টোকিও এবং ইম্ফলের দূরত্ব এ দিন মুছে দিলেন মীরাবাঈ চানু। অলিম্পিক্সে প্রথম পদক জিতলেন চানু, আর আনন্দে চোখের জলে ভাসল ইম্ফল। সেই মুহূর্তগুলির ছবি এবং ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
#WATCH | Manipur: Family and neighbours of weightlifter Mirabai Chanu burst into celebrations as they watch her win the #Silver medal for India in Women's 49kg category. #OlympicGamespic.twitter.com/F2CjdwpPDc
টোকিও-র পোডিয়ামে যখন মীরাবাঈ-এর গলায় পদক উঠছে, তখন ইম্ফলে যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আর হবে নাই বা কেন, তাদের ঘরের মেয়ে যে পুরো দেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছে। মীরাবাঈ চানুর ইভেন্টের সময়ে হাতজোর করে প্রার্থনা করছিল তাঁর পরিবার। আর চানুর পদক পাওয়ার পর আবেগে ভাসল গোটা ইম্ফল। ছবি: এএনআই
4/10
চানুর সাফল্যে শুধু ইম্ফল নয়, গোটা দেশই উচ্ছ্বাসে ভাসছে। তবে নিজেদের মেয়ের এমন সাফল্যে, ইম্ফলের আনন্দটা দ্বিগুণ হওয়াই তো স্বাভাবিক। ছবি: এএনআই
5/10
চানুর পরিবার. তাঁর আত্মীয়, বন্ধুরা, সবাই তাঁর এই সাফল্যে গর্বিত। এখন থেকেই ঘরের মেয়ের ঘরে ফেরার প্রতীক্ষায় রয়েছে গোটা ইম্ফল। ছবি: রয়টার্স
6/10
জীবনের প্রথম অলিম্পিক্স থেকে চোখের জলে বিদায় নিতে হয়েছিল চানুকে। চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। কোমরের সেই চোটের কারণেই একটা সময়ে কেরিয়ারই শেষ হয়ে যেতে বসেছিল তাঁর। ছবি: রয়টার্স
7/10
সে সময়ে মানসিক ভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন তিনি। এর পরে তাঁকে মনোবিদের সাহায্যও নিতে হয়েছিল। পুরনো কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়লেন চানুর বাবা সাইখম কৃতি। ছবি: এএনআই
8/10
তবে গত পাঁচ বছর ধরে নিজেকে আবার তৈরি করেছেন চানু। যার ফল তিনি শনিবার পেলেন। রিও অলিম্পিক্সের যন্ত্রণা সুদে-আসলে মিটিয়ে নিলেন টোকিও-তে। আর মেয়ের সাফল্য উচ্ছ্বাসে ভাসছেন চানুর মা সাইখম তোম্বি। ছবি: এএনআই
9/10
আনন্দে চোখের জল ধরে রাখতেপারেনি চানুর পরিবার। ছবি: এএনআই
10/10
চানু শুধু ভারতকেই নয়, গর্বিত করেছেন তাঁর রাজ্যকেও। ইম্ফল যে ঘরের মেয়ের সাফল্যে গর্বিত। ছবি: পিটিআই