।

23 Jul 2021, 06:02:03 AM IST

দ্বিতীয় সেটে দীপিকার সংগ্রহ ৫৬

তৃতীয় এন্ডে দীপিকার সংগ্রহ ১০(x), ১০(x), ৯, ৯, ৯, ৯। এই সেট থেকে ৫৬ পয়েন্ট সংগ্রহ করেছেন তিনি। তিন এন্ডের পর ভারতীয় তারকার খাতায় রয়েছে ১৬৭ পয়েন্ট। দীপিকা রয়েছেন ১০ নম্বরে।

23 Jul 2021, 05:54:22 AM IST

দ্বিতীয় সেটে দীপিকার সংগ্রহ ৫৫

দ্বিতীয় এন্ডে দীপিকার সংগ্রহ ১০, ১০, ৯, ৯, ৯, ৮। সুতরাং ৫৫ পয়েন্ট সংগ্রহ করেছেন তিনি। তাঁর স্কোর সাকুল্যে ১১১।

23 Jul 2021, 05:52:02 AM IST

প্রথম সেটের পর দীপিকার স্কোর ৫৬

প্রথম সেটের (এন্ড) ৬টি তির ছোঁড়ার পর দীপিকার সংগ্রহ ৫৬ পয়েন্ট। তাঁর সংগৃহীত পয়েন্ট যথাক্রমে ১০ (x), ১০, ১০, ৯, ৯, ৮।

23 Jul 2021, 05:44:38 AM IST

চলছে রোয়িং

তিরন্দাজির আগেই শুরু হয়ে গিয়েছে রোয়িং। যদিও মেনবস সিঙ্গলস স্কালসের হিটে ভারতের কোনও প্রতিযোগী নেই। নরওয়ের জেটিল বোর্চ সি ফরেস্ট ওয়াটারওয়েতে টোকিও অলিম্পিক্সের প্রথম ফিনিশিং লাইন পার করেন।

23 Jul 2021, 05:32:27 AM IST

ভারতের সূচি

তিরন্দাজির ব্যক্তিগত ব়্যাঙ্কিং রাউন্ডে নামছেন দীপিকা কুমারি। ছেলেদের ব্যক্তিগত ব়্যাঙ্কিং রাউন্ডে নামছেন অতনু দাস, তরুণদীপ রাই ও প্রবীণ যাদব।

23 Jul 2021, 05:28:58 AM IST

অলিম্পিকের লড়াই শুরু

প্রতীক্ষার অবসান। করোনা মহমারির জন্য ২০২০-র অলিম্পিক পিছিয়ে শুরু ২০২১-এ। উদ্বোধনী অনুষ্ঠান ভারতীয় সময় অনুযায়ী বিকাল ৪টে ৩০ মিনিটে শুরু হবে। তবে তার আগেই রোয়িং ও তিরন্দাজি দিয়ে প্রথম দিনের স্পোর্টিং ইভেন্টে শুরু হয়ে যাচ্ছে। যদিও আগেই শুরু হয়ে গিয়েছে ফুটবল, বেসবল, সফট বল ইভেন্ট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.