প্যারিস অলিম্পিক্সে ডবলস জয় মার্কিন যুক্তরাষ্ট্রের। মহিলা এবং পুরুষ উভয় বিভাগের ৪*৪০০ মিটার দৌড়ে প্রথম স্থান পেল যুক্তরাষ্ট্র। দুই বিভাগেই সোনা জিতলেন মার্কিন ক্রীড়াবিদরা। স্প্রিন্ট হোক বা হার্ডেল বা রিলে রেস, বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্রের দৌড়বিদরা বেশ ভালো ছন্দ দেখান। এবারও তাঁর অন্যথা হয়নি। স্প্রিন্টে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র নজর কেড়েছিল তেমন ৪*৪০০ মিটার দৌড়েও নজর কাড়ল মার্কিন দল। মহিলাদের দৌড়ে বেশ খানিকটা ব্যবধান রেখেই জয়ী হয় মার্কিন যুক্তরাষ্ট্র দল, যা দেখেই বোঝা যাচ্ছিল নিকটতম প্রতিদ্বন্দীরা তাঁদের তুলনায় বেশ কিছুটাই পিছিয়ে রয়েছে। প্রায় ৪ সেকন্ডের ব্যবধানে প্রথম স্থান অর্জন করে মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা দল, পুরুষ দল অবশ্য রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে সোনার পদক পকেটে পুড়েছে।
মহিলাদের ৪*৪০০ মিটার দৌড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অংশ নিয়েছিলেন শা কারি রিচার্ডসন, মেলিসা জেফারসন, তোয়ানিশা টেরি এবং গ্যাবি থমাশ। ৪*৪০০ মিটার দৌড়াতে তাঁরা সময় নেন ৩.১৫.২৭ মিনিট, এরপর দ্বিতীয় স্থানে শেষ করে নেদারল্যান্ডস। ডাচদের মহিলা দল এই দৌড় শেষ করতে সময় নেয় ৩.১৯.৫০ মিনিট, অর্থাৎ প্রায় চার সেকন্ড বেশি। এদিকে তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক পেল গ্রেট ব্রিটেন। তাঁদের মহিলা দল দৌড় শেষ করে ৩.১৯.৭২ মিনিটে অর্থাৎ সামান্য ব্য়বধানে তাঁরা তৃতীয় হন। অল্পের জন্য রৌপ্য পদক হাতছাড়া হয় তাঁদের, নাহলে দ্বিতীয় হয়েই ছাড়তে পারতেন ট্র্যাক।
মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা দলের পাশাপাশি পুরুষ দলও ৪*৪০০ মিটার দৌড়ে প্রথম স্থান পেল, জিতল সোনা। মার্কিনদের হয়ে এই দৌড়ে অংশ নিয়েছিলেন ক্রিস্টোফার বেইলি, ভেরনন নরউড, ব্রাইস ডেডমন এবং বেঞ্জামিন। এই দৌড় শেষ করতে তাঁরা সময় নেন মাত্র ২.৫৪.৪৩ মিনিট, কয়েক মূহূর্তের জন্য ১৯৯৩ সালের ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে পারেনি মার্কিনরা। এবারের ফাইনালে তাঁদের দৌড় ছাপিয়ে গেছে বেজিং অলিম্পিক্সে ৪*৪০০ মিটার দৌড়ে মার্কিনিদের সেবারের পারফরমেন্সকেও। ২.৫৪.৫৩ মিনিটে দৌড় শেষ করে দ্বিতীয় স্থানে শেষ করে বৎসোয়ানা। ২.৫৫.৮৩ মিনিটে দৌড় শেষ করে পুরুষ বিভাগেও ৪*৪০০ মিটার দৌড়ে তৃৃতীয় হয়ে ব্রোঞ্জ পায় গ্রেট ব্রিটেন।
মহিলাদের পাশাপাশি পুরুষ বিভাগেও ৪*৪০০ মিটার দৌড়ে সোনা জেতায় এবারে নিজেদের পদকের সংখ্যা বাড়িয়ে ফেলল মার্কন যুক্তরাষ্ট্র। সোনা, রুপো, ব্রোঞ্জ মিলিয়ে সবথেকে বেশি পদকের মালিক প্যারিস গেমসে মার্কিন শিবিরই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।