শুভব্রত মুখার্জি: আপনি যত বড় খেলোয়াড় হয়ে যান না কেন আপনার আচার-আচরণ বা ব্যবহারে যদি দেশের সম্মানহানির কোন জায়গা যদি তৈরি হয় তাহলে তা যে কোন ভাবেই বরদাস্ত করা হবে না, সেই কথাটাই যেন টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে বুঝিয়ে দেওয়া হল তারকা টিটি খেলোয়াড় মনিকা বাত্রাকে। টোকিওতে মনিকার ব্যক্তিগত কোচকে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জাপানে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলেও। গেমস চলাকালীন তাকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। একমাত্র অনুশীলনের সময় তিনি মনিকার সাথে থাকার অনুমতি পান। আর এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে মনিকা ভারতের জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের কোচিং টিপস নিতে অস্বীকার করেন। ফলে মনিকার সিঙ্গেলস ম্যাচ চলাকালীন তার কোচের চেয়ারটি বারবার ফাঁকা থাকা অবস্থায় ধরা পড়েছে ক্যামেরাতে। এই ঘটনার কারণ দর্শাতে এবার টিটিএফআইয়ের তরফে মনিকাকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
(টোকিয়ো অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)
জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের প্রশিক্ষণ না নেওয়ার মনিকার এই সিদ্ধান্তকে যে মোটেও ভাল ভাবে নিচ্ছে না ফেডারেশন সেই ইঙ্গিত তারা আগেই দিয়েছিল। মনিকা গেমস থেকে দেশে ফেরার পরেই তাই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকের আয়োজন করা হয়েছিল। আজ মিলিত হয়েছিল ফেডারেশনের কর্তারা। সেই বৈঠকেই স্টার প্যাডলারকে শোকজ চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ভার্চুয়াল এই মিটিংয়ে সভাপতিত্ব করেন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট রাজীব বোদাস। কিছুক্ষণের জন্য ছিলেন হরিয়ানার উপ মুখ্যমন্ত্রী, ফেডারেশনের প্রেসিডেন্ট দুস্মন্ত চৌটালা। ফেডারেশন সেক্রেটারি অরুণ ব্যানার্জি জানান ' টোকিওতে যা ঘটেছে তা বিশৃঙ্খলার সামিল। যখন টোকিওর জন্য মনিকা রওনা দিয়েছিল তখনই ও জানত ও ব্যক্তিগত কোচ সন্ময়ের অ্যাক্রিডিটেশন কার্ড শুধুমাত্র অনুশীলন এরিয়ার জন্য। টোকিও পৌছে মনিকা আমাদের অনুরোধ করে তার কোচের কার্ডের উন্নতি ঘটাতে যাতে সে খেলার সময় উপস্থিত থাকতে পারেন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও স্থানীয় আয়োজকরা তা মানতে চায়নি আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের নিয়ম দেখিয়ে। সবটা জানার পরেও মনিকা বাত্রার এই আচরণ একবারেই গ্রহনযোগ্য নয়।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।