বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris Olympics- ক্যাসের রায়ের জের! পদক ফেরাতে হবে মার্কিন জিমনাস্টকে! ব্রোঞ্জ পাচ্ছেন অ্যানা…

Paris Olympics- ক্যাসের রায়ের জের! পদক ফেরাতে হবে মার্কিন জিমনাস্টকে! ব্রোঞ্জ পাচ্ছেন অ্যানা…

মার্কিন যুক্তরাষ্ট্রের জিমনাস্টিকস দল। ছবি- এএফপি (AFP)

আদালতের নির্দেশের জেরে এবার পদক হাতছাড়া হতে চলেছে মার্কিন জিমনাস্ট জর্ডন চিলসের। ব্রোঞ্জ পদক পেতে চলেছেন রোমানিয়ার অ্যানা বারবোসু। রোমানিয়ার অ্যানা এবং তাঁর দল বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে সিএএসের কাছে অভিযোগ জানিয়েছিল বিষয়টি। এরপরই মামলা শুরু হয়। সেখানেই জর্ডন চিলসের পাওয়া পয়েন্টকে অবৈধ ঘোষণা করা হল।

পদক জিতেও হাতছাড়া হল মার্কিন যুক্তরাষ্ট্রের জিমনাস্ট জর্ডন চিলসের। মহিলাদের আর্টিসটিক জিমনাস্টিক্সে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন মার্কিন জিমনাস্ট জর্ডন। এই একই বিভাগে পদক জেতেন আরেক মার্কিন তারকা সিমোনে বাইলস। কিন্তু পরে দেখা যায়, ভুল পদ্ধতিতে অর্থাৎ অবৈধভাবে জাজদের কাছে রিভিউ নিয়ে পয়েন্ট বাড়িয়েছেন জর্ডন। এরপরই বিষয়টি যায় কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস বা ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালতে।

 

সেই আদালতের নির্দেশের জেরেই এবার পদক হাতছাড়া হতে চলেছে মার্কিন জিমনাস্টের। ব্রোঞ্জ পদক পেতে চলেছেন রোমানিয়ার অ্যানা বারবোসু। রোমানিয়ার অ্যানা এবং তাঁর দল বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে সিএএসের কাছে অভিযোগ জানিয়েছিল বিষয়টি। এরপরই মামলা শুরু হয়। সেখানেই জর্ডন চিলসের পাওয়া পয়েন্টকে অবৈধ ঘোষণা করা হল। ফলে পদক জিতেও তা হাতে রাখতে পারছেন না জর্ডন। 

আরও পড়ুন-ক্যাসের রায়ের জের! পদক ফেরাতে হবে মার্কিন জিমনাস্টকে! ব্রোঞ্জ পাচ্ছেন অ্যানা…

ঠিক কি ঘটনা ঘটেছিল?

মহিলাদের আর্টিসটিক জিমনাস্টিক্সে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের জিমনাস্ট জর্ডন চিলসকে দেওয়া হয়েছিল ১৩.৬৬৬ পয়েন্ট। এদিকে রোমানিয়ার অ্যানা বারবোসুর পয়েন্ট তখন ছিল ১৩.৭০০, ফলে তাঁর পয়েন্ট বেশি ছিল এক্ষেত্রে। কিন্তু প্রতিযোগীরা জিমনাস্টিক্সে রিভিউয়ের সুযোগ পান, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তা করতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জর্ডনের জন্য আবেদন করা হলে, বিচারকরা এরপর রিভিউ করে তাঁর পয়েন্ট সামান্য বাড়িয়ে দেন। আর তাতেই ব্রোঞ্জ পদক অর্থাৎ তৃতীয় স্থানে উঠে আসেন চিলস। কিন্তুর এরপরই রোমানিয়ার জিমনাস্ট অ্যানা এবং তাঁর দল দাবি করে যে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর জর্ডনের টিম রিভিউ জানিয়েছে, যা অবৈধ। এই মর্মেই ক্যাসের কাছে যায় তাঁরা, আর সেখানে জয়ও পেল রোমানিয়ার জিমনাস্ট বারবোসুই।

আরও পড়ুন-অতি লোভে তাঁতি নষ্ট! সোনা জয়ের সুযোগ হাতছাড়া মার্কিন হাই-জাম্পারের! ডোবালেন দেশকেও…

সিএএসের তরফে ফেডারেশন অফ ইন্টারন্যাশলান জিমনাস্ট অর্থাৎ এফআইজিকে নির্দেশ দেওয়া হয়েছে, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যাতে নতুন ক্রমতালিকা প্রকাশ করা হয় এবং সেই অনুযায়ী যাতে পদক দেওয়া হয়। সেক্ষেত্রে রোমানিয়ার অ্যানা যে পদক পাবেন সেই বিষয়টি নিশ্চিত হয়ে যায়। ক্যাস তাঁর নির্দেশে জানায়, পূর্বনির্ধারিত যে স্কোর চিলস পেয়েছিলেন অর্থাৎ ১৩.৬৬৬ সেটিকেই গণ্য করা হবে। রিভিউয়ের পরে বেড়ে যাওয়ার স্কোর এক্ষেত্রে সময়ের পর আবেদন জানানোয় তা অবৈধ এবং সেই পয়েন্টকে অগ্রাহ্য করারই নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সুযোগ পেলে নিশ্চয়ই সেরাটা দেব! ভারতীয় দলে অনিয়মিত হওয়া নিয়ে মুখ খুললেন সঞ্জু স্যামসন…

মার্কিন অলিম্পিক্স সংস্থার তরফে দাবি করা হয়েছে, জর্ডন চিলসের জিমনাস্ট কোচিং দল একান্তই স্বচ্ছতার জন্য রিভিউ জানিয়েছিল। ব্রোঞ্জ জয়ের পর থেকে যেভাবে জর্ডনকে কটুক্তির শিকার হতে হচ্ছে তাঁরও সমালোচনা করেছে মার্কিন অলিম্পিক্স সংস্থা। এদিকে জর্ডনের কোচিং স্টাফরা দাবি করেছেন, তিনি পঞ্চম স্থানে শেষ করেছিলেন বলে একবার রিভিউয়ের নিয়ে ভাগ্য বদলানোর চেষ্টা করেছিলেন তাঁরা, কারণ এমনিতেও জর্ডন পদক পেতেন না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধনু,মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ কারা লাকি? রইল ১৮ সেপ্টেম্বরের রাশিফল সিংহ,কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? ১৮ সেপ্টেম্বরের রাশিফল রইল ভরা পূর্ণিমায় ২০২৪ সালের শেষ চন্দ্রগ্রহণ! ১৮ সেপ্টেম্বর গ্রহণ শুরুর সময় কখন? মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? দেখে নিন ১৮ সেপ্টেম্বরের রাশিফল চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প ‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, সুজয় প্রসাদকে পালটা জবাব দেবাংশুর ‘বিরোধীরা আমায় অপমান করেন কিন্তু…’ ক্ষমতার ১০০ দিনের কথা মনে করালেন মোদী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.