প্যারিস অলিম্পিক্সে আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন তুরস্কের শ্যুটার ইউসুফ ডিকেচ। এই শ্যুটার এবার পঞ্চম অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিলেন। এর আগে কখনই পদক না জিতলেও এবারে প্যারিসে নজর কেড়েছেন তিনি। মিক্সড ইভেন্টে তিনি রৌপ্য পদক পান, একটুর জন্য হাতছাড়া হয় স্বর্ণপদক। তুরস্কের সেনায় কর্তব্যরত দীর্ঘদিন। শ্যুটিং ছিল প্রথমে নেশা, এরপর তা আকার নেয় পেশার। এরই মধ্যে প্যারিস অলিম্পিক্সে এসে অন্যান্য দেশের তারকা প্রতিযোগিদের ছিটকে দিয়ে শিরোনামে উঠে এসেছেন তিনি। সাদা মাটা পোষাকে কোনও নামি দামি যন্ত্র ছাড়াই দেশকে পদক জেতান তুরস্কের এই হিটম্যান, এবার নিজের অভিজ্ঞতা সম্পর্কেই জানালেন তিনি।
আরও পড়ুন-শুধু টাকা নয়, লাল বলে খেলার আগ্রহই নেই কারোর! টেস্ট না খেলার কারণ জানালেন রাসেল…
প্যারিস অলিম্পিক্সে তাঁর ইভেন্ট হওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সকলেই তাঁর স্টাইল স্টেটমেন্ট এবং স্কিল দেখে মুগ্ধ। বাকিরা যখন সকলে নিজেদের ইভেন্টের আলাদা পোষাক, চোখে দামি লেনস, কানে আওয়াজ আটকানোর যন্ত্র পড়ে শ্যুটিং করছিলেন তখন এক হাত পকেটে ঢুকিয়ে পরপর শট নিচ্ছিলেন আর পয়েন্ট তুলে নিচ্ছিলেন ইউসুফ, যা দেখে তাঁকে কেউ সাম্প্রতিক সময়ের হিটম্যান বলছেন, তো আবার কেউ আখ্যা দিচ্ছেন হিরোর, এরই মধ্যে মুখ খুললেন তুরস্কের এই তারকা।
আরও পড়ুন-গৌতি যুগে হার্দিকের অবস্থা দেখে শিক্ষা! সুর নরম করে ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত 'জেদি' ইশানের…
তুরস্কের ‘হিটম্যান’, ইউসুফ বলছেন, ‘আমি কখনও ভাবতেও পারিনি যে এমন আলোড়ন তৈরি হবে। আমরা শুধুই নিজেদের সুবিধা অনুযায়ী পজিশন নিয়ে শট মারছিলাম। প্রত্যেক শ্যুটারের নিজের একটা আলাদা স্ট্যান্স থাকে, আমারও ছিল। আমার স্ট্যান্সের ক্ষেত্রে আমার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় পজিশন নিয়েছিলাম, তবে বাইরে থেকে যতটা শান্ত মনে হচ্ছিল, মোটেই তেমন ছিল না। ভিতরে ঝড় বয়ে যাচ্ছিল। অনেকে ভাবে অলিম্পিক্সে পদক পাওয়া হয়ত সহজ ছিল, কিন্তু সেরকম একদমই নয়। ২৪ বছরের কঠোর পরিশ্রম রয়েছে এর পিছনে। এখনও সপ্তাহে ৬দিন, ৪-৫ ঘন্টা অনুশীলন করি, তবে সোনা জিতলে আরও ভালো হত’।
আরও পড়ুন-আপাতত শাস্তির হাত থেকে বাঁচলেন শাহিন! শৃঙ্খলাভঙ্গ করেও পার পেয়ে গেলেন এযাত্রায়…
৫১ বছর বয়সী উইসুফ নিজের জয়ের জন্য কৃতিত্ব দিয়েছেন মেয়েকেও। তাঁর কথায়, ‘আমার জীবনে সব থেকে দামি সম্পদ, বাঁচার উৎস হল আমার ৯ বছরের মেয়ে বাসাক। ওর সঙ্গে ম্যাচের আগের দিন কথা বলা আমায় অনেকটা উদ্বুদ্ধ করেছিল। সাধারণত খেলায় মনযোগ করতে আমি ফোন ধরিনা, কিন্তু ওর সঙ্গে কথা বলাটা আমার কাছে স্পেশাল ছিল’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।