প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ অবাক করা এক কাণ্ড করে বসলেন ফরাসি অ্যাথলিট অ্যালিস ফিনোট। রেকর্ড তৈরি করে নিজের বয়ফ্রেন্ডকে সকলের সামনে প্রোপোজ করে বসলেন অ্যালিস ফিনোট। ফিনোট সম্প্রতি ৩ হাজার মিটার স্টিপলচেজ ইভেন্টে ইউরোপে রেকর্ড তৈরি করেছেন। তবে নিজের এদিনের রেস শেষ করার পরেই স্ট্যান্ডে নিজের বয়ফ্রেন্ডের কাছে চলে যান অ্যালিস ফিনোট। এবং সেখানে গিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে বসেন তিনি। অ্যালিস ফিনোটের বয়ফ্রেন্ড তাঁর সেই প্রস্তাব ফেরাতে পারেননি। অলিম্পিক্সের মঞ্চে আরও একটি প্রেমের শুরু হয়। সোশ্যাল মিডিয়াতে অ্যালিস ফিনোটের এই প্রেম নিবেদনের ভিডিয়োটি বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন…. পিরিয়ডের তৃতীয় দিন ছিল, কিছুটা দুর্বল ছিলাম- পদক হাতছাড়া হওয়ার পর বললেন মীরাবাঈ চানু
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, অ্যালিস ফিনোট দৌড় শেষ করার পরে প্রথমে কেঁদে ফেলেন। এরপরে তিনি স্ট্যান্ডের দিকে হেঁটে যান। একটি বুক পিন বের করেন এবং হাঁটু মুড়ে বসে পড়ে বয়ফ্রেন্ডকে সেই বুক পিন দিয়ে প্রোপোজ করেন। সেই সময় দর্শকরা এই কাপলের জন্য চিৎকার করতে থাকেন। এরপর অ্যালিস ফিনোট বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরেন এবং সেই পিনটি নিজের বয়ফ্রেন্ডের জামার বুকে লাগিয়ে দেন।
আরও পড়ুন…. Paris Olympics 2024: ৮ ঘণ্টায় প্রায় ৩ কেজি ওজনের বৃদ্ধি! ভিনেশ ফোগাটের ওজন বাড়ার পিছনের আসল গল্পটা কী?
দৌড়ে ফিনোট চতুর্থ হলেও তিনি ৩ হাজার মিটার স্টিপলচেজ ইভেন্টে ইউরোপে রেকর্ড তৈরি করেছেন। অ্যালিস ফিনোটের এই পারফরমেন্স প্রশংসিত হচ্ছে। এই ঘটনার পর ফিনোট বলেন, ‘আমি নিজেকে বলেছিলাম ৯ মিনিটের কম সময়ের মধ্যে আমায় আমার দৌড় শেষ করতেই হবে। কারণ ৯ আমার লাকি নম্বর এবং আমরা ৯ বছর ধরে একসঙ্গে রয়েছি। আমি সেটা করতে পারলেই ওকে বিয়ের প্রস্তাব দেব।’
আরও পড়ুন…. PAK vs BAN Test Series: কাটা হল শাহিন আফ্রিদির ডানা! দল থাকলেও টেস্টের সহ-অধিনায়ক হলেন সউদ শাকিল
তবে এটাই প্রথম নয় এর আগেও চলতি অলিম্পিক্সে এমন ঘটনা দেখা গিয়েছে, যেখানে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ অবাক করা আরও এক দৃশ্য দেখা গিয়েছিল। অলিম্পিক্সের আসরকেই প্রেম নিবেদনের মঞ্চ হিসাবে বেছে নিয়েছেন চিনের ব্যাডমিন্টন খেলোয়াড় লিউ ইউচেন। সোনা জেতার পরে গোটা বিশ্বের সামনে নিজের প্রেমিকাকে প্রেম নিবেদন করে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন লিউ ইউচেন। তিনি তাঁর দেশের ব্যাডমিন্টন তারকা হুয়াং ইয়াকিওংকে বিয়ের প্রস্তাব দেন। সেই সময়ে পুরো ঘটনাটি বড় স্ক্রিনে দেখান হয়েছিল। এই সময়ে হুয়াং ইয়াকিওং আবেগে ভেসে যান এবং তিনি লিউ ইউচেনের বিয়ের প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন। এদিনে একই কাণ্ড করলেন ফরাসি অ্যাথলিট অ্যালিস ফিনোট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।