শুভব্রত মুখার্জি: টোকিও অলিম্পিক্স পারফরম্যান্সের ভিত্তিতে ভারতের সর্বকালের সেরা অলিম্পিক্স হতে চলেছে, এমনই আশা করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। অনেকেই আশা করছেন ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ভারতের ৬ টি পদকের পারফরম্যান্সকে পিছনে ফেলবেন মেরি কমরা। আকর্ষনের কেন্দ্রবিন্দুতে রয়েছে অবশ্যই কুস্তি। সেই কুস্তিতে পদক জয়ের অন্যতম সেরা বাজি মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক। যিনি আবার প্রাক্তন অলিম্পিক্স পদকজয়ী। তাঁর মতে, এবার ভারত সবথেকে শক্তিশালী কুস্তির দল নিয়ে টোকিওতে পা রেখেছে। তাঁর মতে কুস্তি থেকে এবার কমপক্ষে ভারতের ঘরে ৪ টি পদক আসবেই।
২০১৬ সালে রিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কুস্তিতে পদক জিতেছিলেন সাক্ষী। তবে কুস্তিতে ভারতীয় ক্রীড়াবিদদের ভাগ্যে এখনও আসেনি স্বর্ণপদক। তবে সাক্ষীর মতে সেই চিত্রটা এবার বদলে যাবে। এবার ৭ জন কুস্তিগীর ভারতের হয়ে বিভিন্ন ওজন বিভাগে অংশ নেবেন। সাক্ষীর সবথেকে বড় আশা বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা ভিনেশ ফোগাট, দুই নম্বরে থাকা বজরং পুনিয়া এবং রবি কুমার দাহিয়ার উপর।
এক সাক্ষাৎকারে তিনি জানান, ' আমাদের এটা সবথেকে শক্তিশালী কুস্তির দল। আমি আশা করছি অন্ততপক্ষে আমরা চারটি মেডেল পাব। আমি নিশ্চিত ভিনেশ,রবি, বজরং,অনশু মালিক আমাদের হয়ে মেডেল আনবেই। আমাদের বাকি তিন জুনিয়রও যদি ভাল পারফরমেন্স করে তবে আরও বেশি মেডেল কুস্তি থেকে আমরা দেশকে উপহার দিতে পারি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।