প্যারিস অলিম্পিক্সে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একের পর এক বিতর্কে নাজেহাল অবস্থা আয়োজক কমিটির। কখনও গেমস ভিলেজে পর্যাপ্ত পরিকাঠামোর অভিযোগ তোলা হয়েছে, তো আবার কখনও খাবারের সমস্যার কথা তুলে ধরেছেন অ্যাথলিটরা। বক্সার ইমানে খেলিফকে নিয়েও বিতর্ক কম হয়নি। এর মধ্যে ভারতীয় হকি দলের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে। প্রশ্ন উঠেছে নিশান্ত দেবের বিরুদ্ধে জাজদের দেওয়া সিদ্ধান্ত নিয়ে। আরও বড় বিতর্ক তো হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানেই, যা নিয়ে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত একহাত নিয়েছিলেন আয়োজকদের। এরই মধ্যে প্যারিস অলিম্পিক্সের পদকের মান নিয়ে প্রশ্ন তুলে দিলেন এক ক্রীড়াবিদ, যার জেরে বেজায় মুখ পুড়ল আয়োজকদের।
আরও পড়ুন-ভারতীয় ক্রিকেট দলে সুখবর! চোট কাটিয়ে আগামী মাসেই বাংলাদেশ সিরিজে ফিরছেন শামি…
মার্কিন যুক্তরাষ্ট্রের স্কেটবোর্ডার নাইজাহ হুস্টন অংশ নিয়েছেন দলগত ইভেন্টে। সেখানে তাঁর দল ব্রোঞ্জ পদক জয় করে। এরপর তিনিও তাঁর প্রাপ্য ব্রোঞ্জ পদক জিতেছিলেন। কিন্তু ২৯ বছর বয়সী এই স্কেটবোর্ডার বিশ্বাসই করতে পারছেন না মাত্র কয়েকদিনে কীভাবে তাঁর পদকের মান নষ্ট হয়েছে, বলা ভালো করুণ পরিণতি হয়েছে, যার ফলে সরাসরি মেডেলের মান নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুন-শহরে এসেই অনুশীলন শুরু দিমির! আনোয়ার ইস্যুতে আজই বৈঠক প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির
মার্কিন যুক্তরাষ্ট্র দলের এই স্কেটবোর্ডার নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটে পদকের ছবি দিয়ে লিখেছেন, ‘এই অলিম্পিক্স মেডেলগুলোকে দেখে যতটা ভালো লাগছে, আসলে ততটাও নয়। কয়েকদিন মাত্র ব্যবহার করেছি, ঘাম লেগেছে আর কয়েকটি বন্ধুর হাতে যাওয়ার পরেই পদকের অবস্থা খারাপ হয়ে গেছে। যতটা উন্নতমানের বলে মনে হয় সকলের, এই পদক মোটেই তেমন ভালো মানের নয়। তাই আমি জানিনা, মনে হয় অলিম্পিক্সের আয়োজকদের একটু পদকের মান বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত ’।
আরও পড়ুন-‘তুমি সত্যি স্পেশাল! সর্বকালের সেরা ভারতীয় ক্রীড়াবিদ!’ নীরজকে নিয়ে বার্তা সিন্ধুর
নাইজাহ আরও বলছেন, ‘এই পদকটাকে দেখে মনে হচ্ছে ও বোধহয় যুদ্ধে গেছিল ’। এরপর বিষয়টি নিয়ে মুখ খুলেছে আয়োজক কমিটির মুখপাত্র। সেখানে বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, ‘পদক নিয়ে যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখছেন তাঁরা। যে সংস্থা এই পদকগুলো তৈরি করেছে, তাঁদের সঙ্গে এই নিয়ে কথা বলছেন তাঁরা। মেডেলগুলো যে কোনও অ্যাথলিটের জীবনেরই সব থেকে বড় প্রাপ্তি, তাই কোনওভাবে যাতে তা নষ্ট না হয়ে যায়, সেদিকে নজর দেওয়া হচ্ছে। যদি কারোর পদক নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে একদম নতুনের মতো পদকের সঙ্গেই তা বদলে দেওয়া হবে ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।