বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > ভিডিয়ো: ওরা আমায় আত্মহত্যা করতে বলেছিল- কেঁদে ফেললেন নভদীপ সিং! ভুলতে পারছেন না সে কথা

ভিডিয়ো: ওরা আমায় আত্মহত্যা করতে বলেছিল- কেঁদে ফেললেন নভদীপ সিং! ভুলতে পারছেন না সে কথা

কেঁদে ফেললেন নভদীপ সিং (ছবি-এক্স)

Navdeep Singh's Heartbreaking Story: নভদীপ সিং বললেন, ‘আপনি মনে করেন আমাদের সাহস কোথা থেকে আসে? যখন তারা বলে আপনি কিছুই করতে পারবেন না। আত্মহত্যা করলে ভালো হবে। তোমার এটা কেমন জীবন?’ এই কথা বলতে বলতে চোখে জল চলে আসে তাঁর।

Navdeep Singh commit suicide story: নভদীপ সিং, বর্তমানে এই নামটার সঙ্গে প্রত্যেক ভারতীয় পরিচিত। নভদীপ সিংয়ের আর কোনও পরিচয়ের প্রয়োজন নেই। এই ভারতীয় প্যারা জ্যাভলিন নিক্ষেপকারী প্যারালিম্পিক্স ২০২৪-এ স্বর্ণপদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন এবং দেশের জন্য গৌরব এনে দিয়েছেন। নভদীপ সিং বর্তমানে সোশ্যাল মিডিয়ার সেনসেশন।

তবে এই জায়াগায় পৌঁছানোটা তার জন্য খুব একটা সহজ ছিল না। তার বামনতার কারণে লোকেরা তাঁকে নিয়ে অনেক ঠাট্টা করত। তিনি সমাজে বৈষম্যের মুখোমুখিও হয়েছিলেন। কিন্তু নভদীপ সিং এই সব সমস্যার বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিলেন এবং কঠোর পরিশ্রম করে নিজেকে প্রমাণ করেছিলেন। যার ফল গোটা বিশ্ব দেখেছে। ২০২৪ সালের প্যারালিম্পিক্সে ৪৭.৩২ মিটার থ্রো করে F41 বিভাগে সোনা জিতেছিলেন এবং দেশের গর্ব হয়েছিলেন নভদীপ সিং।

আরও পড়ুন… Duleep Trophy: রিঙ্কু-সরফরাজ সহ ৮ উইকেট শিকার! মোহান্তি-দিন্দার ক্লাবে জায়গা পাওয়া বোলারটি কে?

নভদীপকে আত্মহত্যা করতে বলেছিলেন-

শুভঙ্কর মিশ্রের পডকাস্টে নভদীপ সিং তার অতীত সম্পর্কে একটি চমকপ্রদ গল্প প্রকাশ করেছেন। তিনি বলেন, কীভাবে কিছু লোক তাঁর পিছে লাগতেন এবং তাঁকে একটা সময়ে আত্মহত্যা করতে বলেছিলেন। একটা সময়ে সেই সব লোকেরা নভদীপের ক্ষমতাকে অবমূল্যায়ন করত এবং তাঁকে বিভিন্নভাবে কটূক্তি করত।

কোথা থেকে সাহস পান নভদীপ সিং-

নভদীপ সিং বললেন, ‘আপনি মনে করেন আমাদের সাহস কোথা থেকে আসে? যখন তারা বলে আপনি কিছুই করতে পারবেন না। আত্মহত্যা করলে ভালো হবে। তোমার এটা কেমন জীবন?’ এই কথা বলতে বলতে চোখে জল চলে আসে তাঁর। নভদীপকে এভাবেই কথাগুলো সহ্য করতে হত। মানুষের এই নিষ্ঠুর কথায় নিরুৎসাহিত না হয়ে, নভদীপ তাঁর লক্ষ্যে স্থির ছিলেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জ্যাভলিনে নিজেকে প্রমাণ করতে থাকেন। নভদীপ সব ধরনের কটূক্তি শুনে ছিলেন, সেই কথা গুলো আজও তাঁকে কাঁদায়, তবে সাফল্য পেয়ে সেই সব কটূক্তি ও সমালোচনার উপযুক্ত জবাব দেন নভদীপ সিং।

আরও পড়ুন… CPL 2024: ৬৮ বলে ১১৫ রান! ডি'ককের ঝড়ের সামনে হোপদের প্রথম হার! ওয়ারিয়র্সদের শীর্ষস্থান থেকে নামিয়ে এক নম্বরে রয়্যালস

বাবাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন নবদীপ সিং

প্রয়াত বাবাকে নিয়ে আলোচনা করতে গিয়েও আবেগপ্রবণ হয়ে পড়েন নভদীপ সিং। তিনি জানান, ‘আমার এই যাত্রায় আমার বাবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সমর্থনেই আজ আমি এই জায়গায় রয়েছি। শুরুটা তো তিনিই করেছিলেন।’ তবে ছেলের সাফল্য দেখার জন্য তিনি আর বেঁচে নেই। নভদীপ জানিয়েছেন যে তাঁর বাবা সব সময় তাঁর সঙ্গে থাকতেন, সব লড়াইয়ে হাত ধরতেন। এই বলে নভদীপ কাঁদতে থাকেন।

আরও পড়ুন… IND vs BAN: ও আমাদের ‘লগান’ ছবির আমির খান: রোহিত শর্মা প্রসঙ্গে কেন এমন বললেন সরফরাজ খান?

গার্ল ফ্রেন্ড নিয়ে কী বললেন নভদীপ সিং?

শুভঙ্কর মিশ্রের ইউটিউব চ্যানেলে, নভদীপ সিংকে দেখা যায়। সেই সময়ে তাঁকে বহু প্রশ্ন করা হয়েছিল। তাঁর কতজন বান্ধবী সে কথাও জিজ্ঞাসা করা হয়েছিল। এই প্রশ্নের জবাবে নভদীপ বলেন, ‘স্যার, পুরানোটা খারাপ ভাববে। এই কথায় শুভঙ্কর বলেন, নম্বরটাই বলুন। বিশেষ কেউ আছে? এই বিষয়ে নভদীপ বলেন আমি সবাইকেই বলি যে এটি আপনি ছিলেন।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল স্বস্তির খবর! ভয়ের কিছু নেই,শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে হরমনপ্রীত! জানালেন স্মৃতি… চার্জশিট-সূত্রের খবরের ফারাক জানেন না কিঞ্জল!'ডাক্তারবাবু'কে কটাক্ষ TMCP নেত্রীর কালই নিম্নচাপ তৈরি, বাড়বে শক্তি, বাংলার কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে কয়েকদিন? সুদীপার বাড়িতে দুর্গাপুজো ঘিরে মহা-আয়োজন, জুটল'মিথ্যেবাদী' তকমা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.